এসি মিলান VS ইন্টার মিলান ⚽⚽

avatar


FB_IMG_1683813729365.jpg
UCL

রিয়াল- সিটির অসাধারন ম্যাচের পর গতকাল দ্বিতীয় সেমিতে মুখোমুখী হয়েছিলো ইতালির দুই ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলান। রিয়াল-সিটির ম্যাচে কেউ জয় না পেলেও এই ম্যাচে জয় পেয়েছে ইন্টার মিলান। এসি মিলানকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে দলটি!

গতকাল বাংলাদেশ সময় এক ঘটিকায় এসি মিলানের মাঠ সান সিরো ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। দীর্ঘদিন পর ইতালির এই দুই ক্লাব চ্যাম্পিয়নস লীগের সেমিতে জায়গা করে নেওয়াতে আগ্রহের কমতি ছিলোনা ভক্ত সমর্থকদের। বিশেষ করে এসি মিলানের এবারের চ্যাম্পিয়ন লীগ যাত্রাটা ছিলো অবিশ্বাস্য। ইতালির দুই ক্লাবের সেমির লড়াই দেখতে অনেকটা অধির আগ্রহেই অপেক্ষায় ছিলো ফুটবলপ্রেমিরা।

তবে ম্যাচটি যতটা উত্তেজনাপূর্ন হওয়ার কথা ছিলো তা হয়নি! ম্যাচের এগারো মিনিটেই দুই গোল হজম করে বসে এসি মিলান। অষ্টম মিনিটে প্রথম গোল এবং এগারো মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় ইন্টারের দুই প্লেয়ার। এরপর এসি মিলান প্রানপন চেষ্টা চালিয়ে যেতে থাকে ম্যাচে ফেরার জন্য। তবে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলে প্রথম লেগে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছারে ইন্টারমিলন।

এই ম্যাচে বল পজিশনে এসি মিলান এগিয়ে থাকলেও অন টার্গেটে তারা শুট করেছে মাত্র দুটি। এসি মিলানের এটাকিংয়ের প্রধান হাতিয়ার লিও ইনজুরির কারনে এই ম্যাচে মাঠে নামতে পারেনি। মাঠে থাকা ফ্রান্স স্ট্রাইকার ওলিভার জিরোর্ডসহ বাকি কেউ ভালো সুযোগ তৈরি করতে পারেনি। অপরদিকে ৪২% বল পজিশন নিয়ে অন টার্গেটে ইন্টারমিলান শুট করেছি পাঁচটি। যার মধ্যে প্রথম দুটিই গোলে পরিনত হয়েছিলো। যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারন করে।

সেমিফাইনালের ২য় লেগের ম্যাচে আগামী ১৭ মে আবারো মাঠে নামবে মিলানের দুই দল। তবে প্রথম ম্যাচে ২-০ গোলের জয় নিশ্চিতভাবেই ইন্টার মিলানকে এগিয়ে রাখবে। অন্যদিকে এসি মিলানও যে হাল ছেড়ে দিবে এমনটা নয়! তারা যথেষ্ট ক্যাপাবল কামব্যাক করার। আর তাই যদি হয় তাহলে ফাইনালে ২০০৮/৯ সিজনের এসি মিলানকে দেখা যাবে ভয়ংকর রূপে!

চ্যাম্পিয়ন্স লীগের আরেক ২য় লেগের ম্যাচে মুখোমুখী হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচটি ড্র হওয়াতে ২য় লেগের ম্যাচটিই নির্ধারন করবে কে পৌছে যাবে এবারের ইউসিএল ফাইনালে। তবে সিটির মাঠে ম্যাচটি হওয়াতে কিছুটা হলেও এগিয়ে থাকবে পেপ গার্দিওয়াল ম্যানচেষ্টার সিটি!



0
0
0.000
0 comments