পাকিস্তান কি পারবে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিতে?

avatar
(Edited)

চলছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত এই সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিল পাকিস্তান। খাদের কিনারা থেকে দলকে তুলে জয়ের স্বপ্ন দেখিয়েছিল বাবর আজম। শেষ ইনিংসে আব্দুল্লাহ শফিকের হার না মানা ১৬০ রানের ইনিংসে ইতিহাস গড়ে জয় পেয়েছিলো পাকিস্তানীরা। এই জয়ে পাকিস্তান তাদের আনপ্রেডিক্টেবল নামের আবারও প্রমান দিয়েছিলো মাঠে। প্রায় হেরে যাওয়া ম্যাচ জয় করার অভ্যাসটা হয়তো তাদেরই সবচাইতে বেশি।

এবার তারা শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দ্বিতীয় টেস্টে। এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে তাদের লক্ষ্য ঘুরে দাড়ানো। কেননা কিছুদিন আগেই মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে করেছে শ্রীলঙ্কা। সেই সূত্রে একটা ভালো ফলাফলের আশা তো করতেই পারে স্বাগতিকরা।


image.png
PIXABAY

প্রথম ইনিংসে দুই ওপেনার ফার্নান্দো ও কুরারত্নের হাত ধরে দারুন শুরু পায় স্বাগতিকরা। ওপেনিং জুটি ভাঙ্গে দলীয় ৯২ রানে। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে সাজঘরের পথ ধরেন এই লঙ্কান ওপেনার। এরপর মাঠে এসে বেশিক্ষন ভাই হতে পারেননি কুশাল মেন্ডিস। রান আউনের মারপ্যাচে কাটা পরেন তিনি৷ ১২০ রানের মাথায় আরেক ওপেনার কুরারত্নেও মোহাম্মদ নাওয়াজের বলে রিজয়ানকে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন৷ দলের স্কোর দারায় ১২০ রানে ৩ উইকেট। ৩০ রানের ব্যাবধানে তিন উইকেট হারিয়ে চাপে পরে যায় স্বাগতিকরা।

দলের খারাপ সময়ে আবারো কাধে দায়িত্ব তুলে নেন দীনেশ চান্দিমাল আর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৭৫ রানের গুরুত্বপূর্ণ এক পার্টনারশিপের পর ৪২ রানের মাথায় নোমান আলির বলে আউট হয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস সাজঘরে ফিরলে ভাঙ্গে জুটি। শেষদিকে দিনেশ চান্দিমাল ও দিকওয়েলার অসাধারণ ব্যাটিংয়ে ৩৭৮ রানের দারুন এক সংগ্রহ পায় স্বাগতিক শ্রীলঙ্কা।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আবারো সেই ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় পাকিস্তানিরা। এবার বাবর রিজোয়ান কেউ ই মাঠে থিতু হতে পারেনি। শুধুমাত্র আঘা সালমানের অনবদ্য ৬২ রানের ইনিংসে ফলোয়ন পার করে পাকিস্তান। শেষদিকে ইয়াসির শাহ আর নোমান আলির অল্প অল্প কন্ত্রিবিউশনে ২৩১ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। ১৪৭ রানের লিড পায় লঙ্কানরা।

১৪৭ রানের লিড তাদেরকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে। কেননা এই লিড তাদেরকে ম্যাচে অনেকাংশে এগিয়ে দেয়। সেই সুযোগটাই লঙ্কানরা কাজে লাগায় দ্বিতীয় ইনিংসে। ধনাঞ্জায় দি সিলভা আর কুরারত্নের অসাধারণ ব্যাটিংয়ে পাকিস্তানের সামনে ৫০০ + রানের বিশাল টার্গেট দাড় করায় স্বাগতিক শ্রীলঙ্কা।

এই বিশাল রান তাড়া করে জয় তুলে নেওয়া কি সম্ভব? প্রথম ম্যাচে ৩৪২ রান তাড়া করে জয় পেয়ছিলো পাকিস্তানিরা। সেটাই ছিলো তাদের টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। সর্বোচ্চ রান তাড়া করে জয়টিও শ্রীলঙ্কার বিপক্ষেই। তবে সেটিও ৪০০ রানের কম। সেই হিসবে ৫০০ রান তাড়া করে জয় করা প্রায় অসম্ভব ব্যাপার।

তবে ৫০০+ রান তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছে পাক বাহিনী। চতুর্থ দিন শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৮৯ রান। এখন পর্যন্ত ৪১৯ রানে পিছিয়ে আছে তাড়া, হাতে আছে একদিন। তাদের সামনে জয়, হার এবং ড্র তিনটি রাস্তাই খোলা রয়েছে। তবে জয়ের রাস্তাটা অনেক কঠিন৷ কিন্তু পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল, তাদের দ্বারা সবকিছুই সম্ভব।



0
0
0.000
2 comments
avatar

জয় নয় বরং ড্র করার চেষ্টা করাই সম্ভব।

0
0
0.000