হার দিয়ে বিপিএল যাত্রা শুরু চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের !

avatar

দুর্দান্ত এক ম্যাচের মধ্যে দিয়ে আজ পর্দা উঠলো ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসরের। সাতটি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত এবারের আসরের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো দুর্দান্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচাইতে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। সর্বোচ্চ চারবার বিপিএলের শিরোপা জয় করেছে কুমিল্লা জেলার দলটি। তবে দশম সিজনের শুরুটা রাঙাতে ব্যর্থ হয়েছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিজনের প্রথম ম্যাচেই দলটি হেরেছে মোসাদ্দেকের দুর্দান্ত ঢাকার বিপক্ষে!

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লীগকে ঘিরে শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মঈন আলী, আন্ড্রে রাসেন, মোহাম্মদ রিজওয়ান এবং রশিদ খানের মতো বিশ্বক্রিকেটের নামিদামী বিদেশি খেলোয়াড়দের দলে যুক্ত করেছে কুমিল্লা। অপরদিকে দেশি ক্রিকেটার হিসবে লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস এবং তৌদিদ হৃদয়ের মতো তারকা খেলোয়ার এবারের আসরে কুমিল্লার হয়ে মাঠ মাতাবে। সেই হিসেবেই এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার নাফিসা কামালের মালিকানাধীন দলটি।

অপরদিকে এবারের আসরে কিছুটা দুর্বল নিয়েই স্কোয়াড সাজিয়েছে দুর্দান্ত ঢাকা। দলটিতে নেই কোন নামিদামি বিদেশি খেলোয়াড়। বেশকিছু শ্রীলঙ্কান প্লেয়ারদেরকে নিয়েই দলটি তাদের বিদেশী প্লেয়ার কোটা পূর্ণ করেছে । তবে দলটিতে আছে বেশ কিছু ভালো মানের বাংলাদেশি পারফর্মার। তার মধ্যে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং নাঈম শেখ অন্যতম। দেশিও প্লেয়ারদেরকে নিয়ে তারা শিরোপা জয়ের আশা করতেই পারে!

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই তুলনামূলক দূর্বল দল নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়াসকে হারালো দুর্দান্ত ঢাকা। এই ম্যাচে দুর্দান্ত ঢাকার হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে বাংলাদেশি খেলোয়ারেরা। এদিন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকার ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন। কুমিল্লাকে অল্প রানে আটকে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। তারা সেই লক্ষ্যকে পূর্ণতা দিয়েছে বেশ ভালোভাবেই !


image.png
Bangladesh Cricket : The Tigers

এই ম্যাচে শুরুতে কুমিল্লার হয়ে ব্যাটিংয়ে আসে দুই ওপেনার লিটন কুমার দাস এবং ইমরুল কায়েস। তবে চ্যাম্পিয়নদের ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয় এই দুই ওপেনার। ক্যাপ্টেন লিটন মাত্র ১৩ রানে রানে আঊট হয়ে প্যাভিলিয়নের ধরে। তবে লিটনের বিদায়ের পর দুর্দান্ত এক জুটি করে ইমরুল কায়েস এবং ইয়ংস্টার তৌহিদ হৃদয়। দু'জনে মিলে গড়ে ১০০+ রানের জুটি। তবে শেষদিকে কুমিল্লার খেলোয়াড়েরা পাওয়ার হিটিং করতে ব্যর্থ হলে মাত্র ১৪৩ রানেই থামে দলটির ইনিংস। শেষ ওভারে ঢাকার হয়ে হেট্রিক করে পেসার শরিফুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া ১৪৪ রানের জবাবে শুরুটা দূর্দান্ত করে ঢাকার দুই ওপেনার নাঈম শেখ এবং গুনাথিলাকা। দুজনে মিলে গরে ম্যাচ উইনিং ১০০ রানের পার্টনারশিপ। তবে তুই ওপেনারের বিদায়ের পর চাপে পড়ে যায় দুর্দান্ত ঢাকা। সেই চাপ সামাল দিয়ে দলকে জয়ে এনে দেয় বাংলাদেশী ইয়ংস্টার ইফরান সুক্কুর। তার অসাধারণ ফিনিশিংয়ে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে সিজনের শুরুটা রঙিন করে রাজধানী ঢাকা!



0
0
0.000
0 comments