আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি উন্মোচন

avatar

সামনে আসছে কাতার বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের আমেজ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পরেছে। পুরো কাতার যেন সেজেছ ভিন্ন রূপে। পুরো বিশ্বকে জানান দিতে তৈরি করেছে অসম্ভব সুন্দর সুন্দর সব স্টেডিয়াম। যেগুলো সারা বিশ্বের নজর কেড়েছে।

পুরো পৃথিবীতে মানুষ বসবাস করে প্রায় ৭০০ কোটি মানুষের মত। কিন্তু এই ৭০০ কোটি মানুষের মধ্যে প্রায় ৫০০ কোটি মানুষেই নাকি কাতার বিশ্বকাপ দেখবেন। যা ফুটবল ইতিহাসে আর কখনো ঘটেনি। যা কয়েক দিন আগে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রেসিডেন্ট বলেছিলেন৷ অসম্ভব একটা বেপার না? তাহলে বুঝতেই পারছেন ফুটবলের প্রতি মানুষের অধীর আগ্রহ আকাঙ্খার কোনো কমতি নেই।

FB_IMG_1657532878745.jpg
IMG

আর সেই দলটাতে যদি আর্জেন্টিনার হয় তাহলে পুরো বিশ্ব জুড়েয়ই তো আলোড়ন হবেই। কেননা এই দলটা তে যে খেলেন সর্ব কালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আর সেই মেসিকে ঘিরেই আর্জেন্টিনা বিশ্বকাপের সোনালী ট্রফিটা নিজের করে নেওয়ার স্বপ্ন দেখছেন।

এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দলগুলোর মধ্যে একটি হল আর্জেন্টিনা। আর মেসি থাকার কারনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবেই পরিচয় পায় আর্জেন্টনা। সেই দলটার ২০২২ কাতার বিশ্বকাপের জন্য এই তো গত ৮ই জুলাই তাদের জার্সি উন্মোচন হয়। আর সেই জার্সি নিয়ে সারা বিশ্ব জুড়ে আলোড়ন ছড়িয়ে পরে। এবং জার্সি টিও আর্জেন্টিনা সমর্থকদের মন জয় করে নিয়েছে।

গত ৮ ই জুলাই যখন আর্জেন্টিনা অফিসিয়াল পেজে জার্সিটা খেলোয়াড়দের বিভিন্ন ফোটোসোটের মাধ্যমে প্রকাশ পায় তখন থেকেই জার্সিটি সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়, মানে অনেক জনপ্রিয়তা পায়। এবং জার্সি নিয়ে বিভিন্ন পেইজ এবং ব্যাক্তিগত আইডিতে পোস্টের ছড়াছড়ি শুরু হয়। আর্জেন্টিনা সমর্করা স্বপ্ন দেখতেও শুরু করছেন যে এই জার্সিটিই আর্জন্টিনার এত বছর বিশ্বকাপের আক্ষেপ দুর করবে।
জার্সি টা ব্যাক্তিগত ভাবে আমারো অনেক পছন্দ হয়েছে। আমিও এই রকম জার্সি কয়েক দিনের দিনের মধ্যে কিনে নিবো ইনশাআল্লাহ।

FB_IMG_1657532889877.jpg
IMG

জার্সির ডিজাইন দেখে লিওনেল মেসি ও অনেক খুশি হয়েছেন। তিনি বলেছেন " নতুন জার্সিটা আমার খুব পছন্দ হয়েছে। আমার জার্সির পিছনের বিবরণ টা আমার বেশী পছন্দ হয়েছে। প্রতি বারের মত এবারো আমাদের গর্ব ও আবেগ নিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পড়তে যাচ্ছি । আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা"। জার্সি উন্মোচন অনুষ্টানে লিওনেল মেসি সেগুোলই বলেছেন ছিলেন।

এই জার্সিটি ২০১৪ বিশ্বকাপের জার্সির সাথে অনেক টা মিল রয়েছে। সেই জার্সির সাথে আংশিক কিছু পরবর্তন রয়েছে। আকাশী-নীলের সাথে সাদা আর সামান্য কালো রঙের সংমিশ্রণ ঘটিয়েছে। ২০১৪ সালে নীলের জায়গায় টি একদম প্লেইন কালার কিন্তু এবার সেখানে কিছুটা ডোরাকাটা ব্যবহার করা হয়েছে। এবং জার্সির পিছনের অংশে আর্জেন্টিনার পতাকার ন্যায় সেখানে সূর্যের যে প্রতিক টি ছিলো সেটাও ব্যবহার করা হয়ছে। তবে হাতের অংশে কিছুটা কালো ব্যবহার করা হয়েছে৷

FB_IMG_1657533772098.jpg
IMG

এই তিন কালারের সংমিশ্রণে আর্জেন্টনার সেই এতিহ্যবাহী জার্সি উন্মোচন হয় ৮ ই জুলাই। বিশ্বকাপের এই জার্সিটি আর্জেন্টিনার হোম কিট। এই জার্সি পরে আর্জেন্টিনা নতুন এক ইতিহাসের সাক্ষী হবেন বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেটায় আর্জেন্টিনা সমর্থকদের আশা। শুভকামনা রইলো আর্জেন্টিনার জন্য।



0
0
0.000
0 comments