Newzland beat the England and Newzland won by 5 wickets.

Hello cricket lover guys!

Assalamualaikum hello friends how are you all I hope everyone is much better and healthy. I hope you have a great day. Today I came before you with a new blog. You will like my writing. So let's enjoy my writing friends. Today I will share with you the update of the match between England v New Zealand in the first semi-final of T20 World Cup 2021.

IMG_20211111_175541.jpg[source of google]

The group stage Super Twelve game is almost over. As you are all aware, four teams from Super Twelve have confirmed their tickets for the semi-finals.

IMG_20211111_175512.jpg[source of google]

First New Zealand decided to field after winning the toss and invited England to bat.
England, on the other hand, were joined by two openers, Joss Butler and Bistro. In the first power play, England added 40 runs in 1 to 6 overs, losing one wicket. However, in England's brilliant batting, Judge Butler returned to the dressing room with 29 off 24 balls, then David Malan scored 3012 41 runs and Mainali added 51 runs for the loss of 4 wickets in 20 overs.

For New Zealand, Tim Southee bowled brilliantly and took one wicket for 24 runs in four overs. Trent Bolt was 0 for 40 in 4 overs. Milney took 1 for 31 off four overs, and Is Saudy took 1 for 32 off four overs.

IMG_20211111_175610.jpg[source of google]

As a result, New Zealand batted at the target of 167 runs and lost 2 wickets for 36 runs in the first six overs of the power play. As a result, New Zealand is under some pressure. Opening batsman Guptill returned to the dressing room with 4 off 3 balls, followed by Williamson Captain with 5 off 11 balls. But Daryl Mitchell's unbeaten 72 off 47 balls with his brilliant batting helped the Conway wicketkeeper-batsmen put New Zealand on the brink of victory with a remarkable partnership and Conway returned with 46 off 38 balls. Then in a tornado innings of 27 off 11 balls, New Zealand reached their target of 167 with one over in hand.

IMG_20211111_175634.jpg[source of google]

As a result, New Zealand won by 5 wickets and became the first team to reach the final of the T20 World Cup 2021.

Daryl Mitchell was named Player of the Match for his outstanding batting prowess in the tournament.

So friends, so far today. You must comment on how you like my writing. Many thanks to any of you for reading my article.

                      বাংলা

হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা,
আসসালামুআলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আশা করি আপনাদের দিন অনেক ভালো কাটছে। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনি আমার লেখা টি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আমার লেখা টি উপভোগ করা যাক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 এর প্রথম সেমিফাইনাল ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর মধ্যে ম্যাচের আপডেট সম্পর্কে।

দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে গ্রুপ পর্বের সুপার টুয়েলভ এর খেলা শেষ। আপনারা সবাই অবগত আছেন যে সুপার টুয়েলভ থেকে চারটি দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তার মধ্যে প্রথম সেমিফাইনাল আজ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবিতে।

প্রথমে নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
পক্ষান্তরে ইংল্যান্ড ব্যাটিংয়ে আসেন দুই ওপেনার জস বাটলার ও বিসট্রো। প্রথম পাওয়ার প্লেতে 1 থেকে 6 ওভারে ইংল্যান্ড 40 রান স্কোরবোর্ডে যোগ করেন একটি উইকেট হারিয়ে। তবে ইংল্যান্ডের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে জজ বাটলার 24 বলে 29 করে সাজঘরে ফেরেন তারপর ডেভিড মালান 3012 41 রান করেন এবং মৈনালী 37 বলে 51 রানের ঝড়ো ইনিংসের সুবাদে ইংল্যান্ড 166 রান স্কোর বোর্ডে যোগ করেন 20 ওভারে 4 উইকেট হারিয়ে।

নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি দুর্দান্ত বোলিং করেন চার ওভারে 24 রান দিয়ে এক উইকেট লাভ করেন। ট্রেন্ট বোল্টে 4 ওভারে 40 রান দিয়ে উইকেট 0 ছিলেন। মিলনী চার ওভার বল করে 31 রান দিয়ে 1 উইকেট লাভ করেন, এবং ইস সাওদি চার ওভার বল করে 32 রানে 1 উইকেট লাভ করেন।

ফলশ্রুতিতে নিউজিল্যান্ড 167 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ছয় ওভার পাওয়ার প্লেতে 36 রান করে 2 উইকেট হারিয়ে ফেলেন। ফলে নিউজিল্যান্ড কিছুটা চাপের মুখে পড়ে। উদ্বোধনী ব্যাটসম্যান গাপটিল 3 বলে 4 রান করে সাজঘরে ফেরেন তার পরপরই উইলিয়ামসন ক্প্টন 11 বলে 5 রান করে সাজঘরে ফেরেন। কিন্তু Daryl Mitchell তার অসাধারণ বুদ্ধিদীপ্ত ব্যাটিং এর ফলে 47 বলে 72 রানে অপরাজিত থেকে Conway উইকেটকিপার ব্যাটসম্যান দুজন অসাধারণ একটি পার্টনারশিপ এর ফলে নিউজিল্যান্ডকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন এবংconway 38 বলে 46 রান করে সাজঘরে ফেরেন। এরপর নিশাম 11 বলে27 রানের একটি টর্নেডো ইনিংসের ফলে এক ওভার হাতে রেখেই নিউজিল্যান্ড তার 167 লক্ষ্যে পৌঁছে যান।

ফলশ্রুতিতে নিউজিল্যান্ড 5 উইকেটে জয় লাভ করে এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 এর ফাইনালে প্রথম দল হিসেবে উপনীত হয়েছেন।

টুর্ণামেন্টে অসাধারণ ব্যাটিং দক্ষতায় দলকে ফাইনালে পৌঁছে দেওয়ার নায়ক Daryl Mitchell প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ‌। আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কেউ ও অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য।



0
0
0.000
1 comments
avatar

Congratulations @ms-sarmin! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You published more than 70 posts.
Your next target is to reach 80 posts.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out the last post from @hivebuzz:

HiveFest⁶ Meetings Contest

0
0
0.000