প্রথমবারের মত বিপিএলের ফাইনালে সিলেট। 🏏

avatar

বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুর রাইডার্স কে হারিয়ে প্রথম বারের মত ফাইনাল খেলবে সিলেট স্ট্রাইকার। প্রথম কোয়ালিফাই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানস এর কাছে হেরে প্রথম সুযোগ হাত ছাড়া হলেও দ্বিতীয় সুযোগ আর হাত ছাড়া করেনি সিলেট স্ট্রাইকার। দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়ে রংপুর রাইডার্স কে হারিয়ে ফাইনালে এখন সিলেট স্ট্রাইকার।

FB_IMG_1676478476565.jpg
Img

রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার এর মধ্যকার ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স এর অধিনায়ক নুরুল হাসান সোহান। এইদিকে সিলেট স্ট্রাইকার এর হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামে নাজমুল হাসান শান্ত ও তওহীদ হৃদয়। ৫ চার ও ১ ছয় দিয়ে ৩০ বলে ৪০ রান করে আউট হয় নাজমুল হাসান শান্ত। তবে মেহেদী হাসানের বলে একটা বিতর্কিত lbw আউট হয় শান্ত। এই আউট টা না হলে আরো লম্বা হতে পারত শান্তর রানের খাতা। আর ২৫ বলে ২৫ রান করে হাসান মাহমুদের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয় তওহীদ হৃদয়।

এরপর ফার্স্ট ডাউন এ ব্যাট হতে মাঠে নামেন সিলেট স্ট্রাইকার এর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে এক ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক মাশরাফি। ১ ছয় ও ৩ চার দিয়ে ১৬ বলে ২৮ রান করেন তিনি। এরপর জাকির হোসেন ১৩ বলে ষোল রান করেন, রায়ন বুরল ছয় বলে পনেরো রান করেন,মুশফিকুর রহিম পাঁচ বলে ছয় রান করেন, থিসারা পেরেরা করেন পনেরো বলে একুশ রান, জর্জ লিন্দে দশ বলে একুশ রান করে মোট দলের রান দাড়ায় একশত বেরাশি। সব শেষে সিলেট স্ট্রাইকার ২০ ওভারে ব্যাটিং করে সাত উইকেট হারিয়ে ১৮৩ রানের টার্গেট দেয় রংপুর রাইডার্স কে।
FB_IMG_1676478566210.jpg
Img

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর রাইডার্স। ১ রান সংগ্রহ করেই আউট হয়ে যায় সাম বিল্লিংস। তবে এরপর রনি তালুকদার ও শামীম হোসেন মিলে ভালো একটা রানের পার্টনারশিপ করলেও শামীম হোসাইন ১১ বলে ১৪ রান করে আউট হয়ে যায়। এবং ৫২ বলে ৬৬ রান করে আউট হয় রনি তালুকদার। এর পর নিকোলান পুরান ও নুরুল হাসান ম্যাচ এর হাল ধরলেও শেষ রক্ষা হয় না রংপুর রাইডার্স এর। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৮৩ রানের টার্গেট ছুঁতে পারে নি রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স কে ১৯ রানে হারিয়ে ফাইনালে এখন সিলেট স্ট্রাইকার।

এর আগেই প্রথম কোয়ালিফাই ম্যাচে সিলেট স্ট্রাইকার কে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১৬ তারিখ ফাইনালে এখন মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট স্ট্রাইকার। ফাইনাল খেলা হবে সমানে সমানে। দুই দলই বিপিএল এর পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল।এখন দেখার অপেক্ষা কে হবে বিপিএল নবম আসরের চ্যাম্পিয়ন।



0
0
0.000
0 comments