চেন্নাই সুপার কিংস VS লাখনৌ সুুপার জায়ান্টস্ 🏏🏏

avatar


FB_IMG_1680619926719.jpg
Chennai Super Kings

চলছে ক্রিকেট দুনিয়ার মেঘা আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। আইপিএল ২০২৩ সিজনের নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল মাঠে নেমেছিলো চেন্নাই সুপার কিংস এবং লাখনু সুপার জায়ান্টস্। দুটি দলই শক্তিশালী হওয়াতে বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করেছিলো ভক্ত সমর্থকরা। হলোও ঠিক সেটাই! সর্বমোট ৪১৭ রানের এই ম্যাচে মাত্র ১২ রানে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।

এবারের সিজনের প্রথম ম্যাচেই জয় পেয়েছিল লাখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছিলো ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে। প্রথম ম্যাচে জয় পেয়ে এই ম্যাচে একটু হলেও এগিয়ে ছিলো কেএল রাহুলের নেতৃত্বাধীন লক্ষ্নৌ সুপার জায়ান্টস।

ম্যাচের শুরুতেই টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় লখনৌ সুপার জায়েন্টের ক্যাপ্টেন কে এল রাহুল। ফলে চেন্নাই সুপার কিংস এর পক্ষে ব্যাটিং এর শুরু করতে মাঠে নামেন ঋতুরাজ গাইকোয়াড এবং নিউজিল্যান্ডের তারকা ডেভিড কনওয়ে। শুরুতেই তারা দুজন চেন্নাইয়ের বোলারদের উপর চওড়া হয়। প্রথম ৯ ওভারেই দলীয় ১০০ রান পূর্ন করেন এই দুজন ব্যাটার।

তবে দশম ওভারে দলীয় ১১০ রানের মাথায় রাভি বিশনয়ের বলে ঋতুরাজ গাইকোয়াড মার্ক উডের হাতে কেচ তুলে দিলে ভাঙ্গে এক অসাধারণ জুটি। আউট হবার আগে নিজের ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে এই ব্যাটার। তার পরপরেই আউট হয়ে সাজঘরে ফিরেন আরেক সেট ব্যাটার ডেভিড কনওয়ে।

দুর্দান্ত শুরুর পর মঈন আলী, শিভাম ডুবে, আম্বাতি রাইডু এবং ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির ছোট ছোট পাওয়ার হিটিং কন্ট্রিবিউশনে ২১৮ রানের বিশাল টার্গেট দাড় করায় চেন্নাই সুপার কিং।

জবাবে ব্যাটিংয়ে নেমে লখনৌ সুপার জায়েন্টের শুরুটা ছিলো এককথায় অসাধারন। তাদের প্রথম ম্যাচে জয়ের নায়ক কাইল মায়ার্স এই ম্যাচেও ব্যাট হাতে অসাধারন পারফম্যান্স করে। ২৪০ স্ট্রাইরেটে ৫৩ রান করে আউট হয় এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার। পাওয়ারপ্লেতে ৮০+ রান তুললেও তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পরে যায় দলটি।

শেষদিকে নিকোলাস পুরান এবং আয়ুস বাদনি লড়াকু ইনিংস খেললেও তা যঠেষ্ঠ ছিলোনা দলের জয়ের জন্য। সর্বশেষে তারা নির্ধারিত ২০ ওভারে 7 উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয়। এতেই ১২ রানের ব্যবধানে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।



0
0
0.000
0 comments