ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ 🏏

avatar

এশিয়া কাপের পর পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এই বছর ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ১৩ তম আসর। গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ড এর মধ্যোকার ম্যাচ দিয়ে শুরু হবে এইবারের বিশ্বকাপ আসর। ওডিআই ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট এর যাত্রা শুরু হয় ১৯৭৫ সাল থেকে। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় এই বিশ্বকাপ মঞ্চ। এযাবৎ ১৯৭৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সর্বমোট বিশ্বকাপ আয়োজিত হয়েছে ১২ বার। তারমধ্যে সর্বমোট পাঁচ বার কাপ জিতেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড জিতেছে দুই বার, ভারত জিতেছে দুই বার, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দুইবার আর শ্রীলংকা ও পাকিস্তান জিতেছে এক বার করে।

12.8_WC.webp
Img

প্রতি চার বছর পর পর বিশ্বকাপ এর সময় আসলেই ক্রিকেট দুনিয়ার শুরু হয়ে যায় নানা জল্পনা কল্পনার। বিশ্বসেরা হবার লড়ায়ে মেতে ওঠে সবাই। এইবারের বিশ্বকাপ আসরের সময়সূচি, খেলার ভেনু, আইসিসি এর প্রমো ভিডিও সবই প্রকাশ হয়েছে। এরই মধ্য শুরু হয়ে গেছে নানা মত, তর্ক বিতর্কের ঝড়। কে হবে সেরা দের সেরা? কে হবে বিশ্ব চ্যাম্পিয়ান? আবার সব দেশই তাদের ক্রিকেট দলকে তাদের মত করে প্রস্তুত করে নিচ্ছে। চলছে নানা দেশ এর মধ্যে বিভিন্ন ফরমেটের দ্বিপাক্ষিক সিরিজ। এইবারের বিশ্বকাপ আসরের লড়াইয়ে থাকছে মোট ১০ টা দল, থাকছে না কোনো আলাদা আলাদা গ্রুপ। প্রত্যেক দলের সাথেই থাকছে প্রত্যেক দলের খেলার সুযোগ। একটা দল খেলবে মোট নয়টা করে ম্যাচ। প্রথমে গ্রুপ পর্ব শেষে নকআউট পর্ব, ১০ দলের মধ্যে শীর্ষে থাকা ৪ দল খেলবে পরবর্তী নকআউট পর্ব।

এই আসরে পুরো বিশ্বকাপ মাতাবে যে দলগুলো তারা হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা। তবে এবার বিশ্বকাপে জায়গা করে নিতে পারে নি দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে প্রত্যেকটা দলেরই রয়েছে নানা জল্পনা কল্পনা। সবাই মাঠে নামবে তাদের সেরা শক্তি দিয়ে, সেরা দের সেরা হওয়ার জন্যই লড়াই করবে সবাই । তবে কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন? কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? এটা নিয়েই এখন সবার মনের যত প্রশ্ন।

WhatsApp_Image_2023_06_27_at_12_11_25.jpeg
Img

তবে এবার বিশ্বকাপে হট ফেবারিট হিসেবে থাকবে ভারত ও পাকিস্তান। ভারত এমনি তেও অনেক শক্তিশালী দল তারপরও ভারতের মাটিতে খেলা হওয়াতে অবশ্যই ভারত কে আমি একটু এগিয়ে রাখবো। তারপর দ্বিতীয় হট ফেবারিট দল হিসেবে থাকবে পাকিস্তান। এরপর থাকবে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কেও পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই, আবার এইদিকে গত দুই বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড ও তাদের পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামবে এবার। আর সাউথ আফ্রিকার কথা কি বলবো? এই দলকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। প্রতি বছর অনেক ভালো ভালো খেলোয়াড় নিয়ে শক্তিশালী দল হিসেবে আসে তারা। কিন্তু তারা কোনো সেমিফাইনাল পার করতে পারে না। এখন পর্যন্ত কোনো বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে পারেনি তারা। এটা আসলে দুঃখজনক।

আর যেটা না বললেই নয়, বাংলাদেশকেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই, বাংলাদেশ কেও আমি এই টপ ছয় দলের মধ্যে রাখবো, যাদের এবার বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে। গত কয়েক বছর যাবৎ ওয়ানডে ফরমেটে বাংলাদেশের প্রাপ্তি অনেক। অন্য ফরমেটের তুলনায় ওয়ানডে ফরমেটে বাংলদেশে অনেক শক্তিশালী। যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে তারা। তাই এবার বিশ্বকাপে যেকোনো অঘটন ঘটিয়ে দিতে পারে টিম টাইগার্সরা।



0
0
0.000
0 comments