পিএসজির কোচ হচ্ছেন জিদান !

avatar

যদি বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে তারকা বহুল ক্লাব কোনটি? তাহলে নিঃসন্দেহে পিএসজির নামটি সবার ওপরে থাকবে। শুধু তাই নয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল খরচে দল এটি৷ কেনই বা হবে না এই দলটিতে যে খেলেন মেসি, নেইমার, এমবাপ্পে। এই তিন মহাতারকার মিলন মেলাতেই সবচেয়ে ব্যায়বহুল ক্লাবে পরিণত হয়েছে পিএসজি।

তাছাড়া রামোস, ডোনারোমার মতো প্লেয়াররাও আছেন পিএসজি তে। এত এত তারকার মিলনমেলা শুধু পিএসজির একটাই লক্ষ্য যে তাদের যেকোনো মুল্যে চ্যাম্পিয়ন লিগ ট্রপি জিততে হবে। কিন্তু গত মৌসুমের দলবদলে কড়ি কড়ি টাকা খরচ করেও যেন কোনো লাভ হয়নি। তবে এই দলটি শুধু গত মৌসুমেই নয় কয়েক বছর ধরেই কড়ি কড়ি টাকা খরচ যাচ্ছে কিন্তু চ্যাম্পিয়ন লিগে কোনো সাফল্য পাচ্ছে না।

এই মৌসুমে এত এত তারকা নিয়েও দলটি চ্যাম্পিয়ন লিগে ব্যর্থ হওয়ার পিছনে কোচকেই কাঠগড়াই দাঁড় করানো হচ্ছে। কেননা মেসির মতো প্লেয়ার গোল খড়াই ভুগেছে অথচ এই প্লেয়ার টায় জাতীয় দলে নিয়মিত গোল পাচ্ছে।

তাছাড়া এমবাপ্পে ছাড়া কোনো প্লেয়ার ভালো পারফর্ম করতে পারেনি। যার ফলে কথা ওঠেছে যে অস্ত্রের সঠিক ব্যবহার করতে পারেনি কোচ পচেত্তিনো। এমনকি প্রতি ম্যাচে গোল হজম করা যেন তাদের নিয়মেই হয়ে গেছিলো।

তাই পিএসজি এমন একজন কোচ খুজতেছিলো যে চ্যাম্পিয়ন লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে এবং মহাতারকাদের সঠিক ব্যবহার করতে পারে। সেই হিসেবে সবার আগে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় এবং সাবেক সফলতম কোচ জিদানের নামটিই এসেছে। এই জিদানেই রিয়াল মাদ্রিদকে দুইবার ইউসিএল জিতিয়েছেন কোচ হিসেবে। রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্সের সাবেক মহাতারকা জিদান খেলোয়াড় জিবনেও একজন সফলতম খেলোয়াড় ছিলো।

সব মিলিয়ে জিদান যেন পিএসজির মতো ক্লাবের জন্য পারফেক্ট। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী শোনা যাচ্ছে পিএসজিও খুব জোরে সোরেই চাচ্ছে জিদান কে। এমন কি জিদানের সাথে নাকি পিএসজির আলোচনাও চলতেছে। আর এখন শুধু আলোচনা সফল হওয়ার অপেক্ষা। তবে জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে অবসর সময়েই কাটাচ্ছেন তাই জিদনের পিএসজির কোচ হওয়ার আরো জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা জিদান কি সত্যিই সাইন করবেন পিএসজিতে নাকি গুঞ্জন গুঞ্জনেই থেকে যাবে সেটায় এখন দেখার অপেক্ষা শুধু।

01.-Cover.png
IMG



0
0
0.000
1 comments