অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেন তামিম।
যখন আমি ছোট ছিলাম ক্রিকেট খেলা কিছুটা বুঝতাম। তখন বড় ভাই কাকাদের থেকে শুনতাম আজকে তামিম ইকবাল অনেক ভালো রান করেছেন। তামিম ইকবালের জন্যে আজকে ম্যাচটি জিতেছে। তাদের মুখ থেকে শুনতে শুনতেই শুরু হয় তাকে চেনা তাকে জানা। তখন থেকেই শুরু হয় ক্রিকেটের প্রতি অন্যরকম আগ্রহ ভালোবাসা। আর তখন থেকেই ধীরে ধীরে এই ক্রিকেট নক্ষত্রের খেলা দেখা শুরু হয় । আর তার খেলা দেখতে দেখতে তার প্রতি এমন একটা ভালাবাসা তৈরি হয় যা অফুরন্ত কখন শেষ হওয়ার নয়। এমনও হয়েছে তামিম ইকবাল যদি কোন একটা ম্যাচ না খেলতেন তাহলে অইদিনের ম্যাচ দেখার আগ্রহ কমে যেতো। জানি না কেনো যেনো সে ম্যাচে যদি ভালো না করতেন। কিন্তু ম্যাচ খেলছেন তবুও সেই খেলা দেখে অনেক ভালো লাগতো উপভোগ করতাম সেই খেলা। এভাবেই শুরু হয় তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।
তামিম ইকবাল এমন একজন প্লেয়ার যে আমাদের দেশের জন্যে দীর্ঘ ১৬ বছর যাবত খেলে আসছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। এই ১৬ বছর খেলার মাঝে তিনি বাংলাদেশ কে অনেক অর্জন এনে দিয়েছে। যা আমাদের অজানা নয়। তার দুর্দান্ত ওপেনিং ব্যাটিংয়ে মন জয় করে নিয়েছে বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষের মনে। তিনি জায়গা করে নিয়েছে আমাদের ক্রিকেট প্রেমির মনে। তবে সব সময় যে ভালো কিছু দিবে এমন নয়। সব সময় কখনও কেউ ভালো কিছু দিতেও পারবে না। হইতো মাঝে মাঝে দুর্দান্ত ম্যাচ খেলেছেন আবার মাঝে মাঝে তার সেই ফর্ম ঠিক থাকে নি। তবে সে তার সর্বোচ্চ দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে।
এতো দিন বাংলাদেশের হয়ে খেলে আসছিলো হঠাৎ গত বিপিএল ম্যাচের আগে তিনি টি-২০ থেকে অবসর নেন যা গোটা দেশের ভক্তদের মনে কষ্ট লাগে। কেউ এই বিষয়টি সহজে মেনে নিতে পারেন নি তবুও আমাদের এই নক্ষত্রের অবসর মেনে নিতে হয়। সেই ঘটনা থেকে ঘুরে উঠতে না উঠতেই হঠাৎ গত পরশু তিনি মিডিয়ার সামনে এসে দুঃখ ভরা মন নিয়ে নিয়ে অবসরের কথা কথা বলেন। আমাদের লক্ষ লক্ষ মানুষের মন ভেঙে দেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র ৩ মাস আর এই সময় তার এই নিউজ। এটা মেনে নেয়ার মতো নয়। যদি হতো সেটা হাসিখুশি বা বয়সের জন্যে বিদায় তাহলে সেটা আমরা খুব সহজে মেনে নিতে না পারলেও শান্তনা পেতাম। কিন্তু তার সেই অশ্রু ঝরানো বিদায় আমরা কেউ মেনে নিতে পারবো না।
তার সেই অশ্রু ঝরানো চোখের মাঝে হয়তো অনেক কিছু লুকিয়ে আছে কিন্তু সে সব চেপে নিজের জায়গা থেকে নিজে সরে আসছেন। হইতো অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছেন না। একটা মানুষ সব সময় ভালো কিছু দিতে পারবে না সেও তার বাহিরে কিছু নয়। হইতো সে দীর্ঘদিন মাঠের বাহিরে থাকায় তার ভালো টা দিতে পারছে না। কিন্তু এই বিষয় টি নিয়ে হইতো অনেক কথা সমালোচনা হচ্ছিলো যা আমাদের ক্রিকেট নক্ষত্র মেনে নিতে পারে নি। যার জন্যে নিজে থেকে তার সম্মান ঠিক রেখে নিজেই সরে আসতে চেয়েছেন তিনি।
কিন্তু তার এই বিদায় ক্রিকেট প্রেমীরা কেউ মনে নিতে পারে নি। আসলে এইটা মেনে নেওয়ার মতো না। সব শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তামিম ইকবালকে ডাকেন ক্রিকেটে আবার ফিরে আসার জন্য। আর যাই হক তিনি তো আর প্রধান মন্ত্রীর কথা ফেলে দিতে পারবেন না। সব জল্পনা কল্পনা মুছে দিয়ে তিনি আবার ফিরে আসলেন ক্রিকেট জগতে। সামনে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ এই সময় তার মতো অভিজ্ঞ ও মারমুখো ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খুবই দরকার। তাই অভিনন্দন জানাই তামিম ইকবালকে কে আবার ফিরে আসার জন্য এবং শুভ কামনা রইলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।