অস্ট্রেলিয়া || ভারত বিশ্বকাপের চ্যাম্পিয়ন 🏆

avatar

ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো আইসিসি ওডিয়াই বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া৷ ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় এ টুর্নামেন্টটিতে অস্ট্রেলিয়া সবচাইতে সফল দল। সর্বোচ্চ ছয়বার বিশ্বকাপের শিরোপা জিতেছে দলটি। সর্বশেষ অনুষ্ঠিত ভারত বিশ্বকাপেও অস্ট্রেলিয়া তাদের অধিপত্য বজায় রেখেছে। তবে ভারত বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে হারের পর অনেকটা শঙ্কা তৈরি হয়েছিল দলটির সেমিফাইনালে অংশগ্রহণ নিয়৷ কিন্তু অস্ট্রেলিয়া কাম ব্যাক করেছে বীরের বেশেই। টুর্নামেন্টের হট ফেবারিট ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছে দলটি।

এবারের বিশ্বকাপের পর্বটা ছিলো বেশ রোমাঞ্চকর। রেংকিংয়ে এগিয়ে থেকে আটটি দল সরাসরি জায়গা করে নিয়েছলো বিশ্বকাপের মূল পর্বে। বাকি দুইটি দলকে খেলতে হয়েছিল কোয়ালিফাই রাউন্ড। কোয়ালিফাই রাউন্ড থেকে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা জায়গা করে নিতে পারলেও বাদ পড়েছিলো ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের এবং আয়ারল্যান্ডের মতো নামকরা দলগুলো। মূল পর্বে জায়গা করে নেওয়া 10 দলকে নিয়েই ভারতের মাটিতে শুরু হয় বিশ্বকাপের লড়াই।

বিশ্বকাপের গ্রুপে পর্বের লড়াইয়ে বেশ কিছু অঘটনের সাক্ষী হয়েছে ক্রিকেট ভক্ত সমর্থকরা। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করা দক্ষিণ আফ্রিকা হেরে বসে নেদারল্যান্ডের বিপক্ষে। ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড; ভারত বিশ্বকাপে জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে। অপরদিকে ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করা পাকিস্তান তাদের সম্পূর্ণটা দিয়ে পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছে। ফলে ভালো সম্ভাবনা তৈরি করেও সেমিফাইনালে লরাইয়ে জায়গা করে নিতে ব্যর্থ দলটি।

ভারত বিশ্বকাপে সবচাইতে বেশি চমক দেখিয়েছে আফগানিস্তান এবং ন্যাদারল্যান্ড । ছোট দলের ট্যাগ নিয়ে বিশ্বকাপ শুরু করা আফগানিস্তান দল হারিয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ডের মতো দলকে। ভাগ্য সহায় না থাকায় শেষ পর্যন্ত দলটি সেমিফাইনালে জায়গা করে নিতে না পারলেও প্রমান করে দেখিয়েছে তাদের সক্ষমতা। অপরদিকে নেদারল্যান্ড হারিয়েছে দক্ষিন আফ্রিকা এবং বাংলাদেশের মতো নামকরা দলকে।

গ্রুপ পর্বে ভালো লড়াইয়ের পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের লড়াইয়ে বরাবরের মতো এই বিশ্বকাপে ও ব্যর্থ আফ্রিকান দেশটি। অপরদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে সবচাইতে ভালো পারফরম্যান্স করা স্বাগতিক ভারত সেমিফাইনালেও সহজ জয় তুলে নেয়। ফলে ফাইনালে মুখোমুখি হয় ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া এবং ভারত।

বিশ্বকাপের পারফরমেন্স, কন্ডিশন এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফাইনালে এগিয়ে ছিল ভারত দল। অনেকে তো ধরেই নিয়েছিলো এবারে বিশ্বকাপটা জয় করবে ভারত দলই! কেননা বিশ্বকাপের শুরুর দিকে লড়াইয়ে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছিল ভারত দল। তাই এই ম্যাচেও তার প্রতিফল ঘটবে এমনটাই আশা করেছিলো সবাই। কিন্তু শেষ পর্যন্ত সকল প্রেডিকশন কে ভুল প্রমাণিত করে ষষ্ঠবারের মতো শিরোপা জয় করেছে ক্রিকেটের সবচাইতে সফল দল অস্ট্রেলিয়া।


1000008978.jpg
ICC



0
0
0.000
0 comments