কাতার বিশ্বকাপের ট্রপি আসছে বাংলাদেশে

avatar

নিঃসন্দেহে বিশ্ব ক্রীড়া জগতের সবচেয়ে জনপ্রিয় খেলাটি হচ্ছে ফুটবল। গোটা পৃথিবীর প্রতিটি দেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ফুটবল খেলার জনপ্রিয়তা। ফুটবল বিশ্বকাপে এই পর্যন্ত বাংলাদেশ কখনোই অংশ গ্রহণ করতে পারেনি কিন্তু তারপরেও বাংলাদেশে এই খেলাটি প্রচুর জনপ্রিয়। গ্রামে গঞ্জে শহরের আনাচে কানাচে সর্বত্রই ছড়িয়ে আছে ফুটবলের জনপ্রিয়তা।

বিশ্বকাপ আসর আসতেই এর উন্মাদনা আরো যেন কয়েক গুন বেড়ে যায়। ঠিক ২০২২ সালের কাতার বিশ্বকাপের ঘন্টাও বেজে উঠেছে। বিশ্বকাপে কোন দল গুলো খেলবে সেই দলগুলো বাছাই পর্ব পেড়িয়ে বিশ্বকাপের টিকিটেও নিশ্চিত হয়ে গেছে। আর বিশ্বকাপকে বরণ করার জন্য কাতারও প্রস্তুত।

মরুর বুকে বিশ্বকাপ হবে সেটা কখনো কল্পনার মধ্যেও ছিলো না। কিন্তু সকল অসম্ভব কে জয় করে কাতার বিশ্বকাপের জন্য সকল প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে তারা। কড়ি কড়ি টাকা খরচ করে গড়ে তুলা হয়েছে বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ও নান্দনিক মাঠ। খেলোয়াড় এবং দর্শনার্থীদের থাকার জন্য গড়ে তুলা হয়েছে অসম্ভব সুন্দর সুন্দর হোটেল রেস্তোরাঁ৷

বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম বিশ্বকাপ, যে বিশ্বকাপ আয়োজন করার জন্য প্রচুর অর্থ ব্যায় করেছে কাতার। যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনো আয়োজক দেশেই করতে পারেনি। এবার বলেন তো যে বিশ্বকাপের জন্য এত এত আয়োজন সেই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা থাকবে না কেন? যে ট্রপি ছোঁয়ার জন্য মেসি,নেইমার, রোনালদো, এমবাপ্পেরা সর্বোচ্চ উজাড় করে দেয়।

সেই স্বপ্নের বিশ্বকাপের ট্রপি টা যদি বাংলাদেশে আসে তাহলে কেমন হবে? হ্যা সত্যিই আসতেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কে বিশ্ব ফুটবলেের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা নিশ্চিত করেছে যে কাতার বিশ্বকাপের ট্রপি বাংলাদেশেে আসবে। জুনের দ্বিতীয় সপ্তাহে ৮ই জুন বাংলাদেশে আসবে। আর ৮-৯ জুন দর্শকদের জন্য প্রদর্শনী করা হবে সেই প্রদর্শনীর জন্য মোট সময় থাকবে ৩৬ ঘন্টা।

ফিফা বিশ্বকাপের ট্রপি বিভিন্ন দেশে প্রদর্শনীর জন্য কাজ করে থাকে ফিফার কমার্শিয়াল পার্টনার কোকা কোলা। আর বাংলাদেশেও প্রদর্শনীর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহায়তা করে থাকবে কোকা কোলা।

সর্বশেষ ২০১৪ বিশ্বাকাপের ট্রপি যখন বাংলাদেশে এসেছিলো তখন দর্শকরা ছবিও তুলতে পেরেছিলো এবং এর আগে সবাইকে রেজিষ্ট্রেশন করতে হয়েছিলো। এবার এর কোনো দিকনির্দেশনা এখনো দেয় নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কোকা কোলা। তবে বিশ্বকাপ ট্রপি প্রদশর্নের খুব কাছাকাছি সময়েই হয়তো দর্শকদের জন্য সুনির্দিষ্ট কাঠামো প্রকাশ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন । বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য যারা ট্রপি প্রদশর্নীতে যাবে তাদের জন্য সুন্দর এবং স্মরণীয় মুহুর্ত অপেক্ষা করছে৷ সেই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কোকা কোলাকে ধন্যবাদ দেওয়াই যায়।

images (8).jpeg
IMG



0
0
0.000
2 comments
avatar

Congratulations @imam-hasan! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You received more than 700 upvotes.
Your next target is to reach 800 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000