Gabriel Jesus || Arsenal’s New Number 9 in the Town. ⚽⚽

avatar

ফুটবলে বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ ব্রাজিল। ব্রাজিলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই ফুটবল। ফুটবলের শুরু থেকেই অনেক ব্রাজিলিয়ান তাদের পায়ের জাদুতে হাজারো দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাদের মধ্যে ফুটবলের রাজা পেলে, রোনালদিনহো, রোনালদো, কাফু, রবার্তো কার্লোস, কাকা অন্যতম । বর্তমানে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় নেইমার জুনিয়র, কৌতিনহো, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস।

প্রতি সিজন শেষেই খেলোয়ারদের দলবদল নিয়ে শুরু হয় নানান রকম গুঞ্জন। নামি-দামি প্লেয়ার আর উদীয়মান তারকাদের দলে ভিরিয়ে প্রতিটি ক্লাব চায় তাদের দলের শক্তিকে আরো বাড়াতে। তাই যখনই প্লেয়ার ট্রান্সফারের সময় আসে তখন বিশ্বের বড় বড় ক্লাবগুলো দল গুছাতে ব্যস্ত হয়ে পরে। ক্লাবগুলোর সবসময় আগ্রহী বেশি থাকে ব্রাজিলিয়ানদের নিয়ে।

তাই প্রতি মৌসুমেই শোনা যায় ব্রাজিলিয়ানদের দলবদলের কথা। বিশ্বের সবচাইতে বেশি ট্রানস্ফার ফি দিয়ে যে প্লেয়ারকে ২০১৭ সালে কিনেছিলো প্যারিস সেইন্ট-জার্মেইন, সেটি আর কেঊ নয়! ব্রাজিলের নেইমার জুনিয়র। বর্তমান বিশ্বে ট্রানস্ফার মার্কেটের দাম অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। সুতরাং বোঝাই যাচ্ছে ক্লাবগুলোর কাছে ব্রাজিলিয়ানদের গুরুত্ব কতটুকু।


IMG_20220704_164020.jpg
ARSENAL

এই ট্রান্সফার মৌসুমেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই অনেক ক্লাব তাদের পছন্দের ব্রাজিলিয়ান তারকাদের দলে ভিরাতে সক্ষম হয়েছে। এর মধ্যে সবচাইতে আলোচিত বিষয় ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল জেসুসের ম্যানচেস্টার সিটি হতে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্সেনালে দলবদল। অনেকদিন ধরেই ম্যানচেস্টার সিটি তাকে ছেড়ে দিতে চাইছিলো। তাছাড়া তারা নাইন হিসেবে নরওয়ে বহুল আলোচিত তারকা হল্যান্ডকে সাইন করতে সক্ষম হয়েছে। আর সেই সুযোগটাই কাজে লাগায় আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ইতিমধ্যে গ্যাব্রিয়েল জেসুস আর্সেনালে তার মেডিকেল চেকআপ এবং অনান্য আনুষাঙ্গিক কাজ সেরে ফেলেছেন।

আজ অফিষিয়ালভাবে খবর প্রকাশ করে ক্লাবটি। আর্সেনালের হয় তিনি ৯ নাম্বার জার্সি গায়ে মাঠ মাতাবেন। অনেকদিন ধরেই পার্সোনাল একজন নাম্বার নাইনের খুঁজে ছিলো। তারা বিশ্বাসী গ্যাব্রিয়েল জেসুস সেই জায়গা পূরন করতে পারবে৷ গ্যাব্রিয়েল জেসুস ইতিমধ্যেই ব্রাজিল এবং ম্যানচেস্টার সিটির হয়ে নিজেকে প্রমাণ করেছেন।


IMG_20220704_164256.jpg
ARSENAL

অন্যদিকে আরে ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে নিয়ে রীতিমতো যুদ্ধে নেমেছে চেলসি এবং বার্সেলোনা। চেলসি রাফিনহার বর্তমান ক্লাব লিডসের সাথে ৬০ মিলিয়ন ইউরোর একটি চুক্তিতে পৌছাতে পারলেও, রাফিনহার সাথে কোন চুক্তিতে পৌছাতে পারেনি। রাফিনহা চাইছে বার্সেলোনায় যোগ দিতে। কিন্তু বার্সেলোনার অফারে রাজি হচ্ছেনা লিডস ইউনাইটেড। তাদের চাওয়া পূর্ন হলেই তারা রাফিনহাকে গ্রীন সিগনাল দিবে।

তাছাড়াও আরো অনেক ব্রাজিলিয়ান তারকাদের দলে ভিরাতে চাইছে বিশ্বের বড় বড় দলগুলো। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়!



0
0
0.000
1 comments