টি টুয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। 🏏

avatar

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান সিরিজে টি টুয়েন্টি ফরমেটে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরমেটে সিরিজ হারের পর এবার টি টুয়েন্টি ফরমেটে জয় দিয়ে শুরু বাংলাদেশের। আর এটাই ছিল টি টুয়েন্টি ফরমেটে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। টি টুয়েন্টি ফরমেটে বাংলাদেশ অনেকটাই দুর্বল দল। তারপরও সাকিব, তামিম, মাহমুদুল্লাহ দের ছাড়াই তরুণ খেলোয়াড়দের নিয়ে বিদেশের মাটিতে প্রথম ম্যাচেই জয় তুলে নিলো টিম টাইগার্স। টাইগারদের দুর্দান্ত বোলিং ও ব্যাটিংয়ের সমন্বয়েই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

FB_IMG_1703784682088.jpg
Bangladesh Cricket: The Tigers

শুরুতে নিউজিল্যান্ড ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। আর বাংলাদেশ নির্ধারিত ওভারের ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয়। ৪ ওভারে ২ উইকেট ও ১৬ বলে ১৯ রান করে ম্যাচ সেরা হন মেহেদি হাসান।

এই ম্যাচে নিউজিল্যান্ডের দলের হয়ে খেলেছেন ফিন অ্যালেন, টিম সেফার্ট , ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।আর বাংলাদেশ দলের হয়ে খেলেছেন লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।

শুরুতে বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং নিউজিল্যান্ড ব্যাটিং করতে নেমে এক রানে তিন উইকেট হারিয়ে ফেলে। মেহেদি হাসানের বলে প্রথম নিউজিল্যান্ডের ওপেনার টিম সেফার্ট আউট হয় এবং এরপর শরিফুলের বলে ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপস দুইজন একে একে আউট হন। ব্যাট হাতে শূন্য রানেই ম্যাচ ছাড়তে হয় তাদের। এরপর ১৫ বলে ১৪ রান করে সাজ ঘরে ফেরেন ড্যারিল মিচেল। ১৯ বলে ১৯ রান করেন মার্ক চ্যাপম্যান। ২৯ বলে ৪৮ রান করেন জেমস নিশাম, ২২ বলে ২৩ রান করে আউট হন অধিনায়ক মিচেল স্যান্টনার। ১২ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন অ্যাডাম মিলনে। সব শেষে ২০ ওভারে নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহ গিয়ে দাড়ায় ১৩৪ রান।

আর এইদিকে বল হাতে কম বেশি সবাই ভালো বল করেছেন বাংলাদেশি বোলাররা। বল হাতে সর্বোচ্চ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বামহাতী এই বোলার। ৪ ওভার বল করে ২ টা করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান। রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুই তরুণ বোলার বল হাতে তুলে নেন একটি করে উইকেট।

FB_IMG_1703784770710.jpg
Bangladesh Cricket: The Tigers

নিউজিল্যান্ডের দেওয়া ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে ৭ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন রনি তালুকদার। ১৪ বলে ১৯ রান করেন নাজমুল হাসান শান্ত, ১৫ বলে ২২ রান করেন সৌম্য সরকার, ১৮ বলে ১৯ রান করেন তওহীদ হৃদয়। ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন লিটন দাস আর ১৬ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান। সবার এই সম্মিলিত চেষ্টায় নির্ধারিত ওভারের ৮ বল হাতে থাকতেই দলীয় ১৩৭ রানের সংগ্রহে জয় তুলে নেয় টিম টাইগার্স।



0
0
0.000
0 comments