Bangladesh VS England ‌‌|| ICC Cricket World Cup Warm-up Match 🏏

avatar

1000004718.jpg
BANGLADESH CRICKET: THE TIGERS

রাত পোহালেই ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় ক্রিকেট আসর ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। পাচ আগস্ট থেকে শুরু হয়ে এক মাসেরও বেশি সময়ব্যাপী চলবে ক্রিকেট বিশ্বের এই মেঘা আসর। বিশ্বকাপের মূলপর্বের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দলগুলো একে অপরের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ ওয়ার্ম আপ ম্যাচে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দলও দুই ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলংকা এবং ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ এবং নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল একে অপরের বিপক্ষে। ভারতের গুয়াহাটিতে অবস্থিত অবস্থিত বারশাপারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এই ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচেও ইনজুরি কারনে দলে ছিলোনা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান৷ তার পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে নাজমুল হাসান শান্ত।

প্রস্তুতি ম্যাচের শুরুতে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে আসে লিটন কুমার দাস এবং তরুণ বেটার তানজিদ তামিম। তবে বাংলাদেশকে এই ম্যাচেও তারা ভালো শুরু এনে দিতে সক্ষম হয়নি। লিটন কুমার দাস এবং নাজমুল হাসান শান্ত দুজনেই ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে তানজিদ তামিম। মার্ক ঊডের বলে বোল্ড হবার আগে আগে ৪৪ বলে ৪৫ রান করে তামিম ইকবালের পরিবর্তে দলে যায়গা পাওয়া জুনিয়র তামিম।

তানজিম তামিমের বিদায়ের পর দলের হাল ধরে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। জুনিয়র তামিম এবং মিরাজ ছাড়া এই ম্যাচে আরো কেউ ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করতে সক্ষম হয়নি। মাহমুদউল্লাহ রিয়াদ ভালো শুরু করেও তা কন্টিনিউ করতে ব্যর্থ হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৭ ওভারে নয় উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৮ রান। ফলে ইংল্যান্ডের জন্য লক্ষমাত্রা নির্ধারিত হয় ১৮৯ রানের।

বাংলাদেশের দেওয়া ১৮৯ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে ইংল্যান্ডের শুরুটায় ভালো হয়নি। প্রথম ওভারেই মোস্তাফিজের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরে ইনফর্ম ব্যাটসম্যান ডেভিড মালান। শুরুতে উইকেট হারালেও টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে থাকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। মাত্র দশ ওভারেও দলীয় শতরান পূর্ণ করে ইংল্যান্ড। তবে বাংলাদেশের বোলাররাও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকে। দলীয় ১১৫ রানেই মূল্যবান পাচটি উইকেট হারায় ইংল্যান্ড।

তবে দলকে জয়ের বন্দরে পৌছে দেয় দুই অভিজ্ঞ প্লেয়ার জো রুট এবং মঈন আলী। মঈন আলী তার ব্যক্তিগত অর্ধশতক পূরন করে এবং ২৬ রানে অপরাজিত থাকে জো রুট। ফলস্বরূপ ম্যাচে চার উইকেটে জয় পায় ইংলিশরা। এশিয়ার মাটিতে বিশ্বকাপের আগে এমন জয় ইংলিশদের আত্মবিশ্বাসকে বহুগুনে বাড়িয়ে তুলবে৷ অপরদিকে এই ম্যাচে বাংলাদেশের পাওয়া মিরাজ - জুনিয়র তামিমের পারফরম্যান্স। এই ম্যাচে হারলেও প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুন জয় পেয়েছিলো বাংলাদেশ।



0
0
0.000
0 comments