ম্যানচেস্টার সিটি || প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ⚽🏆

avatar


FB_IMG_1684680650671.jpg
MANCHESTER CITY

একাধারে তৃতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। দূর্দান্ত এক সিজনের পর গতরাতে আর্সেনালের হারে শিরোপা নিশ্চিত হয় ম্যানচেস্টারের দলটির। পুরো সিজন জুরেই আর্সেনাল ছিলো তাদের একমাত্র প্রতিদ্বন্ধি। কয়েক ম্যাচ আগেও আর্সেনালের অবস্থান ছিলো পয়েন্ট টেবিলের প্রথম স্থানে। সেই আর্সেনালকেই পিছনে ফেলে শিরোপা জয়ের আনন্দে মেতেছে পেপ গার্দিওলার দল!

এবারের প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত করেছিল আর্সেনাল। অনেকটা অপ্রত্যাশিতই ছিলো তাদের এমন পারফরম্যান্স। শুরুর দিকের প্রথম দশ ম্যাচের দশটিতেই অপরাজিত ছিলো তারা। তার পরে ম্যাচগুলোতেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রেখেছিলো। অথচ বিগত কয়েক মৌসুম ধরেই আর্সেনালের পারফরমেন্স মোটেও সন্তুষজনক ছিলোনা!

তবে সাবেক খেলোয়ার ও কোচ মিকেল আর্তেতা কোচ হওয়ার পর থেকেই পরিবর্তন আসতে শুরু করে দলটির। প্রতি সিজনেই দলের শক্তিমত্তা বাড়ানোর দিকে মনোযোগ দেয় সে। একে একে ডিফেন্স থেকে শুরু করে ত্রটাকিংয়েও আনে পরিবর্তন। প্রিমিয়ার লীগ শুরু হওয়ার পূর্বে আর্সেনালের সবচাইতে বড় চমৎকার ছিল ম্যানচেস্টার সিটি থেকে গ্যাব্রিয়েল জেসুস কে দলে ভেড়ানো। এটাকিংয়ে সাকা, গ্যাব্রিয়েল জেসুন এবং গ্যাব্রিয়েল মার্টেনেল্লী হয়ে ওঠেছিলো অপ্রতিরোধ্য।

প্রিমিয়ার লীগের প্রথম ৩০ ম্যাচ শেষেও পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো আর্সেনাল। তারপরেই শুরু হয় তাদের পারফরমেন্সের অধপতন। ছোট ছোট দলগুলোর সাথে হেরে প্রতিনিয়ন পয়েন্ট হারাতে শুরু করে দলটি। সেই সুযোগটাই কাজে লাগায় ম্যানচেস্টার সিটি। পরপর ম্যাচ জিতে আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসে ম্যানচেস্টারের দলটি।

পুরো সিজন জুরেই সিটির পারফরমেন্স ছিলো দূর্দান্ত।তারা তাদের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখে প্রতিটি ম্যাচেই যা তাদেরকে অন্যসব দলগুলো থেকে এগিয়ে রেখেছিলো। যার ফলস্বরূপ একাধারে তৃতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করলো ম্যানচেস্টার সিটি!

প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নরা জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লীগ ফাইনালেও। জুনের ১১ তারিখে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে তারা। প্রিমিয়ার লীগের পাশপাশি তাদের সুযোগ থাকছে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগ জয় করে নেওয়ার! সিটি কি পারবে এই সিজনের ট্রেবল জয় করে নিতে?



0
0
0.000
0 comments