আইসিসি ওডিয়াই বিশ্বকাপ ভারত ২০২৩ 🏏🏏

avatar

image.png

আর কয়েকটা দিন পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের মেঘা আসর আইসিসি ওডিয়াই বিশ্বকাপ। ভারতের মাটিতে ৫ই অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা উন্মোচিত হবে ওডিয়াই বিশ্বকাপের। ইতিমধ্যেই দলগুলো শুরু করে দিয়েছে তাদের বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। বেশ কয়েকটি দল বিশ্বকাপকে সামনে রেখে মুখোমুখি হয়েছে দ্বিপাক্ষিক সিরিযে৷ বিশ্বকাপে জায়গা করে নেওয়া প্রতিটি দলের একটাই উদ্দেশ্যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। তবে কার হাতে উঠতে চলেছে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা?

এবারের বিশ্বকাপ মূলত অনুষ্ঠিত হচ্ছে দুইটি পর্বে। প্রথম পর্বে দশটি দল জিম্বাবুয়ের মাটিতে মুখোমুখি হয়েছিলো। যেখান থেকে মাত্র দুটি দলের সুযোগ ছিলো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার। দূর্দান্ত লড়াইয়ের পর কোয়ালিফাইং রাউন্ড থেকে জায়গা করে নেওয়া দল দুটির নাম শ্রীলঙ্কা এবং ন্যাদারল্যান্ড। ন্যাদারল্যান্ড অনেকটা চমক দিয়েই জায়গা করে নিয়েছে এবারের বিশ্বকাপের মূলপর্বে। বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের মতো নামকরা দলগুলো।

বিশ্বকাপের বাছাইপর্বের পর মূলপর্বে জায়গা করে নেওয়া সর্বমোট দলের সংখ্যা দশ ৷ এর মধ্যে আটটি দলই সরাসরি জায়গা করে নিয়েছিলো মূলপর্ব। এবারের বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া দলগুলো হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিন আফ্রিকা এবং আফগানিস্তান। বিশ্বকাপের মূলপর্বে এই দশটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে লড়বে।

বিশ্বকাপ শুরু আগমূহুর্তে পুরো ক্রিকেটপাড়া ব্যস্ত আলোচনা সমালোচনায়। কার হাতে উঠবে শিরপা? কে হবে ভারত বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড কি তাদের শিরোপা ধরে রাখতে পারবে? এমন সকল প্রশ্নের পিছনে রয়েছে বেশ কিছু উত্তরও!

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। ভারতের মাঠগুলো সাধারনত স্পিন-সহায়ক হয়। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো এখানে পেইসবান্ধন আর ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করা হয় না। তাই এশিয়ার বাইরের দেশগুলো উপমহাদেশে এসে তেমন ভালো পারফরম্যান্স করতে পারেন। যেমনটা লক্ষ্য করা যায় এশিয়ার দলগুলোর বেলায়ও। এশিয়ার দলগুলোকেও এশিয়ার বাইরের মাটিতে তেমন ভালো করতে দেখা যায় না। তবে একমাত্র ভারতই সামর্থ রাখে সবজায়গায় ভালো পারফরম্যান্স করার।

বিশ্বকাপটি উপমহাদেশে অনুষ্ঠিত হওয়ায় অবশ্যই এশিয়ার দলগুলো এগিয়ে থাকবে শিরোপার দৌড়ে। বিশেষ করে এবারের বিশ্বকাপ জয়ের সমীকরনে সবচাইতে এগিয়ে থাকবে স্বাগতিক ভারত। কেননা ভারতে অনুষ্ঠিত সর্বশেষ আসরে শিরোপা জয় করেছিলো তারাই।ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেবার দলটি বিশ্বজয় করেছিলো।

ভারতের পাশাপাশি এবারের বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে উপমহাদেশের আরেক ক্রিকেটপ্রেমী দেশ পাকিস্তান। দল হিসেবে তারা বেশ ভালো। উপমহাদেশের বাইরের দল হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও সুযোগ থাকছে ভালো কিছু করে দেখানো। তবে সবগুলো দলই যে তাদের ১০০% দিয়ে খেলবে তা বলার অপেক্ষা রাখেনা!

ICC - International Cricket Council



0
0
0.000
1 comments