চ্যাম্পিয়ন লীগ থেকে রিয়ালের বিদায়!

avatar
(Edited)


image.png
UCL

চ্যাম্পিয়নস লীগের সেমিতে গতকাল রাতে মুখোমুখী হয়েছিলো দুই শিরোপাপ্রত্যাশী দল ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। যেখানে সহজ জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নের তারা হারিয়েছে ৪-০ গোলের বিশাল ব্যাবধানে। এর আগে সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করেছিলো দলটি। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি!

ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত এক ঘটিকায় মাঠে নেমেছিলো দুই হট ফেবারিট দল ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগেও প্রেডিক্ট করা কঠিন ছিলো কে জয় পাবে এই ম্যাচে। কেননা দু'দলেরই সামর্থ আছে যেকোন পরস্থিতিতে ম্যাচ জয় করে নেওয়ার। তারা পূর্বেও তা প্রমান করে দেখিয়েছে।

তবে বর্তমান পারফরমেন্স অনুযায়ি কিছুটা হলেও এগিয়ে ছিলো ম্যানচেস্টার সিটি। তাছাড়া দলের প্রত্যেকটা প্লেয়ার রয়েছে দূর্দান্ত ফর্মে। বিশেষ করে আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটির হয়ে বেশ কিছু রেকর্ড তৈরি করেছে এই সিজনে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হল্যান্ড। ম্যানচেস্টার সিটিও তাদের পারফরম্যান্সে ধারা অব্যাহত রেখেছে রিয়ালের বিপক্ষে। চ্যাম্পিয়নস লীগের সর্বশেষ সিজনে সিটি জয় না পেলেও এবার জয় পেয়েছে ঠিকই!

প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর সিটি নিজেদের মাঠে জয় পেয়েছে ৪-০ গোলের বিনিময়ে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলে ম্যানচেস্টার সিটি। তার ফলস্বরূপ ম্যাচের ২৭ এবং ৩৭ তম মিনিটে জোড়া গোল করে সিলভা। ফলে শুরুতেই ম্যাচে এগিয়ে যায় পেট গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। এরপর হাফটাইম পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি কোন দল। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় সিটি!

ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ গোল শোধ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উল্টো ম্যাচের ৭৪ মিনিটে আরেক গোল খেয়ে ম্যাচ থেকেই ছিটকে পরে রিয়াল। তৃতীয় গোল করেই থেমে থাকেনি ম্যানচেস্টার সিটি। অতিরিক্ত মিনিটেও আরেক গোল করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড জুনিয়র আলভারেজ। ফলে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়ে ফাইনালে উত্তীর্ণ হয় ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচেই অধিপত্য বিস্তার করেছে স্বাগতিক দল। ৬০% বলের দখল ছিলো তাদের কাছে।

দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের এমন পারফরম্যান্স হতাশার ছিলো ভক্ত সমর্থকদের কাছে। কোন ফরোয়ার্ড প্লেয়ার এদিন ভালো করতে সক্ষম হয়নি। সাথে ডিফেন্সও ছিলো নরবড়ে।

ফাইনালে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ইতালির ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে। সবদিক মিলিয়ে সিটিই এগিয়ে থাকবে এই ম্যাচে। তবে কি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম শিরোপা জিততে চলছে ম্যানচেস্টার সিটি? নাকি ইন্টার বাজিমাত করে দেখাবে?



0
0
0.000
0 comments