আইপিএলের পর্দা উন্মোচন || মোস্তাফিজুর রহমানের অসাধারণ প্রত্যাবর্তন!

avatar

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ ২০২৪ আসরের। বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফ্রাঞ্চচাইজভিত্তিক এই টুর্নামেন্টের শুরুটা রজ্ঞিন করেছে দেশটির নামি-দামি তারকারা। শুধু তাই নয়, উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটিতে দারুন লড়াইয়ের সাক্ষী হয়েছে ভক্ত সমর্থকরা। নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে জয় পেয়েছে মহেন্দ্রসিং ধনীর চেন্নাই সুপার কিংস!

চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মধ্যাকর উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় চেন্নাইয়ের ঘরের মাঠ এম এ ছিধামবারাম স্টেডিয়ামে। এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্যাপ্টেন ফাফ-ডু-প্লেসিস। আরসিবি গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, বিরাট কোহলিহের মতো বিশ্বসেরা প্লেয়ারদের নিয়ে একাদশ সাজায়। অপরদিকে চেন্নাই সুপার কিংস দেশী বিদেশী পার্ফোমারদের কে নিয়ে একাদশ সাজায়। দলটির হয়ে অভিষেক হয়ে নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রবিন্দ্র, অভিজ্ঞ ক্যাম্পেইনার ড্যারি মিচেল এবং বাংলাদেশী পেইসার মুস্তাফিজুর রহমানের।

ম্যাচের শুরুতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হয়ে ওপেনিংয়ে আসে দলটির ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলী। ওপেনিংয়ের শুরুটা দুর্দান্ত করে এই দুই ওপেনার। ফাফ ডু প্লেসিস প্রথম চার ওভারেই ৩৫+ রান সংগ্রহ করেই। ঠিক সেই সময়েই চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড বল তুলে দেয় মোস্তাফিজুর রহমানের হাতে। চেন্নাই সুপার কিংস এর হয়ে প্রথমবারের মতো বোলিংয়ে আসে বাংলাদেশী এই পেইসার। প্রথম ওভারের তৃতীয় বলেই তুলে নেয় আরসিভির ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিসকে। ২৩ বলে ৩৫ রানের একটি ভালো ইনিংস খেলে আউট হয় আফ্রিকান এই লিজেন্ডারি ব্যাটসম্যান।

প্রথম ওভারের শেষ বলে দলের হয়ে দ্বিতীয় উইকেট শিকার করে বাংলাদেশী বোলিংস্টার। এবার উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির হাতে সহজ ক্যাচ তোলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরে রাজাত পাতিদার। নিজের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ফিরায় মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের পরের ওভারেই শূন্য রান করে গ্লেন ম্যাক্সওয়েল আউট হলে চাপে পরে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই চাপ সামাল দেয় অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি এবং দলটির নতুন রিক্রুট ক্যামেরুন গ্রিন।

কিন্তু মুস্তাফিজুর রহমান তার দ্বিতীয় স্পেলে এসে ম্যাচের মোড় আবারো ঘুরিয়ে দেয়। একই ওভারে বিরাট কোহলি এবং ক্যামেরুন গ্রিনকে আউট করলে ব্যাটিং বিপর্যয় পড়ে আরসিবি। কিন্তু শেষ পর্যন্ত এক মুস্তাফিজুর রহমান ছাড়া চেন্নাইয়ের আর কোন বোলার ভালো পারফরমেন্স করতে সক্ষম হয়নি। ফলে অনুজ রাওয়াত এবং ডিনেশ কার্তিকের অসাধারণ ব্যাটিংয়ে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ পায় সফরকারী রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুস্তাফিজুর রহমান তার নির্ধারিত চার ওভারে ২৯ রানের খরচায় তার আইপিএল ক্যারিয়ার সর্বোচ্চ চারটি উইকেট শিকার করে।

পরবর্তীতে আরসিবির দেওয়া ১৭৪ রানের জবাবে চেন্নাই সুপার কিংস এর শুরুটা হয় বেশ ভালোভাবে। ডেবুটেন্ট রাচিন রবিন্দ্রের ১৫ বলে ৩৭ রানের অসাধারণ ইনিংসের পর রাহানে, মিচেল, রবীন্দ্র জাদেজা এবং কনকাশন সাব শুভমান ডুবের মূল্যবান কনট্রিবিউশনে সহজ জয় পায় স্বাগতিক চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে অসাধারণ পারফরমেন্সের ফলে আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় মুস্তাফিজুর রহমান।


1000016839.jpg
CSK



0
0
0.000
0 comments