নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত !!

avatar

image.png

সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিলো ভারত। বিশ্বকাপের এক টুর্নামেন্টে রেকর্ড টানা দশটি জয় নিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় দলটি। দুর্দান্ত ফর্মে থাকা এই দলটিকে টুর্নামেন্টের শুরু থেকেই হট ফেভারিট হিসেবে বিবেচনা করছিলো ক্রিকেট বিশ্লেষকরা । দেশের মাটিতে অনুষ্ঠিত ক্রিকেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টটিতে ভারত জাতীয় দল ভালো করবে এমনটাই প্রত্যাশা ছিলো দলটির ভক্ত সমর্থকদের। ভক্তদের সেই প্রত্যাশার পুরোপুরি পূর্ণতা দিয়েছে রোহিত শার্মার নেতৃত্বাধীন ভারত দল!

বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচে গতকাল ভারত মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। মুম্বাইয়ে অবস্থিত ওয়ানখেদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এই ম্যাচটিতে বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছিল ভারতের জন্য। কেননা সর্বশেষ বিশ্বকাপে এই দলটির কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত দল। এবারের বিশ্বকাপেও নিউজিল্যান্ড বেশ ভালো পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স ছাড়া কোন উপায় ছিলোনা ভারতের পক্ষে!

নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যাকার এই সেমিফাইনালে শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারত। গুরুত্বপূর্ণ এই টসে জিতে ব্যাটিং নেওয়ার পিছনে কারন ছিলো পিচ কন্ডিশন। শুরুতে ব্যাটিং করে ভালো একটি স্কোর দাঁড় করাতে পারলে জয় পাওয়াটা তুলনামূলক সহজ। তাই ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা শুরুতে ব্যাটিং করে নিউজিল্যান্ডকে রানের চাপে ফেলার পরিকল্পনা করে। শেষ পর্যন্ত সে পরিকল্পনায় সফল হয়েছে দলটি।

ভারতের হয়ে শুরুতে ব্যাটিংয়ে আসে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং শুভমান জিল। দলের পক্ষে শুরুটা দুর্দান্ত করে এই দুই ওপেনার। মাত্র ২৯ বলে ৪৭ রান করে ক্যাপ্টেন রোহিত শর্মা আউট হলে ভাঙ্গে ৭১ রানের ওপেনিং জুটি। রোহিত শার্মার বিদায়ের পর ব্যাটিংয়ে আসে ভারতের প্রধান ব্যাটসম্যান বিরাট কোহলি। শুভমান জিল এবং বিরাট কোহলি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তবে ৬৬ বলে ৮০ রান করে রিটায়ার্ড হার্ড হয়ে শুভমান জিল মাঠ ছাড়লে ভাঙ্গে তাদের বন্ডিং।

শুভমান জিলের পর শ্রেয়াস আইয়ারকে সাথে নিয়ে রেকর্ড জুটি গড়ে বিরাট কোহলি। দুজনেই পূর্ণ করে তাদের ব্যক্তিগত শতরান। বিরাট কোহলি পূর্ণ করে ওডিআই তে 50 তম সেঞ্চুরি, যা ছাপিয়ে গেছে সচিন টেন্ডুলকারের রেকর্ডকে। ম্যাচের শেষ দিকে শ্রেয়াস আইয়ার কে এল রাহুলকে নিয়ে ব্যাটিং তান্ডব চালালে নির্দিষ্ট ৫০ ওভারে ৩৯৭ রানে থামে ইন্ডিয়ার ইনিংস। নিউজিল্যান্ডের জয়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩৯৮ রানের। সেমিফাইনালের মত ম্যাচে এত রান চেজ করে কি জয় পাওয়া মোটেও সহজ কথা নয়!

প্রায় চারশ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ড দলের। ৩৯ রানের প্রথম দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। কিন্তু দুই উইকেট হারানোর পর ভালোই ঘুরে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড বাহিনী। ক্যাপ্টেন কেইন উইলিয়ামসন এবং মিচেলের ১৮০ রানের পার্টনারশিপে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলো নিউজিল্যান্ড। কিন্তু ভারতীয় বোলার মোহাম্মদ শামি একাই সেই সম্ভাবনাকে ধুলোয় মিশিয়ে দেয়। বোল হাতে একাই সাতটি উইকেট শিকার করে এই বোলার। ফলে ৩২৭ রানেই থামে নিউজিল্যান্ডের ইনিংস। ৭০ রানের জয় পেয়ে মেঘা ফাইনালে কোয়ালিফাই করে ভারত৷

Indian Cricket Team



0
0
0.000
0 comments