সাদিও মানে একজন ফুটবলার ও তার অবদান

avatar


image.png
source

আমরা মানুষ জাতি সবাই সবক্ষেত্রেই ছোটবেলা থেকেই একটি উপমা শুনে আসি ।সেটা ছেলে হোক আর মেয়ে হোক ,ভালো পড়াশোনা করতে হবে ভালো চাকরি করতে হবে ভাল ক্যারিয়ার গড়তে হবে ।ভালো চাকরি অথবা ক্যারিয়ার মানে বোঝাতে চেয়েছি টাকা-পয়সা কামানো বোঝানোর চেষ্টা করেছি ।

এই পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন সেখানে সে দেশের টাকার মান তাকে বিবেচনা করে সে উচ্চবিত্ত ,নাকি মধ্যবিত্ত নাকি নিম্নবিত্ত ,সবাই মোটামুটি টাকার পিছে নিজেকে উজাড় করে দৌড়াতে থাকে যেন সে টাকা পয়সা কামাই করে নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে পারে ।পরিবর্তনটা বেশিরভাগ মানুষ তার অতীতকে ভুলে যায় কিংবা সময়ের সাথে সাথে সে অতীতকে পুরোপুরিভাবে ভুলে যায় ।

অর্থ আভিজাত্য যে কোন মানুষকে অন্য একটি দ্বারপ্রান্তে নিয়ে যায়,আপনি একটু খেয়াল করে দেখবেন আমার বলা কি ভুল হয়েছে কিনা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাকে বললাম ,যার অর্থ আছে তার ভিতর অহংকার আছে এটা নির্ভর করে তারা অর্থের পরিমাণ এর উপরে


image.png
source

পৃথিবীতে খুব কম মানুষই আছে যার অর্থ আছে কিন্তু নিরহংকার এই ধরনের মানুষের সংখ্যা আমার জানামতে খুবই কম নেই বললে ভুল হবে ।সাফল্য খ্যাতি আর অর্থ যখন মানুষের জীবন ভরে যায় অতীতকে পুরোপুরিভাবে ভুলে যান এই ভুলটা কেউ ইচ্ছা করে করেন কেউবা অনইচ্ছা করেই করেন

,আজকে আমি এমন একজনের কথা বলব যেটা আমাকে বলার জন্য নিজের কাছেই গর্বিত মনে হয়েছে্‌ ,কারণ যে অভাব দেখেছে যে অনাহারে দিন কাটিয়েছে তাদের কাছে যদি সাফল্য আভিজাত্য খ্যাতি টাকা-পয়সা মোটকথা সবকিছু তার কাছে ভরপুর হয়ে গিয়েছে তাহলে তো সে আর তার অতীতে কোনো ধরনের ব্যাখ্যা দিতে চাইবেন না কিংবা কোনভাবে মনে রাখতে চাইবেন না

যে সে কিভাবে কষ্ট করেছেন একটা সময় কতটা অনাহারে দিন কাটিয়েছে্‌ ,কিন্তু আমি এমন একজন কে দেখেছি যে তার দারিদ্র্যকে কিংবা কষ্টকে আজও ভুলেন নাই কিংবা ভোলার চেষ্টাও করেন নি সে আর কেউ নন সে একজন সেনেগাল এর ফুটবলার সাদিও মানে ।ফুটবল তাকে অনেক টাকা দিয়েছে এই ফুটবল তাকে তার জীবন পরিবর্তন করার পেছনে পুরোপুরি অবদান রেখেছে ।

বাংলা টাকায় চার শত কোটি টাকার উপরে তাকে একটি ফুটবল টিম কিনে নিয়েছে ,যার কাছে এত টাকা রয়েছে তাহলে তো তার জীবনে ব্যবহারের জিনিসপত্র হতে পারে সেটা গাড়ি বাড়ি কিংবা দামি ঘড়ি কিংবা ফোন তাইনা আমরাতো হলেও হয়তোবা তাই করতাম কিন্তু এত টাকা থাকার পরও সাদিও মানে তার জীবনে একটু হলেও পরিবর্তন করার চেষ্টা করেননি তিনি কষ্টটাকে পুরোদমে মনে রেখেছেন ।

