সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়া || কে জিতবে টি-টোয়েন্টি সিরিজ? 🏏🏏

avatar

চলছে সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার মধ্যে ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকা। ইন্ডিয়ার টানা ১২ ম্যাচের জয়ের ধারাকে ভেঙ্গে ইন্ডিয়ার মাটিতেই সাউথ আফ্রিকার এই অসাধারণ পারফরম্যান্স সবার নজর কেড়েছে। বাকি তিনটি ম্যাচের একটিতে জিততে পারলেই ইন্ডিয়ার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়বে আফ্রিকার এই দেশটি। কিন্তু তারা কি পারবে আরেকটি জয় ছিনিয়ে নিতে? চলুন দেখে নেয়া যাক আফ্রিকানদের প্রথম দুই ম্যাচে পারফরম্যান্স।

প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচটিতে দুর্দান্ত এক রেকর্ড করে জয় পায় আফ্রিকানরা। জুনের ৯ তারিখে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে আফ্রিকানরা ছিলো অনবদ্য, বিশেষ করে ডেভিড মিলার এবং ভেন ডার ডুসেন। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার ঈশান কিশান এবং ঋতুরাজ গাইকোয়াডের দারুন ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৬ রান তুলে ইন্ডিয়া দল। তবে পাওয়ার প্লের দুই বল পরেই সাজঘরে ফিরেন ঋতুরাজ। ১৫ বলে ২৩ রান করে পারনেল বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে অপরপ্রান্তে ঈশান কিশান ছিল অনবদ্য। কেশব মেহরাজের বলে আউট হওয়ার আগে তিনি করেন ৪৮ বলে ৭৬ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়া এবং অধিনায়ক প্রান্টের দুর্দান্ত ফিনিশিংয়ে ২১১ রানের বিশাল সংগ্রহ উপায় টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সাউথ আফ্রিকা। পাওয়ার প্লেতে ৬০+ রান করলেও হারায় মূল্যবান দুটি উইকেট। তবে দলকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি পিটুরিয়াস আর বেন ডার ডুসেন৷ আউট হওয়ার আগে পিটুরিয়াস খেলেন ১৩ বলে ২৯ রানের এক গতিশীল ইনিংস। তার বিদায়ে মাঠে নামে কিলার মিলার নামে পরিচিত ডেভিড মিলার। তারপরেই পরিবর্তন হয়ে যায় ম্যাচের প্রেক্ষাপট। ডেভিড মিলার যেনো এদিন তার পুরুনো রূপ ফিরে পেয়েছিলো। একের পর এক ছয় চারে বল কলছিলেন মাঠছাড়া। অপরদিনে তার আগমনে বদলে যায় ভেন ডার ডুসেনের ব্যাটিং চিত্র। তারা দুজনে ৬৩ বলে ১৩১ রানের এক টর্নেডো পার্টনারশিপ গড়ে তোলেন।


FB_IMG_1655213795744.jpg
ESPNCricinfo

ফলে এক অবিশ্বাস্য জয় পায় সাউথ আফ্রিকানরা। এটাই তাদের সবচাইতে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। আপরদিকে টানা বারো ম্যাচ পর হারের স্বাদ পেলো টিম ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে এতো রান চেজ করে আগে কেউ কখনো জিততে পারেনি। সর্বোচ্চ ২০৬ রান চেজ করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ৪ উইকেটের জয় পায় সাউথ আফ্রিকা। এদিন তারা ইন্ডিয়াকে ১৫০ রানের আগেই আটকে দেয়। ঈশান কিশান আর আইয়ার ছাড়া ইন্ডিয়ার আর কেউ ভালো করতে পারেনি ব্যাট হাতে। শেষদিকে ডিনেশ কার্তিক ২১ বলে ৩০ রান করলে মোটামোটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টোটাল পায় ইন্ডিয়া। তবে এদিনও ইন্ডিয়ান বোলাররা ব্যর্থ।

জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে মূল্যবান তিনটি উইকেট হারালেও শেষ হাসিটা হাসে আফ্রিকানরা। এদিন তাদের জয়ের নায়ক হেনরি ক্লাসেন। একাই ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি। ব্যাট হাতে করেন মহামূল্যবান ৮১ রান তাও আবার ৪৬ বলে। ফলে ৪ উইকেটে জয় তুলে নিয়ে সিরিযে ২-০ তে এগিয়ে যায় আফ্রিকানরা ।

তবে এখনও বাকি আছে আরো তিনটি ম্যাচ। তাই সিরিজ কে জিতবে তা ১০০% সিওর দিয়ে বলা যাচ্ছেনা। তবে জয়ে পাল্লাটা ভাড়ি বেশি আফ্রিকানদের। কেননা তিনটির মধ্যে একটিতে জয় পেলেই তারা সিরিজ জয়ে করবে। অপরদিকে ঘুরে দাড়ানোটা বেশ কঠিন ইন্ডিয়ার জন্য। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছুই নেই। টিম ইন্ডিয়ার বেশ সামর্থ্য আছে ঘুরে দাড়ানোর। আশা করি সামনের ম্যাচগুলো আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হতে চলছে।



0
0
0.000
3 comments
avatar

যেহেতু আফ্রিকা ইতোমধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে আছে, তাই আমার ধারণা সাউথ আফ্রিকা সিরিজ জিতবে। উভয় পক্ষেই খুব ভালো প্লেয়ার আছে যার কারনে একেবারেই নিশ্চিত ভাবে বলা যায় না কিছুই। ফাইটিং একটা ম্যাচ আশা করছি।

0
0
0.000
avatar

৩য় ম্যাচ জিতে ইন্ডিয়া তো জমাইয়া দিছে সিরিজ 😃

0
0
0.000