সাদিও মানে || আফ্রিকান বর্ষসেরা ফুটবলার ২০২২ 🏅🥇

avatar
(Edited)

ফুটবল এক জনপ্রিয় খেলা। এই জনপ্রিয় খেলাকে আরও জনপ্রিয় করে তুলেছেন কিছু অসাধারণ ফুটবলার৷ যারা মাঠের পাশাপাশি ব্যক্তিগতভাবেও হাজারো ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। তাদের মধ্যে মুসলিম খেলোয়ার সাদিও মানে অন্যতম। আফ্রিকান এই খেলোয়ার তার চারিত্রিক মাধুর্যে জয় করে নিয়েছেন লাখো ফুটবলপ্রেমীদের মন।

আফ্রিকার এক দরিদ্র পরিবারে জন্ম সাদিও মানের৷ তার পরিবার এতোই দরিদ্র ছিলো যে দুবেলা খাবার জোগান দেওয়াটাই কষ্টের ছিলো। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি মানের ছিলো প্রবল আকর্ষন। সে বড়ো হয়ে একজন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু সেই স্বপ্নের বাধা হয়ে দাঁড়ায় দারিদ্রতা। সাপ্তাহের চারদিন কাজ করে বাকি তিনদিন ফুটবলের পিছনে ব্যয় করতো সেই ছোট্ট সাদিও মানে। তার ওক্লান্ত পরিশ্রম আর সেক্রিফাইস সকল দারিদ্রতাকে পিছনে ফেলে তৈরি করে ম্যাজিসিয়ান সাদিও মানের।

সাদিও মানের পায়ের জাদুতে মুগ্ধ হয়ে ইংলিশ জায়ান্ট লিভারপুল তাকে দলে ভিড়ায়। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। লিভারপুলের হয়ে নিজের নামকে আরো উজ্জল করে তোলেন। ক্লাবের হয়ে জয় করেন প্রিমিয়ার লীগ ট্রফি এবং ইউরোপের সর্বোচ্চ শিরোপা চ্যাম্পিয়ন্স ট্রফি। মিশরের খেলোয়ার মোহাম্মদ সালাহ এর সাথে তৈরি করে অপ্রতিরোধ্য জুটি৷ সর্বশেষ সিজনেও সালাহ-মানের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে লিভারপুল।

কিন্তু এবার তাদের ভাগ্য সহায় হয়নি। ২০১৮ সালে হারের প্রতিশোধ নিতে পারেনি ইংলিশ জায়ান্টরা। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলতে থাকা লিভারপুল হেরে যায় রিয়ালের গোলকিপারের কাছে। সেদিন সাদিও মানের এক দূর্দান্ত শট ফিরিয়ে দিয়েছিলো রিয়াল-মাদ্রিদ্রের গোলকিপার কর্তোয়া। এছাড়াও একের পর এক দূর্দান্ত সেইভে রিয়ালকে তাদের ১৪ তম শিরোপা এনে দেন এই বেলজিয়ান গোলকিপার। হতাশ হয়ে মাঠ ছাড়ে লিভারপুল দল।

সম্প্রতি লিভারপুলের সাথে সম্পর্কের ইতি টেনেছেন সাদিও মানে। অবিশ্বাস্য এক পথচলার পর নতুন চ্যালেঞ্জ নিতে যোগ দিয়েছেন আরেক জায়েন্ট ক্লাব বায়ার্ন মিউনিখে। বায়ার্ন মিউনিখও সাদিও মানের মতো একজন প্রতিভাবান খেলোয়ার পেয়ে বেশ উচ্ছাসিত। কেননা তারা বিশ্বাসি সাদিও মানে তাদের পথচলাকে আরো সহজ করতে সাহায্য করবে। আর তারা মানের মতো একজন বিশ্বমানের প্লেয়ারের কাছে এই আশাটুকু তো করতেই পারে।

মাঠের বাইরেও মানে এক অসাধারন মানুষ। দারিদ্রতার সাথে যুদ্ধ করে বড়ো হওয়া মানে নিজ দেশের কল্যানে করে যাচ্ছেন একের পর এক মানবিক কাজ। নিজ গ্রামে গড়ে তোলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসালয়। গড়ে তোলেছেন ফুটবল একাডেমি, যেখানে ফ্রিতে ট্রেনিং নিতে পারবে দরিদ্র ফুটবলপ্রেমীরা। নিজ গ্রামে কয়েকশত পরিবারের ভরনপোষনেরও দায়িত্ব নিয়েছেম এই মহান ফুটবলার৷


FB_IMG_1658486339761.jpg
FC BAYERN

সম্প্রতি সাদিও মানে জয় করে নিয়েছেন আফ্রিকান বর্ষসেরা প্লেয়ার ২০২২ এর পুরস্কার। একবারের বেশি এই পুরষ্কার জয় করেছেন এমন প্লেয়ারদের মধ্যে তিনি দশম। এই সম্মাননা সেনেগালের অধিনায়ক সাদিও মানের জনপ্রিয়তাকে আরো বহু গুনে বাড়িয়ে দিয়েছে।



0
0
0.000
2 comments
avatar

Salah deserved it. Mane won an international cup, but he only scored thrice, five times less than the top scorer. In every other aspect, Salah outruns him.

0
0
0.000
avatar

Nah, They both did well in Liverpool. But Mane carried his nation. He handled the pressure so well.

0
0
0.000