রেকর্ড গড়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টেস্ট জয় 🏏

avatar
(Edited)


image.png
PIXABAY

পাকিস্তান ; এক জনপ্রিয় ক্রিকেট খেলুরে দেশের নাম। তাদেরকে অনেকেই আবার ক্রিকেটের আনপ্রেডিক্টেবল দল হিসেবে চিনে। ফুটবলে ইংল্যান্ডের মতো হুটহাট তারা যেকোন কিছুই করে বসতে পারে৷ এই যেমন নিশ্চিত জিতা ম্যাচ হেরে যাওয়া, আবার প্রায় অসম্ভব ম্যাচটি জিতে নেওয়া তাদেরকেই ভালো মানায়।

পাকিস্তান তাদের আনপ্রেডিক্টেবল নামের প্রমান দিয়েছিলো ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফি জয় করে। ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু না করলেও শেষ পর্যন্ত ফাইনালে ইন্ডিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফিটা নিজের করে নিয়েছিলো। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে কেউ কি ভেবেছিলো পাকিস্তান চ্যাম্পিয়ন হবে?

পাকিস্তান তাদের আনপ্রেডিক্টেবল নামটার আবারো প্রমান দিলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে। খাদের একেবারে কিনারা থেকে উঠে রেকর্ড গড়ে ম্যাচটিই জয় করে নিলো। এর মধ্যেই পাকিস্তান তাদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান চেজ করার রেকর্ড গড়লো। পাকিস্তানের সর্বোচ্চ রান চেজ করে জয় করা ম্যাচটিও শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৫ সালে ৩৭৭ রান তাড়া করে জিতেছিলো তারা। এবার তাদের বিপক্ষেই চতুর্থ ইনিংসে ৩৪২ রানের পাহাড় সমান রান তাড়া করে জিতলো বাবর আজমের দল।


FB_IMG_1658321210196.jpg
PTVsports

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। সম্প্রতি শ্রীলংকা টেস্ট দল ছিলো দুর্দান্ত ফর্মে। এইতো কিছুদিন আগেই অস্ট্রেলিয়াকে ঘূর্ণিতে নাকানিচুবানি খাইয়েছে তারা। তাই এই ম্যাচেও শ্রীলংকার জয়ের পাল্লা কিছুটা ভারী ছিলো। শুরুতে ব্যাটিং করে তেমন ভালো করতে পারেনি লঙ্কান ব্যাটারা। এক্ষেত্রে কৃতিত্বটা পাকিস্তানি বোলারদেরকেই দিতে হবে। শাহিন শাহ আফ্রিদি সহ দলের বাকি সবাই খুব ভালো বোলিং করে লঙ্কানদের ২২২ রানেই আটকে দেয়। শ্রীলঙ্কার হয়ে একমাত্র দীনেশ চান্দিমাল ছাড়া বাকি সবাই ব্যাট হাতে ছিলো মলিন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটাররা থাকে আশা যাওয়ার মধ্যেই। দলীয় একশো রানের আগেই আউট হয়ে সাজঘরে ফিরেন সাতজন ব্যাটার। কিন্তু পাকিস্তানের অধিনায়ক বাবর আজম একপ্রান্ত আগলে রেখে এগুতে থাকে৷ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে পৌছে দেন সম্মানজনক স্কোরে৷ নাসিম সাহকে সঙ্গী করে শেষ উইকেটে গড়েন রেকর্ড জুটি। আউট হওয়ার আগে নিজের শতক পূর্ণ করে এই বিশ্বসেরা ব্যাটার। যেখানে ফলোয়ন টা এরানোই কঠিন ছিলো, সেখানে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন বাবর। ২১৮ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা দাড় করায় এক বিশাল টার্গেট ।ওপেনার ফার্নান্দো এবং শেষদিকে দিনেশ চান্দিমালের অসাধারণ ইনিংসে তাদের সংগ্রহ ৩৩৭ রান। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষে টার্গেট দাঁড়ায় ৩৪২। এই মাঠে এর আগে কখনো এই পরিমান রান চেজ হয়নি। তাই এই ম্যাচ জয় করতে হলে নতুন রেকর্ড তৈরি করতে হতো। আরে সেটিই করে দেখিয়েছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান।


FB_IMG_1658321500798.jpg
PTV Sports

ওপেনার আব্দুল্লাহ শফিক এই ম্যাচে জয়ের নায়ক। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে জয়টা নিয়েই সাজঘরে ফিরেছে এই পাকিস্তানি ওপেনার। ১৬০ রানের অতিমানবীয় ইনিংস খেলে জিতেছেন ম্যাচ সেরার তকমাটাও। এই ম্যাচে আব্দুল্লাহ সফিককে যোগ্য সমর্থন দিয়েছেন ইমাম -উল-হক, ক্যাপ্টেন বারর আজম আর রিজোয়ানরা। শেষদিকে মোহাম্মদ নওয়াজকে নিয়ে রেকর্ড জয় তুলে মাঠ ছারে পাকিস্তান টেস্ট দল।

এই জয়ে আনন্দ ছড়িয়ে পরেছে পাকিস্তানের ড্রেসিংরুম থেকে শুরু করে পুরো পাকিস্তানে।



0
0
0.000
3 comments
avatar

সত্যি কথা বলতে পাকিস্তান আসলেই আনপ্রেডিক্টেবল। এর প্রমান আমরা অনেকবার এই পেয়েছি। এইবার আরেকবার পেলাম। কিন্তু সময়ের সাথে পাকিস্তান টিমটি আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছে।
আমার মতে পাকিস্তানের বোলিং অ্যাটাক অসাধারণ।
পাশাপাশি ব্যাটিংয়ে আগের চেয়ে অনেক ভালো করছে।

0
0
0.000
avatar

হা; পাকিস্তান এখন অনেক পরিনত দিল। বিশেষ করে বাবর আর শাহিন আসার পর।

0
0
0.000