ইউরোপীয় ফুটবলে তারকাদের দলবদলের হিরিক

avatar

এই তো ইউরোপীয় ফুটবলের লীগ গুলোর এখনো পুরনো মৌসুম শেষ হয়নি তার মাঝেই ফুটবল পাড়ায় তারকাদের দলবদলের হিরিক পরে গেছে। ফুটবলের ইতিহাসে সব চেয়ে নামি দামি বড় লীগ গুলো সবই ইউরোপীয়ান দেশ গুলোর দখলে। যার ফলে ফুটবলের সব নামি দামি তারকারা ইউরোপের লীগ গুলোতেই খেলে।

ইউরোপের কয়েকটি জনপ্রিয় লীগ গুলো হল প্রিমিয়ার লিগ, লা- লীগা, বুন্দেসলীগা, সিরি 'আ', লিগ 'আ' আরো ছোট বড় অনেক লিগ রয়েছে। তবে এই লিগ গুলো শুধু ইউরোপের নয় পুরো বিশ্বেই সেরা এবং জনপ্রিয় লীগ।এই লিগ গুলোর কিছু কিছু ক্লাব রয়েছে যে ক্লাব গুলোকে বিশ্বসেরা ক্লাব বলা হয়ে থাকে। সেগুলো হল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেষ্টার সিটি, লিভারপুল, ম্যানচেষ্টার ইউনাইটেড, চেলসি, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, ইন্টারমিলান, পিএসজি, অতলেতিকো মাদ্রিদ আরো অনেক ভালো ভালো ক্লাবেই রয়েছে৷ আর এসব ক্লাব গুলোতেই তারকা মহাতারকাদের ছড়াছড়ি।

images (2).jpeg
IMG
ফুটবলের মৌসুম যখন শেষ হয় ঠিক তখনেই ফুটবলের তারকাদের দলবদলের হিরিক পরে যায়। প্রতিটা ক্লাবেই তখন নিজেদের সামর্থ অনুযায়ী দল গুলো শক্তিশালী করার লক্ষ্যে প্লেয়ার কেনা এবং বিক্রি করা শুরু করে দেয়৷ এই তো এখনো মৌসুম শেষ না হতেই বরুসিয়া ডর্টমুন্ডের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ম্যানচেষ্টার সিটিতে নাম লিখিয়েছে। এবং ম্যানচেষ্টার সিটি অফিসিয়াল ঘোষনাও দিয়ে ফেলেছে।

images (3).jpeg
IMG
অন্যদিকে বর্তমান ফুটবলের আরেক বড় তারকা বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রাবর্ট লেভানডফস্কির দল বদলের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। রবার্ট লেভানডফস্কি বায়ার্নে থাকতে চান না সেটা তিনি অনেক আগেই তার ক্লাব কে জানিয়ে দিয়োছিলো। কিন্তু তার ক্লাব তাকে ২০২৩ সাল পর্যন্ত ধরে রাখতে চায়। তবে তিনি যদি সত্যিই ক্লাব ছাড়েন তাহলে তার বার্সেলোনার সাথেই চুক্তির জোর সম্ভাবনা রয়েছে।

images (5).jpeg
IMG
অন্য দিকে পিএসজি তারকা ডি মারিয়াও জুভেন্টাসের সাথে চুক্তি করেছেন বিভিন্ন গণমাধ্যমে খবর ভেসে বেড়াচ্ছে।

images (4).jpeg
IMG
আবার জুভেন্টাস তারকা দিবালাও তার ৭ বছরের সম্পর্ক ছিন্ন করেছে তার প্রিয় ক্লাব জুভেন্টাসের সাথে। এই তো জুভেন্টাসের সর্বশেষ ম্যাচে কান্না ভেজা চোখে বিদায় জানিয়ে দিয়েছেন। সম্ভবত ইন্টার মিলানের সাথে চুক্তির জোর সম্ভাবনা রয়েছে।

তবে দলবদলে বাজারে সব থেকে বেশি নাটকীয়তা পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। তার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিলো রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে খেলা। এক মৌসুম আগেও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা ওঠেছিলো বিভিন্ন গণমাধ্যমে। এবং তিনি নিজেও রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা বলেছিলেন। তবে পিএসজি তারকাকে ধরে রাখার জন্য পিএসজি সব ধরনের চেষ্টায় চালিয়ে যাচ্ছে। লোভনীয় সকল প্রস্তাব কিলিয়ান এমবাপ্পের জন্য হাজির করেছেন । হয়তো তিনি পিএসজি তেও থেকে যেতে পারেন আর তা না হলে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি দিবেন।

তাছাড়া ফুটবলের আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। তার দল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে সুযোগ না পাওয়ায় সেই গুঞ্জন টা আরো বেশি জোড়ালো হয়েছে। অন্য দিকে চ্যাম্পিয়ন ট্রফি জিততে মরিয়া পিএসজি বার বার চ্যাম্পিয়ন ট্রফি জিততে ব্যর্থ হওয়ায় নেইমারকেও বিক্রি দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন টায় শোনা যাচ্ছিলো বিভিন্ন গণমাধ্যমে। তবে সব কিছুই শুধু এখন সময়ের পালা। প্রতিবারের মতো এবারো হয়তো নতুন কোনো চমক বা নাটকীয়তায় ইউরোপীয়ান খেলোয়াড়দের দলবদলের পালা শেষ হবে।



0
0
0.000
0 comments