আর্জেন্টিনার আরেকটি শিরোপা জয় 🏆

avatar


FB_IMG_1654179853878.jpg
IMG

দুই মহাদেশে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসিটা হাসলো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। গতকাল রাতে মেসি, ডিমারিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে ইতালিতে ৩-০ গোলে বিধ্বস্ত করে লা ফিনালিসিমা কাপ জয় করে নিয়েছে ল্যাটিন আমেরিকার দল আর্জেন্টিনা। সেই সাথে দীর্ঘদিনের আক্ষেপের পর টানা দুটি ইন্টারন্যাশনাল শিরোপা জয় করেছে মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ইউরো কাপ চ্যাম্পিয়ন ইতালি এদিন তাদের সামর্থের প্রমাণ দিতে পুরোপুরি ব্যর্থ।

৫০০০০ হাজার দর্শক নিয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে নিয়ে বিশেষ এক ফিনালিসিমা ম্যাচের আয়োজন করে ফিফা। দীর্ঘ বিরতির পর এমন আয়োজনে দর্শকরা ছিল অনেক উচ্ছ্বাসিত। আর্জেন্টিনার কাছে সুযোগ ছিল নিজেদের ট্রফি সংখ্যাকে বাড়িয়ে নেওয়ার, সেই সাথে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে নেওয়ার। আপরদিকে ইতালির জন্য এই ম্যাচটি ছিলো নিজেদের হতাশাকে কিছুটা হলেও দূও করার৷ কেননা টানা দ্বিতীয়বারের মতো এবারও তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি।

সর্বশেষ কোপা আমেরিকা চ্যাম্পিয়নশীপে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকেই হারিয়ে ডি মারিয়ার একমাত্র গোলে দীর্ঘ 20 বছরেরও বেশি সময় পর কোন আন্তর্জাতিক শিরোপা অর্জন করেছে তারা। পুরো আসর জুরেই তিন বিভাগে তাদের পারফরম্যান্স ছিলো প্রশংসা করার মতো৷ সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির অসাধারণ অধিনায়কত্বে যা ছিল তাদের প্রথম মেজর ট্রফি।


FB_IMG_1654180022543.jpg
FB_IMG_1654179973769.jpg
IMG

অপদিকে ইউরো কাপে ইতালিও ছিলো অপ্রতিরোধ্য। তবে ইতালির এই জয়ের পিছনে প্রধান নায়ক ছিলেন তরুণ গোলকিপার জুয়ানলুইগি ডনারুমা। তারে অতি মানবীয় পারফরমেন্সের উপর নির্ভর করে ইউরও ইতিহাসের প্রথম গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভস সহ ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। তবে সবচাইতে হাতাশায় বিষটি হলো ইউরো কাপের মত একটি হাইলি কম্পেটিটিভ শিরোপা অর্জন করা দলটি এবারের বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিতে পারেনি।

তারপরেও ইতালির ফুলপ্রমীদের আশা ছিল এই ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনার বিপক্ষে। তবে তাদের এই আশায় গুড়েবালি দিয়ে পরিণত করেছে নতুন হতাশায়। গত রাতে তার হেরেছে ৩-০ গোলের ব্যাবধানে। বল কন্ট্রোল থেকে শুরু করে প্রতিটা পদক্ষেপে ছিল তাদের ভুলে ভরা। আর্জেন্টিনার স্ট্রাইকাররা তাদের বারবার পরাস্ত করে ডিবক্সে ঢুকে পরছিলো। মিডফিল্ডারদের তো খুজেই পাওয়া যাচ্ছিলোনা। প্রথম ২০ মিনিটের পর তারা আর কোন ভালো এটাকই করতে পারেনি৷ ফলে দিনশেষে এক হার নিয়ে মাঠ ছেড়েছে।

আপরদিকে কোপা আমেরিকার মতো এই ম্যাচে আর্জেন্টিনা ছিল দুর্দান্ত। ডিমারিয়া আর মেসির অভিমানী বেবাফা হয়েছে তারা জিতেছে ৩-০ গোলের ব্যাবধানে। ফলে যেই আর্জেন্টিনা ২০+ ধরে কোন ইন্টারন্যাশনাল ট্রফি জয় করতে পারছিলো না, তারাই এক বছর ব্যবধানে জয় করেছে দুটি ইন্টারন্যাশনাল ট্রফি। যার ফলে মেসির ট্রফি ক্যাবিনেটে যুক্ত হয়েছে আরেকটি শিরোপা৷


FB_IMG_1654180134116.jpg
IMG

গতকালের ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল অসাধারন। তাদের বল কন্ট্রোল ছিলো দেখার মতো। ডিমারিয়া, মার্টিনেজ এবং শেষ মুহূর্তে ডিবালার অসাধারন ফিনিশিংয়ে ৩-০ গোলের ব্যাবধানে ম্যাচটি জয় করে শিরোপা নিয়ে মাঠছারে তারা।



0
0
0.000
1 comments