স্বরূপে মেসি ও নেইমার || পিএসজির দুর্দান্ত শুরু ⚽🥅

avatar
(Edited)

গতরাতে পর্দা উন্মোচিত হয়েছে ২০২২/২৩ লীগ ওয়ান সিজনের। যেখানে বেশ কয়েকটি দল মুখোমুখি হয়ছিলো প্রথম দিনের খেলায়৷ তার মধ্যে অন্যতম আকর্ষন ছিলো প্যারিস সেইন্ট-জার্মেইন বনাম ক্লারমন্ট ফুটের ম্যাচটি। তারকাপূর্ন দল পিএজিতে এই মৌসুমে বেশ কিছু পরিবর্তন। কোচ মারিও পচত্তিনোএ পরিবর্তে দলের প্রধানে কোচের দায়িত্ব পেয়েছে ক্রিস্টোফ গাল্টিয়ার। লীগ ওয়ানে পিএসজির হয়ে এটাই ছিলো তার প্রথম ম্যাচ। গত মৌসুমের সব ব্যর্থতাকে ভুলে এই মৌসুমটাকে নিজের করে নিতে মরিয়া প্যারিসিয়ান ক্লাবটি৷

এই ম্যাচে ইনজুরির কারনে স্কোয়াডে ছিলোনা পিএসজির অন্যতম এটাকিং স্টার কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজির হয়ে এদিন মাঠে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওলেন মেসি এবং ব্রাজিলিয়ান প্রানভোমরা নেইমার জুনিয়র৷ একসময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ মাতানো এই দুই তারকা এখন খেলেন ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে। তাদের বন্ধুত্ব সম্পর্কে কারোই অজানা নয়! মেসি নেইমারের সেই পুরোনো ফুটবল রসায়ন পিএসজির হয়ে পূনরায় দেখার সুযোগ পেয়েছে ভক্ত সমর্থকেরা।

এইতো দুদিন আগেও ট্রফি দে চ্যাম্পিয়নস এর ফাইনালে মেসি নেইমারের অসাধারণ রসায়নে নতুন মৌসুমের শুরুটা বেশ রঙিন করেছিলো প্যারিস সেইন্ট জার্মেইনের। আজকের ম্যাচেও তার প্রতিফলন ঘটায় এই জুটি। তবে এবার আরো সুন্দর খেলার উপহার দেয় তারা। এই ম্যাচে নেইমারের এক গোল তিন এসিস্ট এবং লিওনেল মেসি দুই গোল এক এসিস্টে ৫-০ গোলের বিশাল ব্যাবধানে জয় পায় প্যারিসের ক্লাবটি। নতুন লীগ সিজনের শুরু কি এর থেকে ভালোভাবে হতে পারে?

গতকাল বাংলাদেশ সময় রাত একটায় শুরু হয় পিএসজি বনাম ক্লারমন্ট ফুটের মধ্যাকার ম্যাচটি। লীগ ওয়ানে পিএসজির হয়ে কোচ ক্রিস্টোফ গাল্টিফারের প্রথম ম্যাচ ছিলো এটি। এদিন তিনি তার পছন্দের ফরমেশন ৩-৪-৩ নিয়ে মাঠে নামেন। ডিফেন্সে সার্জিও রামোস, মারকুইনহোস এবং কিমবেপ্পে। মধ্য মিডের নেতৃত্বে ছিলেন ইতালিয়ান মার্কো ভেরাত্তি এবং নতুন সাইনিং পর্তুগিজ খেলোয়ার ভিটিনহা। লেফট এবং রাইট মিডে ছিলেন নুনু মেন্ডেস এবং আসরাফ হাকিমি। এদিন ফরোয়ার্ড পরিশনে ছিলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং পাওলো সারাবিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মকভাবে খেলতে থাকে প্যারিয়ানরা। সেই সুবাদে মেসির অসাধারন পাস থেকে দলের হয়ে প্রথম গোলটি করেন নেইমার জুনিয়র। ম্যাচের ২৬ তম মিনিটে দারুন এক কাউন্টার এটাকে নেইমারের এসিস্ট থেকে গোলের সংখ্যা দ্বিগুন করেন আশরাফ হাকিমি। তার কিছুক্ষন পরেই নেইমারের ফ্রি কিক শুট থেকে অসাধারণ এক দেডের মাধ্যমে গোল ব্যাবধান ৩-০ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস। প্রথমার্ধেই ১ গোল ২ এসিস্ট পেয়ে যান নেইমার জুনিয়র।


FB_IMG_1659877100219.jpg
PSG
FB_IMG_1659877007621.jpg
ROMANO

বিরতি থেকে ফিরে আবারো মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলো মেসি নেইমাররা। তবে এবার গোলের দেখা পাচ্ছিলো না কেউ। ম্যাচের ৮২ তম আবারো মেসি নেইমার রসায়নে নিজের প্রথম গোল করেন মেসি। তার কিছুক্ষন পরেই অসাধারণ এক বাইসাইকেল কিকের মাধ্যমে নিজের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন তারকা। ফলে ৫-০ গোলের ব্যবধানে বিশাল জয় পায় প্যারিস সেইন্ট-জার্মেইন।



0
0
0.000
2 comments
avatar

Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You published more than 300 posts.
Your next target is to reach 350 posts.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out the last post from @hivebuzz:

Hivebuzz supports the HiveFest⁷ Travel Reimbursement Fund.
Our Hive Power Delegations to the July PUM Winners
Feedback from the August 1st Hive Power Up Day
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000