এ যেন 90 দশকের একটি ক্রিকেট টিম ,

avatar


image.png
source

বর্তমান যামানায় 2022 সনে এরকম ক্রিকেট খেলাটা আসলেই একটু হাস্যকর কিংবা লজ্জাস্কর ব্যাপার হতে পারে ।দিনকে দিন ক্রিকেট একটু অন্য পর্যায়ে চলে গিয়েছে এই খেলাটি এখন বর্তমানে শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় ।

90 দশকের ক্রিকেট ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী সেখানে খেলার মান ছিল অন্যরকম যেখানে 50 ওভারে ২১০অথবা২২০ অনেক ভালো রান নযেটা একটি টিমকে যে তার জন্য খুব বড় ধরনের সংগ্রহ ।যদি বলি বাংলাদেশ ক্রিকেটের কথা তাহলে ধরুন না ৯০দশকে বাংলাদেশ ক্রিকেট টিম ১২০রানের টার্গেট দিয়ে বিশ্বের সব দেশের ক্রিকেটারদের নাস্তানাবুদ করত ।

সেসময় বাংলাদেশ নেশনাল ক্রিকেট টিম ব্যাটসম্যান যদি সাপোর্ট না দিতে পারতো তাহলে বোলাররা খুব বড় ধরনের সাপোর্ট দিতো কিংবা অসাধারণ প্রদর্শন করত ।এবং সে ক্রিকেটটা দেখতে অনেক তৃপ্তি পেতাম যে বাংলাদেশে তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ অনেক উন্নতি করবে ।

কিন্তু যখন২০২২ অনেক দিন পেরিয়ে গিয়েছে তবে আজও কেন বাংলাদেশ ক্রিকেটের এ এত অধঃপতন ,ক্রিকেট যেহেতু আমাদের প্রাণের খেলা হয়ে উঠেছে দেশের প্রত্যেকটি আনাচে-কানাচে প্রত্যেকটি জায়গায় ক্রিকেট নিয়ে সমালোচনা আলোচনা হতেই থাকে কারণ সবারই অনেক আশা জেগে আছে এ ক্রিকেট ঘিরে ।


image.png
source

যখন কোন বাংলাদেশের সাথে কোন দেশে খেলা হয় তখন দেখা যায় আমাদের দেশের জনগণের ব্যাপক ইচ্ছা ক্রিকেট কে ঘিরে কিন্তু কেন বাংলাদেশ ক্রিকেট এত অধঃপতনে দিকে যাচ্ছে সরকার থেকে শুরু করে আইসিসি পর্যন্ত অনেক টাকা বাজেট হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং বিশ্বের দামি দামি কোচ দিয়ে তাদেরকে শেখানো হয় কিন্তু আদৌ কি করতে পেরেছে দেশকে আজ পর্যন্ত তারা কয়টি কাপ এনে দিয়েছে এ প্রশ্নটা আজ করা যেতে পারে ,

image.png
source

বিশেষত একথাটা ওঠার কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে জিম্বাবুয়ে সফরে আছে বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট কোন দেশের সাথে ভালো ক্রিকেট খেলে না কিংবা পয়েন্ট টেবিলের দরকার হয় তখন তাদের দুঃসময়ের বন্ধু হিসেবে জিম্বাবুয়ের সাথে খেলে এবং সেখানে তারা পয়েন্ট সংগ্রহ করে কিংবা কাপ সংগ্রহ করে নিয়ে আসে কিন্তু আজ বর্তমান ক্রিকেট টিম বাংলাদেশকে হোয়াইটওয়াশ এর দিকে নিয়ে যাচ্ছে এর জন্য আপনি কাকে দায়ী করবেন ?

কথাটি অযৌক্তিক না সম্পূর্ণভাবে কথাটির সত্যতা আছে কারণ বিসিবি তাছাড়া ভাব আছে বিসিবি সবসময় কোনো না কোনো অজুহাতে নিজেদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করে এবং প্লেয়াররা বিসিবির সিদ্ধান্তের বাইরে কোনভাবেই যায় না সেটা যাই হোক না কেন খেলার মাঠে খেলতে হবে কিন্তু সেখানে আদৌ কি আমাদের প্লেয়াররা নিজেদেরকে সম্পূর্ণরূপে কোন সময় কি মেলে ধরতে পারে ,

সেটার উচিত জবাব দিয়ে দিয়েছে এই সিরিজে এক সিকান্দার রাজাকে ঠেকাতে পারেনি বাংলাদেশযার কারণে খুব বাজে ভাবে হারতে হয়েছে বাংলাদেশকে ,খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু খেলার মধ্যে তো পার্থক্য আছে ভালো খেলে হারলে তাতে কোন আফসোস হয়না কিন্তু বাজেভাবে খেলে একটি বাজে প্রেজেন্ট করে পুরো দেশকে ডুবিয়ে দেয়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না ।

জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় ম্যাচটিতে ব্যাটসম্যানরা যেমন দেখিয়েছে তাদের দক্ষতা তেমন বলার দেখিয়েছে তাদের দক্ষতা একটু করুনার ছলে বললাম কারণ এই দিন বাংলাদেশের ব্যাটসম্যানরা খুবই নিম্নমানের ব্যাটিং করেছে এবং বোলাররা খুবই বাজে বোলিং করেছেন এবং ফিল্ডিং বলতে গেলে নিজের কাছে অবাক লাগে যে ২০২২ সালে আইসিসির কোন ক্রিকেট টিম এত বাজে ফিলিং করেনা ।

কারণ বিল্ডিং এর উপরে পুরা খেলার হারজিত নির্ভর করে আর সেটার প্রমাণ বাংলাদেশ দিয়েছে ক্যাচ মিস করি পুরা খেলাকে উল্টিয়ে দিয়েছে এবং সাথে হারের স্বাদ গ্রহণ করেছে । বলতে গেলে অনেক কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এভাবে ক্রিকেট খেললে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটার জবাব এখন পর্যন্ত আমার জানামতে কেউ দিতে পারেনি না বিসিবি না প্লেয়াররা ।

বর্তমান যামানায় যে ক্রিকেট খেলাটি হচ্ছে তার থেকে আমাদের ৯০ দশকের যেসব প্লেয়ার ক্রিকেট খেলেছে তারা অনেক প্রশংসনীয় , প্রশংসা একটি ম্যাচ থেকে হয় না সবকিছু মিলিয়ে কথাটি বললাম ।

যাই হোক দোয়া করি বাংলাদেশ যেন জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ যেন না হয় শেষ ম্যাচটি যেন জেতার সাদ পায় এবং নিজেরা যেন নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে ।



0
0
0.000
1 comments