কয়দিন আগে নেট দুনিয়ায় তার একটি ছবি খুব ভাইরাল হয় সেখানে দেখা যায় তার হাতে একটি ভাঙা ফোন তখন নেট দুনিয়ায় তাকে নিয়ে অনেক সমালোচনার ঝড় ওঠে কেন তার হাতে একটি ভাঙা ফোন ,তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে আপনি একটি ভালো ফোন ব্যবহার করতে পারেন কিন্তু করেন না কেন ?


image.png
source

তার উত্তরে তিনি যা বলেছেন তা পুরা সাংবাদিকসহ পুরো দুনিয়ার যত জনি এই কথাটা শুনেছেন তাদের সবাইকে হতবাক করে দিয়েছে তিনি উত্তর দিয়েছেন তিনি চান তার আশেপাশের মানুষজন এজন্য তার সাফল্য কে ভোগ করেন সে চাইলে একটি দামি ফোন কিনতে পারে কিন্তু সে তা না কিনে সে তার দেশের দরিদ্র অসহায় গরীব মানুষের পাশে সবসময় দাঁড়াতে চান

।যার কারণে উনি একটি দামি ফোন কিনার বাদ দিয়ে ওই টাকা দিয়ে একটি অসহায় দরিদ্র পরিবারকে সহায়তা করতে চান ,আপনারাই বলুন বন্ধুরা একটি মানুষ কত বড় মনের মানুষ হলে এই ধরনের কথা চিন্তা করতে পারে ,তিনি আরো বলেছেন সাংবাদিকদের আমি চাইলে একটি বিমান কিনতে পারি দশটি ঘড়ি কিনতে পারি দশটি ফোন কিনতে পারি

কিন্তু কিনে কিলাভ একটা সময় আমি অনাহারে দিন কাটিয়েছি মাঠে কাজ করেছি অনেক ধরনের কাজ করেছে অনেক কষ্ট করেছি আমি ভুলে যাইনি তাই আমি চাই আমার যতটুক কামাই হবে ততটুকু দিয়ে যেন অন্য মানুষের উপকার করতে পারি ।সাদিও মানে যতটুকু আয় করেছেন তার বেশিরভাগ তার দেশের সেনেগাল উন্নয়নের জন্য চেষ্টা করে গিয়েছেন তার টাকা দিয়ে তার গ্রামে একটি হাসপাতাল একটি আধুনিক স্কুল যে স্কুলের সব ধরনের সুবিধা আছে মানে ইন্টারনেট হতে কম্পিউটার উন্নত শিক্ষার জন্য যাবতীয় যা প্রয়োজন শুধুতাই করেননি খেলার মাঠ এবং বিভিন্ন সংগঠনের টাকা দিয়ে থাকেন ।

বর্তমান যুগে এরকমভাবে কয়জন দরিদ্রতা আগে আসে তাকে দেখে ভাগা ভাগা যারা আছেন তাদের শিক্ষা নেয়া উচিত ,চাইলেই একটি মানুষের দ্বারা দশটি মানুষের উপকার করা সম্ভব সেটা বুঝিয়ে দিয়েছেন সেনেগালের সেই প্লেয়ার ।ফুটবল খেলা শুধু নিজের ক্যারিয়ার তৈরি করেননি ক্যারিয়ার গড়ে দিয়েছেন তার সেনেগালের সে গ্রামের ।যে গ্রামে তার জন্ম ,তার বাবা হিসেবে বিনা চিকিৎসায় মারা গিয়াছেন সে ভোলেননি অন্যজন বিনা চিকিৎসায় নামরে যার কারণে উনি তার গ্রামে একটি উন্নত মানের হাসপাতাল তৈরি করেছেন ।সেলুট জানাই তাকে ।



0
0
0.000
1 comments
avatar

Congratulations @mofijul! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You received more than 700 upvotes.
Your next target is to reach 800 upvotes.
You got more than 50 replies.
Your next target is to reach 100 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Our Hive Power Delegations to the June PUM Winners
Feedback from the July 1st Hive Power Up Day
The 7th edition of the Hive Power Up Month starts today!
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000