টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বেহাল দশা।

avatar

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রিয় খেলা গুলোর মধ্যে একটি হল ক্রিকেট। গত কয়েক দশকে বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশচুম্বী। ক্রিকেটের ব্রান্ড, ব্যালু চাহিদার দিকে তাকালেই বুঝা যায় যে বাংলাদেশ ক্রিকেটের ধারেকাছেও কোনো খেলা নেই।

যেখানে বাংলাদেশের অন্য স্পোর্টস বোর্ড গুলোকে ধার করে চলতে হয় সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের চতুর্থ সেরা ধনী বোর্ড। কোনো একটা টুর্নামেন্ট বা সিরিজ অনুষ্ঠিত হলেই টিভি স্বত্বর এবং স্পনসর নিয়ে কাড়াকাড়ি পরে যায়।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েক শত কোটি টাকা রিজার্ভে আছে। এমন কি খেলোয়াড়দের কেও ক্রিকেট বোর্ড অনেক ভালো পরিমাণ বেতন দিয়েই থাকে। তবে ক্রিকেটের এই আকাশচুম্বী জনপ্রিয়তা কড়ি কড়ি টাকা অর্জন করেছে বাংলাদেশ টেষ্ট ক্রিকেট ঠিক ততটাই বিপরীত প্রান্তে হেঁটেছে।

image-279986-1582070364.jpg
IMG

তবে ক্রিকেটের এত জনপ্রিয়তা, ব্রান্ড , ব্যালু সব কিছু হয়তো বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের জন্যই পেয়েছে। কারনে ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ বরাবরই ভালো খেলে। এমন কি বিশ্ব ক্রিকেটের সব মোড়লকেই বাংলাদেশ এখন অনায়াসে হারিয়ে ফেলতে পারে। এই ফরমেটে বিশ্ব ক্রিকেটের সব বাঘা বাঘা দলগুলোও এখন বাংলাদেশকে ভয় পায়।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যতটা এগিয়েছে টেস্ট ক্রিকেট ঠিক ততটাই ওল্টো পথে হেঁটেছে। দুই যুগ আগে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট অভিষেক হয় বাংলাদেশের। অথচ এই দলটা এখনো একটা সাদামাটা দলেই রয়ে গেলো।

সাফল্য বলতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট জয় আর নিউজিল্যান্ডের মাঠিতে গিয়ে নিউজিল্যান্ড কে হারিয়ে আসা। এছাড়া শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজের , জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় এগুলো ছোট ছোট সাফল্যই আছে শুধু। এখন পর্যন্ত পাকিস্তান, ইন্ডিয়াকেই হারতে পারেনি এই ফরমেটে।

গত দুই দশক ধরে যত টেস্টে হেরেছে তার বেশির ভাগেই হয়তো ইনিংস ব্যবধানে আর না হলে টেনে টুনে দ্বিতীয় ইনিংস খেলেছে। প্রতিপক্ষ দল গুলো যেন নিয়মিত ছেলেখেলে করে বাংলাদেশ টেস্ট দলকে নিয়ে। এই তো সর্বশেষ টেস্ট ম্যাচের কথায় বলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস খেলেছে বাংলাদেশ ১০৩ এবং ২৪৫ রানের। তাও প্রথম ইনিংসে ৬০-৭০ রানের মাঝেই ইনিংস টা থেমে যেত যদি সাকিব ফিফটি না করতে পারতো। এই টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জিতে নেয়। এর আগে শ্রীলংকা বাংলাদেশের মাঠিতে এসেই সিরিজ জিতে যায়। তাও দ্বিতীয় ম্যাচ টা ১০ উইকেটে বিশাল ব্যবধানে হার।

মাঠের খেলায় তাকালে মনে হয় যেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ব্যাট ধরতেই জানে না। এভাবে বাংলাদেশ টেস্ট খেলতে থাকলে ভবিষ্যৎ কি হবে সেটাই এখন দেখার বাকি।

1637263714874193203316.jpg
IMG



0
0
0.000
1 comments
avatar

সময়ের সাথে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বেড়েই চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকাম হয়েছে কিন্তু ক্রিকেটের মান নিম্নমুখী হয়েছে বলে আমার ধারণা বিশেষ করে টেস্ট ক্রিকেটে। তবে আমি আশা করছি সাকিব আল হাসানের অধিনায়কত্বে বাংলাদেশ টেস্ট ক্রিকেট ভালো কিছু পাবে। বাকিটা সময়ের উপর ছেড়ে দিলাম।

0
0
0.000