এই প্রথম এশিয়ার ৬টি দেশ ফুটবল বিশ্বকাপে

avatar

অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ৩২ টি দেশের জাতীয় ফুটবল দল। কিন্তু ২০২৬ সালে ফিফার অন্তর্ভুক্ত ৪৮ টি দেশের জাতীয় ফুটবল দল ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে।প্রথমবারের মত বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আরব বিশ্বের কোনো দেশে। আর এশিয়াতে ২০০২ সালের পর দ্বিতীয় বারের মত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ করিয়া এবং জাপানে। আর ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর আর শেষ হবে ১৮ ডিসেম্বর।

ফুটবল বিশ্বকাপে ৩২ টি দলের মধ্যে এশিয়া থেকে অর্থাৎ Asian Football Confederation থেকে খেলবে ৬ টি দেশের জাতীয় ফুটবল দল। এর মধ্যে ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, জাপান এই ৪ টি দেশ কোয়ালিফাই খেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আর সাগতিক দেশ হিসেবে খেলবে কাতার। আর প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নিলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অন্য মহাদেশের হলেও ২০০৬ সালে অস্ট্রেলিয়া OFC থেকে AFC তে যোগ দেয়। অস্ট্রেলিয়াকে এশিয়া মহাদেশের বললে ভুল হবে। অস্ট্রেলিয়া মূলত এখন Asian Football Confederation এর সদস্য রাষ্ট্র।

AFC এর সদস্য দেশ রয়েছে ৪৭ টি। এর মধ্যে ৬ টি দেশ খেলবে পারবে এবার ২০২২ আসরের ফুটবল বিশ্বকাপে। ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে এশিয়া থেকে অংশগ্রহণ করেছিল ৫ টি দেশ। ২০১৪ সালে এশিয়া থেকে ছিলো ৪ টি দেশ। ফুটবল বিশ্বকাপে এশিয়ার দল গুলোর সংখ্যা দিন দিন যেনো বেড়েই চলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া খেলতে যাচ্ছে ১১তম ফুটবল বিশ্বকাপ । জাপান খেলবে ৭ম ফুটবল বিশ্বকাপ। অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব খেলতে যাচ্ছে তাদের ৬ নং ফুটবল বিশ্বকাপ, আর উত্তর কোরিয়া খেলেছে মাত্র ২ বার।

এবারের বিশ্বকাপে ৩২ টি দলের মধ্যে এশিয়া থেকে খেলতে পারবে ৬টি দল। দক্ষিণ কোরিয়া, সৌদি আরব,জাপান, ইরান, অস্ট্রেলিয়া, কাতার।
আফ্রিকা থেকে খেলবে ৫ টি দল। ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া।
ইউরোপ থেকে খেলবে ১২ টি দল, উত্তর আমেরিকা থেকে থাকছে ২ টি দল আর দক্ষিণ আমেরিকা থেকে থাকছে ৪ টি দল।
তবে অনেক শক্তিশালী দল গুলো জায়গা করে নিতে পারেনি ২০২২ বিশ্বকাপে। তারা হচ্ছে চিলি,পেরাগুয়ে, ফ্রান্স, কলম্বিয়া এর মত বড় বড় দল গুলো।

এশিয়া থেকে ৬ টি দেশ খেলতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। অথচ একসময় এশিয়াকে গোনাতেই রাখতো না আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। বিশ্ব মঞ্চে এশিয়ার মাথা উচু করে দাড়ানোর যেনো আরেকটা সুযোগ। আর এবারের বিশ্বকাপটাই যেহেতু এশিয়া তে, সাপোর্টার কন্ডিশন বিবেচনায় এশিয়ার দেশ গুলো থাকবে অনেক এগিয়ে। এবার বিশ্বকাপে ভালো একটা খেলা উপহার দিবে এটাই সবার আশা।

images (19).jpeg
IMG



0
0
0.000
1 comments
avatar

আর অপেক্ষা হচ্ছে না😁

0
0
0.000