এমবাপ্পে নাটকের অবসান!

avatar
(Edited)


IMG_20220522_220306.jpg
PSG

কিলিয়ান এমবাপ্পে! বর্তমান আধুনিক ফুটবল জগতের অন্যতম সেরা তারকা। মাত্র ২২ বছর বয়সেই ফ্রান্সের এই ইন্টারন্যাশনাল তারকা তার সামর্থের প্রমাণ দিয়েছে। ক্লাবের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি ফ্রান্সের হয়ে জিতেছেন ২০১৮ বিশ্বকাপ ট্রফি। সেবার ফ্রান্সের হয়ে অপ্রতিরোধ্য ছিল কিলিয়ান এমবাপ্পে। তার গতি আর ক্ষিপ্রতার কাছে হার মানতে বাধ্য হয়েছিলো প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের । সেমিফাইনালে আর্জেন্টিনাকে সে একাই হারিয়ে দিয়েছিলো। এবারো ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে করেছেন সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ এসিস্ট। জিতেছেন লীগ ওয়ান সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ এসিস্টের পুরষ্কার৷

কিলিয়ান এমবাপ্পে এখন ফুটবল বিশ্বের সবচাইতে আলোচিত খেলোয়ার। অনেক দিন ধরেই তার দল পরিবর্তন নিয়ে চলছিল অনেক গুঞ্জন। রীতিমতো আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সে। তার প্রধান কারণ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে দলে নিতে চাইছিলো। কিন্তু প্যারিস সেইন্ট-জার্মেইন তাকে কোনোভাবেই ছাড়তে রাজি ছিল না। রাজি থাকবেই বা কেনো! তার মতো প্রতিভাবান খেলোয়াড় সবাই দলে রাখতে চাইবে।


IMG_20220522_220810.jpg
PSG

রিয়াল মাদ্রিদ আর প্যারিস সেইন্ট-জার্মেইনের মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে দলে নেওয়ার যুদ্ধ শুরু হয়েছিল অনেক আগেই। সময়টা ছিলো ২০১৭ সাল। মোনাকোর হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন কিলিয়ান এমবাপ্পে। সেবার মোনাকো তার উপর ভর করে চ্যাম্পিয়ন্স লিগেও পেয়েছিলো দারুণ সাফল্য। ফলে উদীয়মান তারকার উপর চোখ পড়ে ইউরোপের শীর্ষ দলগুলোর। তার মধ্যে তাকে দলে ভেড়ানোর জন্য সবচাইতে বেশি আগ্রহ দেখায় ফ্রান্স জায়ান প্যারিস সেইন্ট-জার্মেইন আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। একের পর এক নতুন নতুন প্রস্তাব নিয়ে হাজির হয় দুদল। কিন্তু সেবার শেষ হাসিটা হেসেছিলো পিএসজি। ১৮০ মিলিয়ন রেকর্ড ট্রানস্ফার ফির বিনিময়ে মোনাকো থেকে পাচ বছরের চুক্তিতে এমবাপ্পেকে দলে অন্তর্ভুক্ত করে তারা।

পিএজিতে এসে আরও ভয়ংকর হয়ে উঠে কিলিয়ান এমবাপ্পে। তার গতির কাছে হার মানতে হচ্ছিলো সবাইকে। একের পর এক গোল করে জয় এনে দিচ্ছিলো দলকে। সেরা পারফরম্যান্স করে টানা দুই লীগ ওয়ান সিজনে নির্বাচিত হন সেরা খেলোয়াড়। ২০১৮ সালে ফ্রান্সকে এনে দেন বিশ্বকাপ শিরোপা।

তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রিয়াল মাদ্রিদ আবারও তাকে দলে ভেড়ানোর প্রতিযোগিতায় মাঠে নামে। এমবাপ্পে ও চাইছিলো রিয়াল মাদ্রিদে যোগ দিতে। কেননা তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানোর। সেই স্বপ্নকে পূর্ণতা দিতেরিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকবার আলোচনায় বসেছিলো তার এজেন্ট। কিন্তু প্যারিস সেইন্ট-জার্মেইন তাকে কোনোভাবেই ছাড়তে রাজি ছিল না। একের পর এক আকর্ষণীয় চুক্তি অফার করছিলো তারা। কিন্তু কোন কিছুই যেনো তার মন গলাতে পারছিলো না।

আপদিকে রিয়াল মাদ্রিদও তাকে দলে ভেড়ানোর তাদের সর্বোচ্চ চেষ্টা করছিলো। ১০০ মিলিয়ন সাইনিং বোনাস সহ রেকর্ড পরিমাণ বেতন অফার করেছিলো। একটা সময় মনে হচ্ছিলো এমবাপ্পে প্যারিস সেইন্ট-জার্মেইন ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন। কেননা তিনি পিএসজির সাথে চুক্তি নবায়ন করতে সম্মত ছিলেন না। তিনি পিএসজি এর ম্যানেজমেন্ট জানিয়েছিলেন তিনি ক্লাব ছাড়তে চায়।


IMG_20220522_221121.jpg
PSG

কিন্তু শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল তিনি পিএসজির সাথে নতুন করে ২০২৫ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। গতকাল মেটজের বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের ২০২৫ লেখা জার্সি দেখান এমবাপ্পে। সেই ম্যাচে হেট্রিক গোল করেন এমবাপ্পে। তবে এমবাপ্পের এমন সিদ্ধান্তে হতাশ রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট এবং সমর্থকরা। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তাদের স্বপ্ন দীর্ঘদিনের। কিন্তু দ্বিতীয়বারের মতো আবারো শেষ হাসিটা হাসলো পিএসজি।



0
0
0.000
2 comments
avatar

Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You have been a buzzy bee and published a post every day of the week.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000