বদলে যাওয়া এক নাজমুল হাসান শান্তের গল্প!

avatar
(Edited)

জীবনের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। জীবন যে কখন কাকে কোথায় পৌছে দেয় তার কোন নিশ্চয়তা নেই। তার বাস্তব উদাহরন বাংলাদেশ দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। কয়েকদিন আগেই যেই প্লেয়ারটা ছিলো সবার মাথাব্যাথার কারন। যাকে লর্ড অফ ক্রিকেট বলে সাবাই হাসি তামাশা করতো, আজ সেই সকলের চোখের মনি! বিপক্ষে দলের মাথাব্যাথার কারন!

হা ; এটাই বাস্তবতা। দিনের পর দিন বাজে পারফরমেন্স করে যাওয়া প্লেয়ারটি এখন বাংলাদেশের স্টার বয়! সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে হাসি তামাশা সয্য করা মানুষটির এখন লাখো ভক্ত সমর্থক। সবাই এখন শান্তর ব্যাটে মাতোয়ারা। দলের জয়ের প্রধান নায়ক। মাঠের সবচাইতে গুরত্বপূর্ন খেলোয়ারটি এখন সে!

তার প্রত্যাবর্তনটা শুরু বাংলাদেশ প্রিমিয়ার লীগের হাত ধরে। দেশি বিদেশী বোলারদের চার ছক্কা হাকিয়ে দলের বহু ম্যাচ জয়ের নায়ক সে। তবে তার দল শিরোপার স্বাদ না পেলেও সর্বোচ্চ রানের মুকুটটা যে উঠেছিলো তার হাতেই। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ৫০০+ রান করে সবাইতে তাক লাগিয়ে দিয়েছিলো সে।

তারপর যা হয়েছে তা তো সবারই যানা। ইংল্যান্ডের মতো দলের সাথে সিরিজ জয়ের নায়ক সে। ইংল্যান্ডের নামি দামি সব বোলারদেরকে নিঃসংকোচে মোকাবেলা করেছে সে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের পক্ষে সবচাইতে বেশি ধারাবাহিক প্লেয়ার ছিল নাজমুল হাসান শান্ত।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতে অর্ধশতক এবং দুইটিতে ৪০ প্লাস রান দলকে জয় এনে দিয়েছিলো। যার ফলে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার লজ্জাটাও এসেছে তার হাত ধরে। শান্তকে এক অশান্ত রূপেই দেখা গিয়েছে পুরো সিরিজ জুরেই। তার এমন অসাধারণ পারফরমেন্সের পর টি-টোয়েন্টি ব্যাটিং ব্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে ১৬ তম অবস্থানে উত্তীর্ণ হয়েছে সে।

বর্তমানে নাজমুল হাসান শান্তর ব্যাটিং স্টাইলেও এসেছে বহু পরিবর্তন। তার ব্যাটিং অ্যাপ্রচও অসাধারন। সাথে ফিল্ডিংয়েও দুর্দান্ত এই খেলোয়ার। সবাই তো এমন শান্তকেই খুজছিলো। আশা করি সামনের দিনগুলোতে সে তার পারফরম্যান্স ধরে রাখবে। শুভ হোক তার সামনের দিনগুলো।


FB_IMG_1678896540143.jpg
Bangladesh cricket : The Tigers



0
0
0.000
0 comments