ইন্টার মিলান এবং আল হিলালের লড়াইয়ে জয়ী আল হিলাল ⚽

avatar

বর্তমান সময়ে ফুটবল বিশ্বের আলোচিত দলের নাম ইন্টার মায়ামি এবং আল হিলাল। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ক্লাব ইন্টার মায়ামীতে সময়ের সেরা খেলোয়াড় লিওলেন মেসির আগমনের পর দলটির জনপ্রিয়তা বেড়েছে বহুগুনে। অপরদিকে সময়ের সেরা আরেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ঘিরে হাইলাইটে এসেছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। তাই বহুদিন ধরেই ফুটবল প্রেমীরা অপেক্ষা করছিল ইন্টার মিয়ামি এবং আল হিলালের লড়াই উপভোগ করার। সেই চাওয়াকেই পূর্ণতা দিতে আয়োজন করা হয় দুই দলের মধ্যাকার ফ্রেন্ডশিপ ম্যাচের!

ক্লাব ফ্রেন্ডশিপ লড়াইয়ের হাই ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয় আল-হিলাল এবং ইন্টার মিয়ামি। সৌদির কিংডম আরেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। দলগত শক্তিমত্তা বিবেচনায় এই ম্যাচে এগিয়ে ছিলোনা কোন দল। ইন্টার মিয়ামির প্রধান শক্তির জায়গা তাদের এটাকিং লাইন-আপ। লিওনেল মেসি, লুইস সুয়ারেজকে নিয়ে গড়া দলটির এটাকিং লাইন-আপ যেকোন দলকেই হারানো সক্ষমতা রাখে।

অপরদিকে আল হিলাল সব ডিপার্টমেন্টই ভারসাম্যযুক্ত দল। তবে এই ম্যাচে ম্যালকল, মিত্রোভিচ একাদশে থাকলেও ছিলোনা দলটির সবচাইতে বড় তারকা নেইমার জুনিয়র। দীর্ঘদিন ইনজুরির কারনে নেইমারের সাথে চুক্তি বাতিল করেছে আল হিলাল। প্যারিস সেন্ট জার্মেইন থেকে রেকর্ড পরিমান বেতনের বিনিময়ে নেইমারকে দলে যুক্ত করেছিলো ক্লাবটি। কিন্তু কয়েকটি ম্যাচের পরেই পায়ের ইনজুরিতে পরে ব্রাজিলিয়ান এই তারকা।

ইন্টার মিয়ামি এবং আল হিলালের ম্যাচটি শুরু হয় যথাসময়েই। ম্যাচের শুরুতে অনেকটা অপ্রত্যাশিতভাবেই ভালো করে স্বাগতিক আল হিলাল। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় সৌদির ক্লাবটি। ম্যাচের ১০ তম মিনিটে স্ট্রাইকার মিত্রোভিচের গোলের পরে ১৩ তম মিনিটে দূর্দান্ত একটি গোল করে আলহামদদান। এতো অল্প সময়ে ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়বে মেসি সুয়ারেজের দল তা দলটির সমর্থকেরা ভাবতেই পারেনি।

ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পিছিয়ে পরার পর অবিশ্বাস্যভাবে ম্যাচে কামব্যাক করে মেসির দল। ম্যাচের ৩৪ তম মিনিটে লুইস সুয়ারেজের অসাধারণ গোলের পর ৫৪ তম মিনিটে পেনাল্টি থেকে মেসির গোলে ম্যাচে সমতায় ফিরে ইন্টার মিয়ামি। ইন্টার মিয়ামি ম্যাচে কামব্যাক করার পর স্বাগতিক আল হিলাল তাদের আক্রমন আরো বাড়িয়ে দেয়। একের পর এক আক্রমণ নিয়ে দলটি এগিয়ে যেতে থাকে প্রতিপক্ষের গোলবারের দিকে। সেই সুবাদে ম্যাচের একেবারে শেষ সময়ে আল হিলালের পক্ষে চতুর্থ গোলটি করে মালকম।

ব্রাজিলিয়ান প্লেয়ার মালকলের শেষ সময়ের গোলে ম্যাচে জয়লাভ করে সৌদি ক্লাল আল হিলাল। সেই সাথে সময়ের দুই আলোচিত দুই দলের মধ্যাকার হাই ভোল্টেজ ম্যাচের সমাপ্তি ঘটে। এই ম্যাচে আল হিলাল জয়লাভ করলেও দলটির ভক্তরা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের অভাব টের পেয়েছে ভালোভাবেই।


1000015160.jpg
AI HILLAL FC



0
0
0.000
0 comments