টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে ছোট ম্যাচ।। দক্ষিণ আফ্রিকা vs ভারত 🏏

avatar
(Edited)

দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে পরাজিত হয় ভারত। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে ১-১ সমতায় আনলো ভারত। দক্ষিণ আফ্রিকার কেপটাউন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ ক্রিকেট ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। কারণ এই ম্যাচটি এখন পর্যন্ত সবথেকে কম সময়ে শেষ হওয়া ম্যাচ। ৫ দিনের টেস্ট ম্যাচে মাত্র দেড় দিনেরও কম সময়ে চারটা ইনিংস শেষ হয়। মাত্র ১০৭ ওভারেই দুই দলের চারটা ইনিংস শেষ হয় যা ওয়ানডে ক্রিকেটের দুই দলের নির্ধারিত ওভারের ৭ ওভার বেশি। সর্বশেষ সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট ম্যাচ ছিলো ১০৯ ওভার ২ বলের। আর সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো কেপটাউনে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার ম্যাচ।

FB_IMG_1704475541709.jpg
Indian Cricket Team

আর কেপটাউনে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে ৫৫ রানেই সব উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর ভারতের প্রথম ইনিংসে ১৫৩ রান করে ৯৮ রানের লিড পায় ভারত। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রান করে ভারতকে ৭৯ রানের টার্গেট দেয়। এত কম রানের টার্গেট ভারতের জেতার জন্য অনেক সাহায্য করে। আর এই ৭৯ রানের টার্গেটে ব্যাট করছে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।

কেপটাউনে এই উইকেট মাঠটা ছিল বোলারদের জন্য স্বপ্নের মত মাঠ। বোলাররা অনেক বেশি সুবিধা পেয়েছে। টেস্ট ফরমেটের ক্রিকেটে মাত্র ২৩ ওভার ২ বলে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচের প্রথম ইনিংসে ভারতের হয়ে একাই ৬ উইকেট তুলে নেয় মোহাম্মদ সিরাজ। ৯ ওভারে ১৫ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন তিনি। আর ৮ ওভারে ২৫ রান খরচ করে ২ উইকেট তুলে নেয় জাসপ্রিত বুমরাহ। আর ২ ওভার ২ বলে শূন্য রান খরচ করে ২ উইকেট তুলে নেয় মুকেশ কুমার।

ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৫ বলে ১৫৩ রানে সব উইকেট হারায় ভারত। আর ভারতের প্রথম ইনিংসে রোহিত শর্মা, সুবমান গিল, ভিরাট কোহলি ও কে এল রাহুল বেতিত আর কারো ব্যাট থেকে কোনো রানই আসে নি। ভারতের প্রথম ইনিংসে ৫০ বলে ৩৯ রান করেন রোহিত শর্মা, ৫৫ বলে ৩৬ রান করেন সুবমন গিল, ৫৯ বলে ৪৬ রান করেন ভিরাট কোহলি আর ৩৩ বলে ৮ রান করেন কে এল রাহুল। আর বাকিদের রানের খাতা শূন্য। ১৫৩ রানের সময় একসাথে ৬ উইকেট হারায় ভারত।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হতে ১১ ওভার ৫ বলে ৩৮ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন কাগিসো রাবাদা। ৬ ওভারে ৩০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেয় লুঙ্গি এনগিদি। আর আট ওভারে ৪২ রান খরচ করে তিন উইকেট তুলে নেয় নান্দ্রে বার্গার। আর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম এর একার ১০৬ রানে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৭৬ রান। ৩৬ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। আর বাকিদের রানের খাতা ছিলো এককের ঘরে। আর বল হাতে ভারতের দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট তুলে নেন জাসপ্রিত বুমরাহ। ১৩ ওভার ৫ বলে ৬১ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন তিনি। ১০ ওভারে ৫৬ রান খরচ করে দুই উইকেট তুলে নেয় মুকেশ কুমার।

আর দক্ষিণ আফ্রিকার দেওয়া ৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ২৩ বলে ২৮ রান করেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ২২ বলে ১৭ রান করেন রোহিত শর্মা, ১১ বলে ১০ রান করেন সাবমান গিল, ১১ বলে ১২ রান করেন ভিরাট কোহলি, ৬ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন শ্রেয়াস আইয়ার। এই ম্যাচের ম্যাচ সেরা হন মোহাম্মদ সিরাজ। আর সবশেষে মাত্র ৩ উইকেট হারিয়ে ১২ ওভারেই জয় তুলে নেয় ভারত। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।



0
0
0.000
0 comments