মেসির ৩৬ তম জন্মদিন।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রসারিও শহরে জন্ম হয় এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির। আজকে ২০২৩ সাল ২৪ জুন লিওনেল মেসির ৩৬ তম জন্মদিন। এই ৩৬ বছর বয়সে তার রয়েছে ফুটবল দুনিয়ার ব্যাপক অর্জন। কি নেই তার এই ফুটবল ক্যারিয়ারে? স্প্যানিশ লীগের বার্সেলোনার হয়ে জিতেছেন ১০ টি লা লিগা শিরোপা, ৭ টি স্প্যানিশ কোপা দেল রে মুকুট এবং ৪ টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তার ঝুলিতে রয়েছে সাতটা ব্যালন ডি 'অর পুরস্কার, বিশ্বকাপে দুইবার জিতেছেন গোল্ডেন বল। এ ছাড়াও ফিনালোসিমা, কোপা আমেরিকা , বিশ্বকাপ কি নেই তার ঝুড়িতে?সেরাদের সেরা হওয়ার জন্য একে একে ভেগেছে সব বিশ্বসেরা খেলোয়াড়দের বিগত সব রেকর্ড।
মেসিকে নিয়ে আসলে কিছু বললে সেটা শেষ করা যাবে না। মেসির এই আকাশচুম্বী জনপ্রিয়তা ও সেরা দের সেরা হয়ে ওঠা, সর্বকালের সেরা খেলোয়াড় হয়ে ওঠা, কোটি কোটি ফুটবল ভক্তদের মন জয় করে নেওয়া এমনি এমনি হয় নি। তার নান্দনিক বাঁ পায়ের কারুকাজ, ক্ষিপ্রতা, অসাধারণ ড্রিবলিং, বাঁ পায়ের সেই বাঁকানো ফ্রী কিক পুরো ফুটবল বিশ্বের ফুটবল সাপোর্টাদের বাধ্য করেছে মেসিকে ভালোবাসতে।
অনেক দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেন এই ফুটবল যাদুকর। ছোটবেলা থেকেই ফুটবল ছিল যেনো তার দুই পায়ের আয়ত্বের মধ্যে। মাত্র নয় বছর বয়সে তিনি সর্কেলো ফুটবল ক্লাবে যুক্ত হন তিনি। তখন থেকেই তিনি ফুটবলকে এমন ভালো আয়ত্ব করে ফেলেন যে সারা মাঠে বেশির ভাগ সময়ই বল থাকতো মেসির পায়ে। অনেক ভালো খেলতে খেলতে মাত্র ১১ বছর বয়সে তার একটা কঠিন রোগ ধরা পড়ে। গ্রোথ হরমোন দেফিসেন্সি নামের এই রোগের কারণে প্রতি মাসে অনেক টাকার ইঞ্জেগশন দিতে হয়। যেটা তার পরিবারের জন্য অনেক কষ্টকর ছিল। এবং তার ফুটবল খেলার বিপর্যয় ঘটে।
কিন্তু তখন বার্সেলোনা ক্লাব থেকে তার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যায় যে, তারা মেসির সকল ট্রিটমেন্টের খরচ বহন করবে এবং সে জন্য তাকে বার্সেলোনার হয়ে খেলতে হবে। তখন মেসির পরিবার তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর থেকেই বদলে যায় লিওনেল মেসির ক্যারিয়ার।
আজকে মেসির ৩৬ তম জন্মদিন যতটা না আনন্দের তার থেকে বেশি মন খারাপের মনে হচ্ছে। কারণ হয়তো এই ফুটবল জাদুকরের রাজত্ব আর বেশি দিন দেখা যাবে না ফুটবল মাঠের সবুজ গালিচায় । এবারের ২০২২ বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ,পরের বিশ্বকাপেই আমরা আর দেখতে পারবো না বিশ্বসেরা এই ফুটবল তারকাকে। ফুটবল বিশ্বের জীবন্ত এক প্রাণ যেনো এই লিওনেল মেসি। তিনি ফুটবল কে বিদায় দিলে ফুটবল বিশ্ব যেনো হারাবে তার জীবন্ত প্রাণ।