বৃষ্টি🌦️ ও কুয়াশার চাদরে🌨️

avatar
(Edited)

শুভ সন্ধ্যা! আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ; আমিও বেশ আছি 😊..

আজকে বিডিকমিউনিটির #bdc-shorts সম্পর্কে লেখতে বসা। কোন একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে সবার মতো নিজের মতামত তুলে ধরতে পারাটা বেশ আনন্দের। সেই সুযোগটি করে দেওয়ার জন্য আমি #bdc-shorts এর প্রতি কৃতজ্ঞ।

বাংলাদেশের ষড়ঋতুর দেশ। এদেশে সাধারণত ছয়টা ঋতু দেখা যায়। গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ; এই ঋতু সাহেবেরা 😀। তবে আজকাল এদের সবাইকে আবার দেখা যায়না। বিশেষ করে গ্রীস্ম ও বর্ষা আর শীতের রাজত্ব। বাকি তিনটা হারিয়ে গেছেই বললেই চলে। মাঝে মাঝে একটু আকটু দেখা যায় আরকি! বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এই তিনটি ঋতু আজ বিলুপ্ত প্রায়।

তবে এই মৌসুম গুলোর মধ্যে যদি আমার পছন্দের সময়কালকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি বেছে নেবো দুটি মৌসুমকে। শীত এবং বর্ষা হলো আমার প্রীয় সময়। আমি জানি সবাই শীত অথবা বর্ষা যেকোন একটিকে আপন করে নিয়ছে। কিন্তু আমার যে দুই মৌসুমকেই ভালো লাগে 🙃। কাকে রেখে কারে বিদায় দিবো! তাই দুজনকেই আপন করে নিলাম 😄..


image.png
UNSPLASH

শুরুতেই কথা বলা যাক শীত প্রসঙ্গে। শীত মৌসুমটা আমার কাছে প্রিয় আরামের মাস হিসেবে৷ প্রচন্ড থান্ডা আর কনকনে শীতে কম্পলের নিয়ে শুয়ে থাকাটা বেশ আরামের। পড়াশোনা, খাওয়া-দাওয়া, মোবাইল টিপা সব ওই বিছানায় শুয়েই। এই সময়টায় ঘুম যেনো ফুরোতেই চায়না, মনে হয় আরেকটু ঘুমিয়ে নেই। শীতকালকে অলসতার এক সময় মনে হয় আমার কাছে, বিছানা থেকে উঠে কিছুই যে করতে মন চায় না!

তবে প্রচন্ড শীতে কম্বলের নিচে শুয়ে থাকাটা যতটা আরামের, ঠিক ততোটাই আবার বেদনাদায়ক বাইরে বের হওয়া। বিশেষ করে রাতে যখন প্রকৃতির ডাকে সারা দিতে হয় তখন হা পা সব ঠান্ডা হয়ে আসে। ছোটবেলার শীতের সকালে যখন ব্যাগপত্র নিয়ে স্কুলে যেতো হতো, তখন কি যে কষ্টোটা না লাগতো 😑..

শীতের সময়টাকে ভালোলাগার আরেকটি কারন এই সময়টার মজাদার সব পিঠাপুলি। শীতকালের বিখ্যাত ও সুস্বাদু খেজুরের রস দিয়ে নানা-রকম পিঠা আমার বেশ পছন্দের৷ মায়ের হাতে ভাপা-পিঠা, ম্যারাপিঠার যেনো কোন তুলোনাই নেই।


image.png
UNSPLASH

এবার আসা যাক বর্ষাকাল প্রসঙ্গে । বর্ষাকালের বিশেষত্বটা আমার কাছে একটু বেশি। বৃষ্টি আমার বেশ পছন্দের। বর্ষাকালে বৃষ্টির প্রবণতা একটু বেশিই দেখা দেখা যায়। ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগতো৷ প্রায়ই বন্ধুরা মিলে বৃষ্টিতে ফুটবল খেলায় মেতে উঠতাম। বৃষ্টি শেষে কইমাছ খুজার মিশনে বের হতাম 😃। বিকেলের দিকে একত্রে বসে লুডু খেলাটা জমতো বেশ।

তাছাড়া বর্ষার মৌসুমে আমাদের গ্রামে পানি চলে আসতো। চারদিকে শুধু পানি আর পানি। বিকেলে নৌকা দিয়ে ঘুরতে বেশ ভালো লাগতো। সাথে শাপলা দিতে ভর্তা বানিয়ে খেতাম 😋। বর্ষি দিয়ে মাছ ধরাটায় বেশ আনন্দের ছিলো। সবার মাঝে প্রতিযোগিতা চলতো কে বেশি মাছ শিকার করতে পারে৷

অনেক স্মৃতি আর ভালোলাগা ঘিরে আছে এই দুইটি মৌসুম। তাই আমি কোনটিকেই বাদ দিতে পারলাম না 😊...



0
0
0.000
1 comments