মোস্তাফিজুর রহমানের আইপিএলের সমাপ্তি!

দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে দিয়ে আইপিএলের ইতি টানলো বাংলাদেশি তারকা পেইসার মোস্তাফিজুর রহমান। একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছিল বাংলাদেশের এই বাহাতি বোলার। একযুগ ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর মোস্তাফিজুর রহমানই আইপিএলে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার। মোস্তাফিজুর রহমান তার বাহাতের বোলিং যাদুতে মুগ্ধ করেছে ভারতীয়দের!

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ সিজনে মোস্তাফিজুর রহমানের জায়গা হয়েছিলো নতুন গন্তব্যে। আইপিএলের অন্যতম সাফল্যমন্ডিত দল চেন্নাই সুপার কিংস তাকে দলে ভিরিয়েছিলো। প্লেয়ার অকশন থেকে বেইজ প্রাইজ ২ কোটি রুপির বিনিময়ে চেন্নাই সুপার কিংসে যুক্ত হয়েছিল এই বাংলাদেশী বোলার। ২০১৬ আইপিএল সিজনে অভিষেক হওয়া মোস্তাফিজুর রহমান তার সেরাটা দিয়েছিল প্রথম সিজনেই।

মোস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং পারফরমেন্স এবং ডেভিড ওয়ার্নারের দূর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে ভর করেই সেবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সেবার অনবদ্য পারফরমেন্সের ফলে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে উদীয়মান খেলোয়ার নির্বাচিত হয়েছিল মোস্তাফিজুর রহমান। আইপিএলে তার এই অসাধারণ পারফরমেন্সের ফলে পুরো বিশ্বের জনপ্রিয় টুর্নামেন্টগুলোতেই ডাক পড়েছিল এই বাংলাদেশি পেসারের!

২০১৬ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করতে মুস্তাফিজুর রহমানের সবচাইতে বেশি ভূমিকা থাকলেও পরবর্তী সিজনেই মোস্তাফিজকে যথাযথ মূল্য দেয়নি সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে তার পরবর্তী তিন সিজনে তিনটি দলের হয়ে মাঠে পারফরমেন্স করে মুস্তাফিজ। রাজস্থান রয়েলস, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে মাঠে দেখা যায় কাটার মাস্টার মোস্তাফিজকে। তবে কোন দলের হয়েই যথাযথ পারফর্ম করতে পারেনি মোস্তাফিজুর রহমান। মূলত অন্যান্য বিদেশি প্লেয়ারদের মতো মুস্তাফিজকে যথেষ্ট সুযোগ দেয়নি দলগুলো!

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজনে তাই মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। কিন্তু সেই শংকাকে পিছনে ফেলে মোস্তাফিজুর রহমানকে দলে যুক্ত করে আইপিএলের সেরা দল চেন্নাই সুপার কিং। মূলত চেন্নাইয়ের ঘরের মাঠ চাপাকে মোস্তাফিজুর রহমানের কার্যকারিতার কথা চিন্তা করেই দলে নেওয়া হয়। ভারতের অন্যতম নামিদামি খেলোয়ার মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে পারফর্ম করতে মুখিয়ে ছিলো মুস্তাফিজ।

তারপরের ইতিহাসটা সবারই জানা। মুস্তাফিজুর রহমান চেন্নাই এলো, খেললো এবং সবার মন জয় করলো। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মোস্তাফিজ তার আইপিএলের সেরা বোলিংটা উপহার দেয়। তারপর থেকে প্রতিটা ম্যাচেই কমবেশি পারফর্ম করে এই বাংলাদেশী বোলার। শেষ পর্যন্ত মোস্তাফিজ দশটি ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠ মাতায়। যেখানে ৯.২২ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ টি উইকেট শিকার করে মোস্তাফিজ। বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় মাঝপথেই দল ছেড়ে এই খেলোয়ার। চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরমেন্সে মুগ্ধ চেন্নাই এবং মুস্তাফিজের ভক্ত সমর্থকরা!

1000018799.jpg
CSK



0
0
0.000
0 comments