টি টোয়েন্টি ফরমেটের নতুন অধিনায়ক সাকিব আল হাসান।

avatar

বাংলাদেশ দলের টি টোয়েন্টি ফরমেটে নতুন অধিনায়ক সাকিব আল হাসান। সামনে এশিয়া কাপ, নিউজিল্যান্ডের ট্রাইনেশন সিরিজ ও টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে নিয়ে নানা তর্ক বিতর্কের পর অধিনায়কত্ব দেওয়া হলো এই বিশ্ব সেরা অল রাউন্ডারকে। একটা জুয়া প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার কথা ছিল তার। পরে বিসিবি এর নির্দেশে তিনি সেখান থেকে ফিরে আসেন। বিশ্ব সেরা অলরাউন্ডার এর কাছে থেকে এরকম ঘটনা সত্যি দুঃখজনক।

এই বছর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ। এই বছর আগস্ট মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ ২০২২ আসর। এই আসর ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০২০ সালে করোনার কারণে পিছিয়ে দেওয়া হয় ২০২১ সালে। সেই করোনার কারণে আবার সেটা পিছিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এইবারের এশিয়া কাপের ১৫ তম আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল এবারের এশিয়া কাপ শ্রীলংকায় অনুষ্ঠিত হবে। কিন্তু শ্রীলংকার অর্থনৈতিক সমস্যার কারণে সেখানে অনুষ্ঠিত হবে না। এশিয়া কাপ প্রতি বছর ওয়ান ডে অর্থাৎ ৫০ ওভারের খেলা হলেও এবারের আসর হবে টি টোয়েন্টি ফরমেটে।

এশিয়া কাপের পরপরই আবার অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ সালের ১৬ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম তম আসর। মূলত এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালে। সেটাও এই করোনা মহামারীর কারণে পিছিয়ে দেওয়া হয় ২০২২ সালে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে।

এদিকে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিবি। আজকে ১৭ জনের একটা দল ঘোষণা করেছে বিসিবি। ১৭ জনের স্কোয়াডে রয়েছে এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ,আফিফ হোসাইন, মিসাদ্দেক হোসাইন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সাব্বির রহমান, মাসুম, পারভেজ হোসাইন ইমন, নুরুল হাসান, ইবাদত হোসাইন।

প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফিরছেন সাব্বির রহমান। বাংলদেশ দলের এক মাত্র হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন তিনি। অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে ছিটকে পরেন তিনি। ঘরোয়া লীগে ভালো পারফর্ম করে আবার দলে ফিরছেন সাব্বির রহমান। বাংলাদেশ দলের টি টোয়েন্টি ফরমেটে যে নাজেহাল অবস্থা সেটা কাটিয়ে উঠতে দরকার হার্ড হিটার ব্যাটসম্যান। সেই ক্ষেত্রে সাব্বির রহমান কে দলে জায়গা দিলে খুব একটা খারাপ হবে না, বরং টি টোয়েন্টি ফরমেটে জন্য এটা একটা ভালো সিদ্ধান্ত বিসিবির। আবার এদিকে ইনজুরির কারণে দল থেকে ছিটকে পরা সাইফুদ্দিন আবার দলে ফিরছেন এশিয়া কাপে।

বাংলাদেশের টি টোয়েন্টি ফরমেটে যে খরা চলতেছে এটা থেকে দ্রুত বেরিয়ে আসা জরুরি। এটার জন্য বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তন আনা জরুরি। আর বাংলাদেশের ক্রিকেটারদের আরো পরিশ্রমী ও পাওয়ার হিটিংয়ে আরো বেশি মনোযোগী হতে হবে। টি টোয়েন্টি ফরমেটে সাকিব আল হাসান অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। অধিনায়ক হিসেবে তিনি অনেক ভালো কিছু উপহার দিবেন বাংলাদেশ দলকে এটাই আশা করি।

FB_IMG_1660410854030.jpg
IMG



0
0
0.000
0 comments