The importance and dignity of the teacher

avatar

Hi friends how are you all hope all is well by the infinite mercy of the creator i am very good and healthy you all are good family healthy always i wish this

The topic of my discussion today is the importance of teachers in our lives and their dignity

lecture-gb5033a447_1920.jpg

Sec
The human being is first the teacher, then his parents, then the teachers in his school, the teachers, the parents, the equivalent, the greatest role in our lives, our parents, then the teachers, the most important, because they care for us like their children and their honest ideals make us human.
The teacher is a craftsman. If one listens to his parents, there will never be any problem in his life. If he follows his educational advice, his path will be very easy because no teacher wants his student to go astray or engage in evil deeds. Is
Teachers always try to make their students study well and walk in a good way so that their students can see a bright future.

I would like to say from my own personal experience I would never treat a teacher badly or I never did. I was very dear to my teachers as well as some of my teachers were very dear to me. Found the biggest

studying-gde9a2caaa_1920.jpg
Sec
The name of my favorite teacher in my high school life was Mohammad Shahjahan Kabir. He used to teach my English subject. I always felt like he loved and cherished me like my father. The problem was I could ask him
You need to have a relationship with a good teacher just like you need friends to study in school life because they know best about our good and bad or any subject.

bag-g0df202db4_1920.jpg
Sec
I also had a favorite teacher. Our math teacher used to take good care of me. They are both in my favorite teacher's book.
Just as it is impossible to repay a parent's debt, it is very difficult to repay a teacher's debt. We will never be able to repay their debt, but we can expect them to pray for us. It hurts their minds

Today I hope everyone will like my short post. I hope you like it. My success. All will be well. Stay healthy and keep praying for me. Everyone will be fine until I see a new post very soon. Thank you all for being with me.
Bangla
হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো এবং সুস্থ আছি আপনারা সবাই ভালো বংশ সুস্থ থাকেন সর্বদা আমি এই কামনাই করি

আমার আজকের আলোচনার বিষয় শিক্ষাগুরু নিয়ে শিক্ষকের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু এবং তাদের মর্যাদা কতটুকু

মানুষ মাত্রেই প্রথম শিক্ষাগুরু তার পিতা-মাতা তারপর তার স্কুলের শিক্ষকরা শিক্ষক পিতা-মাতা সমতুল্য আমাদের জীবনে সবথেকে বড় ভূমিকা পালন করে আমাদের পিতা-মাতা তারপরে এসে শিক্ষকের গুরুত্ব সবথেকে বেশি কারণ তারা তাদের সন্তানের মতন আমাদেরকে আদর যত্ন করে এবং তাদের সৎ আদর্শ আমাদেরকে মানুষ করে
শিক্ষক সে মানুষ গড়ার কারিগর যদি যদি কেউ তার পিতামাতার কথা শুনে চলে তার জীবনে কখনো কোন সমস্যা হবে না তেমনই যদি সে তার শিক্ষাগ্রহণ পরামর্শ মেনে চলে ঠিক তার চলার পথ খুব সহজ হয়ে যায় কারণ কোন শিক্ষক চাইনা তার শিক্ষার্থী কখনো খারাপ পথে চলুন বা অসৎ কাজে লিপ্ত হয়
শিক্ষকরা সবসময় চেষ্টা করে তার শিক্ষার্থীরা যেন ভালোভাবে লেখাপড়া করে এবং ভালো পথে চলে যেন তার শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে সক্ষম হয় এটাতে তারা খুশি

আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে চাই শিক্ষকের সাথে কখনো খারাপ আচরণ করব না বা আমি কখনো করিনাই আমি আমার শিক্ষকদের কাছে অনেক প্রিয় ছিলাম সাথে সাথে আমার কাছেও আমার কিছু শিক্ষক খুবই প্রিয় ছিল ভালো মন থেকে লাগে ভালোবাসার টানে মায়া মমতা বা তাদের আদর্শ টায় আমাদের কাছে সব থেকে বড় পাওয়া

আমার হাই স্কুল জীবনে আমার প্রিয় শিক্ষকের নাম ছিল মোহাম্মদ শাহজাহান কবীর তিনি আমার ইংরেজি সাবজেক্ট পড়াতেন আমার কাছে সব সময় মনে হতো তিনি আমার পিতার মত আদর স্নেহ করতো সব সময় তিনি আমাকে কাছে টেনে নিত এবং যেকোন বিষয় আমি তার কাছে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারতাম যেটা আমার বুঝতে সমস্যা হতো তার কাছে জিজ্ঞেস করতে পারতাম
স্কুলজীবনে লেখাপড়া করতে গেলে যেমন বন্ধু-বান্ধবের দরকার আছে ঠিক ভালো একটা শিক্ষক এর সাথে সম্পর্ক থাকাটা দরকার আছে কারন তারাই সবথেকে ভালো জানে আমাদের ভালো-মন্দ সম্পর্কে বা যেকোন বিষয়

তেমনি আমার একটা প্রিয় শিক্ষক ছিলেন আমাদের গণিতের শিক্ষক আমাকে খুবই যত্ন করতেন আমার প্রিয় শিক্ষকের খাতায় উনারা দুইজন তবে কিছুদিন আগে আমার গণিতের শিক্ষক অসুস্থ হয়ে মারা যান শুনে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে আমি আমার শিক্ষকদেরকে অনেক বেশি মিস করি
যেমন পিতামাতার ঋণ শোধ করা অসম্ভব ঠিক তেমনি শিক্ষকের ঋণ শোধ করা অনেক কঠিন ব্যাপার আমরা কখনও পারব না তাদের ঋণ শোধ করতে তবে তাদের কাছে তাদের দুয়া পাওয়ার আশা তো আমরা রাখতে পারি শিক্ষক শিক্ষিকা আমাদের পিতা মাতা সমতুল্য তাদের সাথে কখনো আমরা এমন কোন ব্যবহার করব না যাতে তাদের মনে কষ্ট পায়

আজ এই আশা করি সবার কাছে আমার ছোট পোস্টটি ভালো লাগবে আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আজ এ পর্যন্তই খুব শিগগিরই নতুন কোন পোস্টে দেখা হবে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ



0
0
0.000
1 comments
avatar

Hola buenas tardes. Muy inspirador soy licenciada en educación y fui maestra por poco tiempo. Y tembien tuve una maestra en la universidad ..! A la cual aprecio mucho Katty Montiel Educadora de la ilustre Universidad del Zulia

0
0
0.000