টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সোহান

avatar

শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। আগামী ৩০ জুলাই টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে লড়াই। এরই মধ্যে বাংলাদেশের ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরমেটের দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে ফরমেটে কোনো নতুনত্ব না থাকলেও টি টোয়েন্টি ফরমেটে থাকছে নতুন চমক। কিছু দিন হলো শোনা যাচ্ছিল টি টোয়েন্টি ফরমেট থেকে সরানো হবে রিয়াদের অধিনায়কত্ব। রিয়াদের পরিবর্তে সাকিব কে অধিনায়কত্ব দেওয়ার কথা শোনা গেলেও টি টোয়েন্টি ফরমেটের নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় নুরুল হাসান সোহান কে। এইদিকে সাকিব থাকছে না পুরো জিম্বাবুয়ে সফরে। সদ্য হজ্জ করে আসা মুশফিক বিশ্রামে থাকবেন টি টোয়েন্টি সিরিজে। মুশফিক আর রিয়াদ ব্যাক করবেন ওয়ানডে সিরিজে।

FB_IMG_1658853794871.jpg
IMG

টি টোয়েন্টি সিরিজে থাকছে না সাকিব, মুশফিক, রিয়াদ এর মত অভিজ্ঞ সব খেলোয়াড়রা। আর এদিকে টি টোয়েন্টি ফরমেট কে আগেই বিদায় জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে তরুণদের উপর নির্ভর করে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। এইদিকে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টি ফরমেটে ডাক পেয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী পারভেজ হোসেন ইমন। নুরুল হাসান সোহান এর নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে খেলবে এনামুল হক, মুনিম শাহরিয়ার, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর, হাসান মাহমুদ, মুসাদ্দেক,শান্ত, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ।

সিনিয়ার প্লেয়ারদের অধিনায়কত্ব থেকে সরানো,তামিম এর অবসর, সিনিয়ার প্লেয়ারদের বিশ্রামে থাকা এ থেকে কি বোঝা যাচ্ছে ? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চাচ্ছে সিনিয়ার প্লেয়ারদের দল থেকে সরাতে! এইদিকে তামিম ইকবাল এর অবসরের সময় নূন্যতম সম্মান টুকু পাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। তামিম বাংলাদেশ দলের জন্য ওপেনার হিসেবে যা দিয়েছে সেটা এখনও কেউ দিতে পারে নি। এমনকি তামিম এর মত ওপেনার এখন পর্যন্ত দলে ঢুকতে পারে নি।

বাংলাদেশের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদ ৪৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ১৬ টি আর পরাজয় হয়েছে ২৬ টি আর কোনো ফলাফল আসে নি ১ টিতে। আর এদিকে বাংলাদেশের অধিনায়ক হিসেবে টি টোয়েন্টিতে সাকিব আল হাসান ২১ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ৭টি আর পরাজয় হয়েছে ১৪ টি। এই দিকে অধিনায়কের দিক থেকে সাকিব আল হাসান এর থেকে এগিয়ে আছে মাহমুদুল্লাহ রিয়াদ। আবার বাংলাদেশের শেষ ৫ টি টোয়েন্টি সিরিজে ২ টিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর ২ টিতে হেরেছে এবং ১ টিতে ড্র করেছে বাংলাদেশ দল। এইটাতে ও কোনো অংশে খারাপ বলা যায় না অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে। তারপরও অধিনায়কত্ব থেকে সরানো হলো মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে বিসিবি জানিয়েছেন এশিয়া কাপের আগে বা টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে আবার পরিবর্তন করা হবে অধিনায়কত্ব।

FB_IMG_1658853931351.jpg
IMG

নতুনদের সুযোগ দেওয়া কোনো খারাপ কিছু না। কারণ সিনিয়াররা যখন দলে থাকবে না তখন তরুণদেরই বাংলাদেশ দলকে লিড করতে হবে। তবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নুন্যতম সম্মান টাও পাচ্ছে না সিনিয়ার খেলোয়াড়রা। তারা বাংলাদেশ দলের জন্য যা করেছেন বা করছেন সেটা কিকরে ভুলে যাবে?

এখন সিনিয়ার খেলোয়াড়দের ছাড়া সোহানের নেতৃত্বে বাংলাদেশ দল কতটা ভালো খেলতে পারে সেটাই দেখার অপেক্ষা। অধিনায়ক হিসেবে সোহানের কাছে এটা খুব চ্যালেঙ্গের বিষয়। কারণ সম্পূর্ণ তরুণ দল নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আর সোহানেরও বাংলাদেশের জাতীয় দলএর হয়ে এইবারই প্রথম অধিনায়কত্ব করতে যাচ্ছেন। অধিনায়ক সোহান ও পুরো বাংলাদেশ দলের জন্য রইলো শুভ কামনা। আমরা জয় দেখতে চাই।



0
0
0.000
1 comments