চ্যাম্পিয়নস লীগে বায়ার্ন মিউনিখের হার ⚽⚽

avatar

গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াইয়ের পর শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১৬ দলের লড়াই। রাউন্ড অফ সিক্সটিন লড়াইয়ে গতকাল মাঠে নেমেছিল বেশ কয়েকটি দল। রাউন্ড সিক্সটিনের প্রথম লেগের লড়াইয়ে গতকাল পিএসজি মুখোমুখি হয়েছিলো রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক মুখোমুখি হয়েছিল লাজিওর বিপক্ষে। প্যারিসের ক্লাব পিএসজি স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেলেও অনেকটা অপ্রত্যাশিতভাবে হেরেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ!

বায়ার্ন মিউনিখ এবং লাজিওর মধ্যকার ম্যাচটি গতকাল অনুষ্ঠিত হয় লাজিওর ঘরের মাঠ স্টাডিও অলিম্পিকো স্টেডিয়ামে। দলের শক্তিমত্তা এবং বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এই ম্যাচে এগিয়ে ছিলো জার্মান ক্লাব বায়ার্ন। তবে এই ম্যাচটি ইতালির মাটিতে অনুষ্ঠিত হওয়াতে হোম এডভান্টেজ ছিল লাজিওর পক্ষে। ইতালির ক্লাবটি সেই সুবিধাকে কাজে লাগিয়েছে বেশ ভালোভাবেই। বায়ার্নয়ের মতো ক্লাবক তারা শুধু আটকেই দেয়নি ; প্রথম লেগে হারিয়েছে ১-০ গোলের ব্যাবধানে।

গতকালে ম্যাচে বায়ার্ন তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে। হ্যারি কেইন, লিইরো সানে, থমাস মুলার, জামাল মুসিয়ালা এবং বায়ার্নের লিজেন্ডারি গোলকিপার ম্যানুয়েল নয়ার উপস্থিত ছিলো এই ম্যাচে। অপরদিকে লাজিয়োর হয়ে এই ম্যাচে মাঠে ছিলো ইমোবাইল, এন্ডারসন। হাই ভোল্টেজ এই ম্যাচে শুরু থেকেই দু'দলই একের পর আক্রমন চালাতে থাকে। কিন্তু প্রথমার্ধে দুদলেই ব্যর্থ হয় কাক্ষিত গোল আদায় করে নিতে!

বিরতি থেকে ফিরে দু'দলই তাদের আক্রমনের গতি বাড়িয়ে দেয়৷ বায়ার্ন মিউনিখ বল পজিশনে এবং আক্রমনের দিক দিয়ে তুলনামূলক এগিয়ে থাকলেও ম্যাচে ৬৯ তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় লাজিও ক্যাপ্টেন সিরো ইমোবাইল। বায়ার্ন ডিফেন্ডার ডি-বক্সের ভিতরে ফাউল করে লাল কার্ড দেখলে পেনাল্টি পায় লাজিও। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের একমাত্র গোলটি করে ইতালিয়ান তারকা। পরবর্তীতে বায়ার্ণ মিউনিখ একের পর আক্রমন করেও গোল শোধ করতে ব্যর্থ হয়৷ ফলে ১-০ ব্যবধানে প্রথম লেগে জয় পেয়ে এগিয়ে গেলো লাজিও!

দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিলো ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন এবং স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। পিএসিজির ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রভাব বিস্তার করেই জয় পেয়েছে স্বাগতিক দল। দলগত শক্তিমত্তা, পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরম্যান্স সবদিক দিয়েই এই ম্যাচে এগিয়ে ছিলো ফ্রান্সের ক্লাবটি। এই ম্যাচেও দলটি তাদের পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছে।

পিএসজি এবং রিয়াল সোসিয়েদাদের ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে পিএসজি। তবে একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে কাক্ষিত গোল আদায় করে নিয়ে ব্যর্থ হয় দলটি। কিন্তু বিরতি থেকে ফিরেই দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ৭০ তম মিনিটে বারকোলা পিএসজির পক্ষ্যে দ্বিতীয় গোলটি করলে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সফরকারী দল এদিন গোল শোধ করতে ব্যর্থ হয়৷ ফলে প্রথম লেগে জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারিসের দলটি!


image.png
PIXABAY



0
0
0.000
0 comments