দক্ষিণ আফ্রিকা বনাম ভারত || প্রথম টেস্ট ম্যাচের লড়াই!!
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় বেশ কয়েকদিন আগে সফরে গেছে ভারত ক্রিকেট দল। প্রোটিয়াদের মাটিতে ভাল পারফরমেন্স করতে বদ্ধপরিকর এশিয়ার শক্তিশালী দলটি। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যকার প্রথম ম্যাচটি মাঠে গডিয়েছে ৷ পাঁচ দিনের এই টেস্ট ম্যাচের তৃতীয় দিনেই চমক দেখিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ভারতের মতো শক্তিশালী দলকে ৩২ রান এবং ইনিংস ব্যবধানে হারিয়েছে দলটি।
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ানে অবস্থিত সুপার স্পোর্টস পার্কে। এদিন ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভুমা। শুরুতে বোলিং করে ভারতকে আল্পনা আটকে দেওয়াই ছিলো দক্ষিণ আফ্রিকার মূল পরিকল্পনা। তারা সেই পরিকল্পনাকে বাস্তবতায় রূপ দিতেও সক্ষম হয়েছে!
স্বাগতিকদের আমন্ত্রণে ভারতের হয়ে শুরুতে ব্যাটিংয়ে আসে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং জাইসুয়াল। তবে তুই ওপেনার ব্যর্থ হয় ভারতের শুরুটা রাঙ্গাতে। দক্ষিন আফ্রিকার বোলারদের অসাধারণ পারফরমেন্সে মাত্র ২৫ রানেই প্রথম তিন উইকেট হারায় সফরকারীরা। ফলে শুরুতেই চাপে পড়ে যায় দলটি৷
সেই চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার৷ কিন্তু তারাও বেশিক্ষন মাঠে টিকে থাকতে পারেনি। একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করে কেএল রাহুল। তার ১০০ রানের ইনিংসে ২৪৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস। দক্ষিন আফ্রিকার হয়ে পাচ উইকেট শিকার করে কাগিসো রাবাডা।
ব্যাটিংয়ে পর বল হাতেও ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ হয় ভারত দল। ভারতের ২৪৫ রানের জবাবে প্রথম ইনিংসের ব্যাটিং করতে নেমে শুরুটা দূর্দান্ত করে দক্ষিন আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যানরা। মাত্র এক উইকেট হারিয়ে তারা দলীয় শতরান পূর্ণ করে। ওপেনিংয়ে এলগারের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ৪০০ রান পূর্ণ করে স্বাগতিকরা। ব্যাট হাতে একাই ১৮৫ রান করে এগগার। তাকে যোগ্য সমর্থন দেয় অলরাউন্ডার মারকো জেনসেন।
১৫০ রানে পিছিয়ে থেকে তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে সরকারি ভারত দল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয় ভারতের সকল ব্যাটসম্যান। উল্টো দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫০ রানের লিড পার করতে ব্যর্থ হয় ভারত। ২য় ইনিংসে ১৩১ রানে ভারত অলআউট হয়ে গেলে ৩২ রান এবং ইনিংস ব্যবধানে জয় পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই জয়ে টেস্ট সিরিজে ১-০ ব্যবধান এগিয়ে গেলো আফ্রিকান দেশটি। দ্বিতীয় ম্যাচে ভারত কি পারবে ক্যামবেক করতে? নাকি সিরিজ জয় করবে টেম্ভা বাভুমার দল !

ESPNcricinfo