টি টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো টিম টাইগার্স।
শুরু হয়েছে বাংলাদেশ আফগানিস্তানের টি টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে ১-০ তে লিডে টিম টাইগার্স। টি টোয়েন্টি আসলে পাওয়ার হিটার ব্যাটসম্যানদের খেলা, সাহসের খেলা। টি টোয়েন্টিতে এখানেই রয়েছে বাংলাদেশের দলের খেলোয়াড়দের দুর্বলতা, কিন্তু সেই বাংলাদেশই এখন দেখিয়ে দিলো সেই দুঃসাহস, বাংলাদেশ ও দেখিয়ে দিলো তারাও জিততে জানে। মোটামুটি বলা চলে টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশ তার তরুণদের নিয়েই জিতেছে আফগানদের বিপক্ষে।
Img
টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশ দলের হয়ে খেলেছেন লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। আর আফগানিস্তান দলের হয়ে খেলেছেন রাহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান , মুজিব উর রহমান, ফরিদ আহমদ মালিক, আজমতুল্লাহ
ওমরজাই, ফজল হক ফারুকী।
শুরুতে বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে আফগানদের ২ ওভার ২ বলে ১৬ রানেই প্রথম উইকেটের পতন ঘটে। ১০ বলে ৮ রান করে আউট হন হজরতুল্লাহ জাজাই।৭ ওভার ৪ বলে ৫২ রানে চার উইকেট হারায় আফগানরা। এরপর মোহাম্মদ নাবি, নজিবুল্লাহ , আজমাতুল্লা এসে দলের হাল ধরেন। নজিবুল্লাহর ২৩ বলে ২৩ রান, আজমতুল্লার ১৮ বলে ৩৩ রান ও মোহাম্মদ নাবির ৪০ বলে ৫৪ রান দলকে নিয়ে যায় ১৫৪ রানে। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানের টার্গেটে দেয় আফগানরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে প্রথম ওভারেই প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশ দলের। প্রথমে ৫ বলে ৪ রান করে মাঠ ছাড়েন রনি তালুকদার। ১০ ওভার শেষে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল। এরপর তাওহীদ হৃদয় ও শামীম হোসাইন দুইজন মিলে দলের হাল ধরেন। ২৫ বলে ৩৩ রান করে আউট হন শামীম হোসাইন। আর ৩২ বলে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জিতেয়ে ম্যাচ ছাড়েন তাওহীদ হৃদয়। শেষ ওভারে চলে আর এক নাটকীয়তা লাস্ট ওভারে দরকার ৬ রান। প্রথম বলে চার মেরে ৫ বলে ২ রান নিতেই তিন উইকেট হারায় বাংলাদেশ দল। শেষে লাগে ২ বলে ২ রান। যেটা ম্যাচ যেনো আবার হারতে বসছিল টিম টাইগার্স। পরে ৪ মেরে খেলা শেষ করেন শরিফুল ইসলাম। এভাবেই নাটকীয়তার মধ্য দিয়া খেলা শেষ হয় বাংলাদেশ আফগানিস্তান এর টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। অভিনন্দন টিম টাইগার্স।