প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক

avatar

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা মধ্যেবর্তী প্রথম টেষ্ট ম্যাচে প্রথম বাংলাদেশী হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মিস্টার ডিপেন্ডেবল’র মুশফিকুর রহিম। অনেক দিন ধরেই মুশফিকুর রহিমের ব্যাট হাসতেছিলো না। সর্বশেষ ১৮ ম্যাচ পরে চট্টগ্রামের সাগরিকায় সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। তবে ৫০০০ রানের মাইলফলক টি স্পর্শ করেন ফিফটি করার পরেই । তার স্কোরবোর্ডে যখন ৬৮ রান যোগ হয় ঠিক তখনেই তিনি বাংলাদেশের এক মাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। মুশফিকুর রহিম এই পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন ৮১ টি এবং ইনিংস খেলেছেন ১৪৯ টি। সুতরাং বলাই যায় ১৪৯ ইনিংসের মাথায় এসেই তিন এই মাইফলকটি স্পর্শ করেন ।

images.jpeg
IMG

বাজে ফর্মের জন্য অনেক দিন ধরেই মুশফিকুর রহিম কে সমালোচনার শিকার হতে হয়েছে। এমন কি এই সিরিজে থাকা না থাকা নিয়েও ছিলো সংশয়। অনেক গুলো ম্যাচে বাজে ভাবে আউট হওয়া বা গুরুত্বপূর্ণ ম্যাচে বা ম্যাচের মোমেন্ট টার্মে বাজে শট সিলেকশন এসবের জন্যই সব থেকে বেশি সমালোচিত হয়েছেন। কিন্তু মুশফিকুর রহিমের মতো কিংবদন্তি ব্যাটসম্যানরা এভাবে হারিয়ে যায় না। বাংলাদেশের মিডল অর্ডারের ভরসার প্রতিক মিস্টার ডিপেন্ডেবল’র আবার আগের রুপে ফিরে এসেছে।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসবে ৫০০০ হাজার রানের মাইলফলকটি স্পর্শ করার কথা ছিলো তামিম ইকবালের। কিন্তু দুর্ভাগ্য বশত ১৩৩ করার পর কবজির ইনজুরিতে পড়ে যায় তামিম ইকবাল। যার ফলে তামিম ইকবাল রিটায়ার্ড হার্টে চলে যান। আর না হলে হয়তো ৫০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেই মাঠ ছাড়তেন তিনি। ৪৯৮১ রান নিয়ে তিনি আছেন এখন দুই নম্বরে আর এর পর আছেন সাকিব অল হাসান। তবে খুব শিগগিরই হয়তো ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর মাত্র ১৯ রান করতে পারলেই এই মাইলফলকটি স্পর্শ করে ফেলবেন তিনি।

অনেকেই মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শেষ টায় দেখে ফেলছিলো। কিন্তু বাংলাদেশের সব চেয়ে পরিশ্রমী ক্রিকেটারের তালিকায় মুশফিক ছিলো সব সময় সবার ওপরে। ঠিক এবারো এই অসাধারণ পরিশ্রমের ফলেই আবার আগের রুপে ফিরে এসেছেন তিনি। জেনে রাখা উচিত বাংলাদেশ একমাত্র খেলোয়াড় যার জুলিতে ৩ টি ডাবল সেঞ্চুরি জমা রয়েছে। যা আর কোনো বাংলাদেশী ব্যাটসম্যানেরেই এই কির্তী নেই। মুশফিকুর রহিমের এই অফ ফর্ম থেকে কাম বেক করার একমাত্র হাতিয়ার হলো তার কঠোর পরিশ্রম আর অধ্যবসায় । ক্যারিয়ারের শুরু থেকে কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের ফলেই মুশফিকুর রহিম এই পর্যন্ত এসেছেন। সুতরাং বলাই যায় পরিশ্রমই সফলতার চাবিকাঠি। যার জলন্ত উদাহরণ বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডারের ভরসার প্রতিক মিস্টার ডিপেন্ডেবল’র মুশফিকুর রহিম।

images (1).jpeg
IMG



0
0
0.000
1 comments