অবশেষে টাইগারদের সস্তির জয়।

শেষ হলো বাংলাদেশ আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে নিয়েছে আফগানরা। আফগানদের সাথে ওয়ানডেতে এই প্রথম সিরিজ হারলো বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে শেষ ম্যাচ টা জিতে হোয়াইট হাউস এর লজ্জা থেকে বাঁচালো টাইগাররা। তবে সেটা বিশাল ব্যবধানেই জিতেছে লিটনের দল। সিরাজ হারার পরেও টাইগারদের কাম ব্যাক করা আর যাই হোক তাদের মনবলকে অনেকটাই বাড়িয়ে তুলবে।

FB_IMG_1689143746255.jpg
Img

গতকালের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলেছেন মোহাম্মদ নাইম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম। বাংলাদেশ দলের পরিবর্তন আনা হয়েছে তিন জনের তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম। বাদ পড়েছেন ইঞ্জুরিতে পড়া ইবাদত হোসাইন, মোস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদ।আফগানিস্তান দলের হয়ে খেলেছেন রাহমানুল্লাহ গুরবাজ , ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি , মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আবদুল রহমান, জিয়া-উর-রহমান।

শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান দল। ব্যাটিং করতে নেমে শুরুতেই ৩ রানে ২ উইকেট হারায় আফগানরা। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় আফগানিস্তান দল। ব্যাট হাতে ৫৪ বলে ২২ রান করেন হাশমতুল্লাহ শহীদী আর আজমতুল্লাহ ওমরজাই করেন ৭১ বলে ৫৬ রান। বাংলাদেশের ফাস্ট বোলারদের বোলিং দাপটে ব্যাট হাতে দাড়াতেই পারে নি আফগান ব্যাটসম্যানরা। দুর্দান্ত বোলিং করে ৯ ওভারে ৪ উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। বল হাতে ৮ ওভার ২ বলে ২ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম অনেক ভালো বল করেন। সাকিব আল হাসান ১০ ওভারে ১৩ রান দিয়ে উইকেট পান ১ টি। আর তাইজুল ইসলাম ৯ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেট পান ২ টি। ৪৫ ওভার ২ বল শেষে আফগানিস্তানের ১০ উইকেট হারিয়ে রান এর সংগ্রহ দাড়ায় ১২৬।

FB_IMG_1689143814258.jpg
Img

এরপর ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নামে টাইগাররা। টাইগারদের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৩ ওভার ৩ বলেই জয় তুলে নেয় লিটন, সাকিবরা। মাত্র ৩ উইকেট হারিয়ে ১২৯ রান তুলে নেয় টিম টাইগারস। মোহাম্মদ নাঈম ছাড়া সবাই ভালো রান করেন। শুরুতে ওপেনিং এ নেমে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন লিটন দাস। ৬০ বলে ৫৩ রান করে ওডিআই করিয়ারের ১০ম ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটসম্যান। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও ভালো খেলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৩৯ বলে ৩৯ রান করেন তিনি। আর ১৯ বলে ২২ রান করেন তাওহীদ হৃদয়। এই নিয়ে শেষ ওয়ানডেতে জয় এর দেখা পেলো টিম টাইগারস। এখন সামনে রয়েছে বাংলাদেশ আফগানিস্তানের টি টোয়েন্টি সিরিজ। এখন দেখার অপেক্ষা কি হয় এই টি টোয়েন্টি সিরিজে। শুভ কামনা রইলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, ভালো কিছু হবে এটাই আশা করি।



0
0
0.000
0 comments