শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ রাউন্ড। 🏏

avatar

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৯ম আসার। তবে এবারের বিপিল খেলা নিয়ে তেমন একটা উত্তেজনা দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মধ্যে। আর এবারের বিপিএল নিয়ে তেমন কোনো আয়োজন বা প্রচার প্রচারণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। আবার মাঠে নেই কোনো প্রযুক্তির ব্যাবহার। শুরু থেকে কোনো ম্যাচে ছিল না ডিআরএস এর বেবস্থা। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এইটা নিয়ে বিসিবির প্রতি ক্ষোভ বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের ।

images (1).jpeg
Img

বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে। বিপিএল এর প্রথম দিকের কয়েকটা আসর যেমন জাকজমোক ছিল এখন আর সেই রকম নেই। প্রথম দিকের আসর গুলাতে অনেক ভালো ভালো বিদেশি খেলোয়াড় আনা হয়। এবং টপ ক্লাস খেলোয়াড়রা খেলেন তখনকার আসরে। কিন্তু এইবারের আসরে বিদেশি খেলোয়াড়দের সংখ্যা নেই বললেই চলে। তবে প্লে অফ ম্যাচ থেকে কয়েকজন বিদেশী খেলোয়াড়রাও খেলবেন। এবং সাথে সাথে প্লে অফ ম্যাচ থেকে থাকছে ডিআরএস প্রযুক্তি।

এই বছর জানুয়ারি মাসের ৬ তারিখ থেকে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৯ম আসার। দেখতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ এখন শেষ মুহূর্তে চলে এসেছে। সাতটা দল নিয়ে খেলা শুরু হলেও এখন শীর্ষ চার দল খেলবে প্লে অফ ম্যাচ। প্লে অফ এ ম্যাচ হয়ে তিনটা। এর মধ্যে একটা হবে এলিমিনেটর ম্যাচ আর ২ টা হবে কোয়ালিফাই ম্যাচ। এলিমিনেটর ম্যাচ হবে পয়েন্ট টেবিলে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে। এই ম্যাচে যে পরাজিত হবে তার আর দ্বিতীয় বার কোনো সুযোগ থাকবে না। আর যে জিতবে তার খেলতে হবে পয়েন্ট টেবিলে থাকা প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের মধ্যে যে দল পরাজিত হবে তার সাথে। এই দুই দলের মধ্যে যে দল জিতবে সেই পারবে ফাইনাল খেলার সুযোগ।

FB_IMG_1676180911574.jpg
Img

১২ ম্যাচ এর মধ্যে ৯ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থানের জায়গা দখল করছে সিলেট আবার এইদিকে ১২ ম্যাচ এর মধ্যে ৯ ম্যাচ জিতে একই পয়েন্ট নিয়ে শুধু নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা।
আর ১২ ম্যাচ এর মধ্যে ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রংপুর এবং ১২ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানের জায়গা নিচে বরিশাল। এখন প্লে অফ ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে লড়বে এই চার দল।

শুরুর ম্যাচ গুলা যাইহোক প্লে অফ ম্যাচ গুলা অনেক হাড্ডাহাড্ডি খেলা হবে আশা করা যায়। তার মধ্যে প্লে অফ ম্যাচে খেলবে বিদেশি সব নামিদামি খেলোয়াড় । মঈন আলী, ডুপপলিসি, ব্রাভো, পোলার্ড, মুজিবুর রহমান, দাসুন সানাকা, নিকোলাস পুরান আরও এক ঝাঁক মহাতারকা খেলবে বিপিএল এর ফাইনালে ওঠার লড়াইয়ে। নিঃসন্দহে শেষ দিকের ম্যাচ গুলো অনেক বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে।



0
0
0.000
1 comments
avatar

Congratulations @imam-hasan! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You published more than 150 posts.
Your next target is to reach 200 posts.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out our last posts:

Valentine's Day Challenge - Give a badge to your beloved!
The Hive Gamification Proposal
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000