বাংলাদেশ ক্রিকেটের আরেকটি দুর্দান্ত জয়

avatar


image.png
source

প্রসঙ্গ টা যখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসে , তখন প্রত্যেকটি মানুষের অনুভূতির নাড়া দেয় কারণ বাংলাদেশ ক্রিকেট খেলা প্রত্যেকটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ।এখানে এটা না বললেই নয় যে ক্রিকেট ভালো বাসেনা বাংলাদেশের খুব কম মানুষই আছে ।

বাংলাদেশ ক্রিকেটে কিছু বড় বড় অঘটন ঘটে গেছে বিগত কয়েক দিনেই ,তার জন্য সবার চোখ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে এবং বর্তমানে যারা খেলোয়াড় আছেন তাদের ওপর , শুধু তাই না তাদের সাথে জড়িত আছে সবারই আবেগ তার জন্যই ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ ।

বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম জিম্বাবুয়ের সাথে টি 20 সিরিজ চলিতেছে এই প্রথম নুরুল হাসান সোহান এর অধিনায়ক হিসেবে তার অভিষেক হয়েছে , এবং প্রথম ম্যাচেই বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছে যেটা বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে খুব হইচই পড়ে গিয়েছিল ।

সব মিলিয়ে প্রথম ম্যাচের পারফরম্যান্স বাংলাদেশ নেশনাল ক্রিকেট টিমের খুব একটা বলার মতো ছিল না কারণ না তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারে নাই ,যার কারণে জিম্বাবুয়ে অনেক বড় একটি রানের পাহাড় বাংলাদেশের দিকে ছুড়ে দিয়েছিল ,


image.png
source

সেটা বাংলাদেশ সেই রানের পাহাড় টপকাতে পারেনি যার কারণে তাদের হারের স্বাদ নিতে হয়েছে এবং বিগত ১৯ ম্যাচ বাংলাদেশ জিতেছে জিম্বাবুয়ের সাথে এবং খুব সহজেই তাদের কে হারিয়েছে কিন্তু হঠাৎ করেই এই সিজনে প্রথম ম্যাচ জিম্বাবুয়ে খুব সুন্দর করে তারা তাদের পারফরম্যান্স দেখিয়ে ছে এবং তার প্রতিদান পেয়েছে ।

দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ নেশনাল ক্রিকেট টিম এর প্লেয়াররা কিংবা বাংলার দামাল ছেলেরা তাদেরকে খুব হালকাভাবে নেয় নি এর জন্য প্রথম থেকেই খুব চাপের উপরে রেখেছিল জিম্বাবুয়েকে এবং প্রথম ওভারেই বাংলাদেশের অন্যতম একটি উদয়ন প্লেয়ার মোসাদ্দেক হোসেন সৈকত নিজেকে খুব সুন্দর করে তুলে ধরেছেন ।


image.png
source

তার বোলিংয়ে নৈপুণ্য জিম্বাবুয়ে ক্রিকেট টিম তাল মাতাল হয়ে গিয়েছিল কোন ব্যাটসম্যান কে সে দাঁড়াতে দেয়নি একের পর এক উইকেট উপহার দিয়েছেন যার কারণে জিম্বাবুয়ে খুব বেশি রান করতে পারেনি ।তার বোলিংয়ের কারণেই খুব সহজেই একটি সহজ লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশের জিতার জন্য ,

এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে তাদের পারফর্ম টা মেলে ধরতে পেরেছেন ওপেনিং জুটিতে খুব সুন্দর ভাবে খেলে সহজে লক্ষ্যে পৌঁছে গিয়েছে বাংলাদেশ তারমধ্যে লিটন কুমার দাস তার নিজের অর্ধশত রান তুলে নিয়েছে

এবং ভালো প্রদর্শন করেছে পরবর্তীতে যেসব ব্যাটসম্যানই এসেছে তাদের খুব সুন্দর করে তারা তাদেরকে নিজেকে মেলে ধরেছে এবং ৭ উইকেটের খুব সুন্দর একটি জয় পেয়েছে , বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে অভিনন্দন ।

এবং আমরা আশা করব জনো পরবর্তী ম্যাচ গুলো ভালো খেলে যেন এই সিরিজ টি জয় করতে পারে দেশকে জানো সাফল্য দুয়ারে নিয়ে যেতে পারে কারণ বর্তমানে যারা ক্রিকেট খেলছেন তার বেশিরভাগই উদয়ন প্লেয়ার ,যেহেতু কোনো সিনিয়র প্লেয়ার নেই এই সিরিজে তাই আশা করব যারা উদয়ন প্লেয়াররা নিজেদেরকে যেন মেলে ধরতে পারে ।



0
0
0.000
2 comments
avatar

Congratulations @mofijul! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You have been a buzzy bee and published a post every day of the week.
You have been a buzzy bee and published a post every day of the month.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

The 8th edition of the Hive Power Up Month starts today!
Hive Power Up Day - August 1st 2022
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000