জাতীয় দলে অনিশ্চিত বিরাট কোহলির ভবিষ্যৎ

avatar
(Edited)

বিরাট কোহলি নামটা শোনালেই যেন মনে হতো ক্রিকেট বিশ্বের সব বোলারদের শাসন করা এক মহান ব্যাটসম্যানের নাম। ২২ গজে নামলেই সুন্দর সুন্দর শট খেলে রানের পর রান করেও ক্লান্ত না হওয়া এক বীর সৈনিক৷ আর এভাবেই প্রায় অনেক বছর ধরেই বিশ্ব ক্রিকেটে রাজত্ব করে আসছিলেন তিনি।

ব্র্যান্ড ব্যালু খেতাব রেকর্ড সব কিছুই যেন বিরাটের পিছনে ছুটতো। ক্রিকেট বিশ্বের এমন কোনো ক্রিকেট প্রেমী নেই যে বিরাট কোহলির ক্রিকেট রাজত্ব করার গল্প শোনেনি। ক্রিকেটর সব ফরমেটেই নাম্বার ওয়ান ব্যাটসম্যানের খেতাব অর্জন করেছে অনেক বারেই। এমন কি পয়েন্ট রেটিং এর তার ধারে কাছেও কেউ থাকতে পারতেন না।

ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির পর সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে তার দেশেরই সর্তীত সর্ব কালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেডুলকার কেও ছাড়িয়ে যাবেন সেসব কথাও শোনা যেত বিশ্ব ক্রিকেটের চারপাশে। শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি করা অসম্ভব বিশ্ব রেকর্ডটিও ভেঙ্গে দিবে বিরাট কোহলি সেসবও ক্রিকেট পাড়ায় বলাবলি হতো।

আর সেই বিরাট কোহলিই আজকে ক্রিকেটর ২২ গজে অসহায় হয়ে পড়েছেন। প্রায় তিন বছর ধরে দেখা পাচ্ছেন না কোনো তিন অংকের ম্যাজিক ফিগার। বিরাট কোহলির নামের পাশে প্রায় তিন বছর ধরে কোনো সুবিচারেই করতে পারতেছেন না। ২২ গজে যেন নিজকে হারিয়েই ফেলেছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে ও টি টোয়েন্টিতে কোনো ফরমেটে থাকছেন না বিরাট কোহলি। এই সিরিজে সবগুলো ম্যাচ থেকে বিশ্রাম নিয়েছেন তিনি।

ধারাবাহিক ব্যর্থতায় বিরাট কোহলির সামনে দলে ঠিকে থাকায় এখন কঠিন হয়ে পড়েছে। আসন্ন সামনে টি-টুয়ান্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নিজেদের দেশেই। সেই বিশ্বকাপে দলে থাকাও যেন কঠিন হয়ে পড়েছে। সাম্প্রতিক ইংল্যান্ডের সাথে বাজে খেলায় সেই খবর আরো জোড়ালো হয়েছে।

ইন্ডিয়ার সাবেক খেলোয়াড় কপিল দেব, অজয় জাদেজার মতো আরো সাবেক খেলোয়াড়রাও আসন্ন বিশ্বকাপে বিরাটের থাকা নিয়ে প্রশ্ন তুলেছে৷ কিন্তু বিরাটের সেই দূর্দিনে পাশে দাড়িয়েছেন তারই জাতীয় দলের সর্তীত রোহিত শর্মা। অথচ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিলো বিরাট - রোহিতের সম্পর্কের ফাটলের কথা৷ এমন কি বিরাটের জন্যই টেস্ট খেলেন না রোহিত শর্মা সেটাও অনেকে জেনে থাকেন।

কিন্তু সেই বিরাট কোহলি পাশেই এখন রোহিত শর্মা দাড়িয়েছেন। তিনি বলেছেন "প্রত্যেক ক্রিকেটারে ভালো খারাপ সময় আসে। তাতে সেই ক্রিকেটারে মান নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।একজন ক্রিকেটার এত বছর ধরে ভালো খেলছেন আর কয়েক টা সিরিজ খারাপ খেললই সে খারাপ ক্রিকেটার হয়ে যায় না। কোহলির অতীতের খেলা আমাদের ভুলা উচিত নয়"।

তার পরেও বিশ্বকাপে দলে জায়গা পাবেন কিনা সেটা অনিশ্চিতেই থেকে যায়। কিন্তু তার পরেও আমি ব্যাক্তিগত ভাবে চাইবো বিরাট কোহলি মত ব্যাটসম্যান যেন বিশ্বকাপ দলে থাকেন। এবং ধারাবাহিক পারফরম্যান্স করে তিনি আগের মতো ফিরে আসেন।

Virat_Kohli_10-1-1.jpeg
IMG



0
0
0.000
0 comments