T20 world cup cricket 2021 2nd semifinal, Australia vs Pakistan and Australia won by 5 wickets.

Hello guys,
How is your day? Hope you are having a wonderful day. In the meantime, I will share a new blog with you. I hope you enjoy reading my blog. Because I really like to share some new information with you. So let's share that with you friends.

IMG_20211112_193635.jpg

It looks like the T20 World Cup 2021 is nearing its end. The second semi-final between Australia and Pakistan was played today at the Dubai International Cricket Stadium, Dubai.

IMG_20211112_193516.jpg

Australia won the toss and elected to field first, then Aaron Finch and invited Pakistan to bat.

Rizwan and Babar Azam started the innings with Pakistan batting first. Jobs on the 47-run scoreboard in the first 1 to 6 power play of their partnership without losing a wicket.

IMG_20211112_193539.jpg

Mohammad Rizwan's batting prowess included 67 off 52 balls. Babar Azam scored 39 off 34 balls and Fakhar Zaman played an impeccable innings of 55 off 32 balls. Pakistan lost 4 wickets in their batting skills and scored 176 runs in 20 overs.

For Australia, Mitchell Struck took 2 for 38 off 4 overs, Pat Cummins took 1 for 30 off 4 overs and Adam Jampa took 1 for 22 off 4 overs.

IMG_20211112_193610.jpg

IMG_20211112_193722.jpg

In reply, Australia went down to bat at the target of 177 runs and lost 1 wicket in the first over. Aaron Finch returned to the dressing room with zero runs. And David Warner led the team with 49 off 30 balls with great batting skills. And relying on his stormy batting, Australia scored 52 runs in one to six overs of power play, losing 1 wicket. Later, the 3rd and 4th batsmen in the middle order returned to the dressing room very quickly. As a result, Australia came under some pressure. Stoinis and Wade's storming batting later helped Australia reach their target. Stoinis scored 40 off 31 balls and Wade scored 41 off 17 balls to secure a place in the final.

IMG_20211112_193743.jpg

Australia defeated Pakistan by 5 wickets to secure a ticket to the final. And Matthew Wade was named Man of the Match.
For Pakistan, Shaheen Shah Afridi took one wicket and Sadeb Khan four. But even after that the team could not save the end. So Pakistan had to bid farewell to the semifinals.

Every game has wins and losses. One team will win and the other team will lose. This is the rule of every game. So do not be discouraged and try again and again.

So far today. You must comment on how you like my writing. God bless you.
বাংলা
হ্যালো গাইস,
কেমন কাটছে আপনাদের দিনকাল? আশাকরি অত্যান্ত সুন্দর দিন অতিবাহিত করছেন। এরই মাঝে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার ব্লগ টি পড়লে। কারণ আমি নতুন নতুন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে খুবই পছন্দ করি। তো চলুন বন্ধুরা সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি।

দেখতে দেখতে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আজ সেকেন্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মধ্যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দুবাইতে।

অস্ট্রেলিয়া প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অ্যারন ফিঞ্চ এবং পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে রিজওয়ান ও বাবর আজম খুবই চমৎকার ইনিংস শুরু করেন। তাদের পার্টনারশিপের প্রথম 1 থেকে 6 পাওয়ার প্লেতে 47 রান স্কোর বোর্ডে জব করেন কোন উইকেট না হারিয়ে।

মোহাম্মদ রিজওয়ান এর ব্যাটিং নৈপুণ্যতায় 52 বলে 67 রান করেন। বাবর আজম তিনি 34 বলে 39 রান করেন এবং ফাখার জামান 32 বলে 55 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। পাকিস্তান তাদের ব্যাটিং নৈপুণ্যে তাই 4 উইকেট হারিয়ে 20 ওভারে 176 রান স্কোর বোর্ডে জমা করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে মিসেল স্ট্রাক 4ওভার বল করে 38 রান দিয়ে 2 উইকেট নেন, প্যাট কামিন্স চার ওভার বল করে 30 রান দিয়ে 1 উইকেট এবং অ্যাডাম জাম্পা 4 ওভার বল করে 22 রান দিয়ে 1 উইকেট লাভ করেন।

জবাবে অস্ট্রেলিয়া 177 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই 1 উইকেট হারিয়ে ফেলেন অ্যারন ফিঞ্চ তিনি সাজঘরে ফিরে যান শূন্য রান করে। এবং ডেভিড ওয়ার্নার তিনি অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে 30 বলে 49 রান করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এবং তার ঝড়োগতির ব্যাটিংয়ে উপর ভর করে এক থেকে ছয় ওভার পাওয়ার প্লেতে 52 রান সংগ্রহ করেন অস্ট্রেলিয়া 1 উইকেট হারিয়ে। পরবর্তীতে মিডল অর্ডারে 3 এবং4 নাম্বার ব্যাটসম্যান খুব দ্রুত সাজঘরে ফেরেন। ফলে অস্ট্রেলিয়া কিছুটা চাপের মধ্যে পড়ে যান। পরবর্তীতে Stoinis ও Wade এর ঝড় ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া তাদের লক্ষ্যে পৌঁছে যায় ।Stoinis তিনি 31 বলে 40 রান এবং wade 17 বলে 41 রানের ঝড়ো ইনিংসের ফলে দলকে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

অস্ট্রেলিয়া পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করলেন। এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন ম্যাথু ওয়েড।
পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রীদি একটি উইকেট এবং সাদেব খান চারটি উইকেট লাভ করেন। কিন্তু তার পরেও দলকে শেষ রক্ষা করতে পারেননি। তাই সেমিফাইনাল থেকে পাকিস্তানকে বিদায় নিতে হলো।

প্রত্যেকটি খেলা জয় এবং পরাজয় আছে। একটি দল জিতবে এবং অন্য দল হারবে এটাই প্রত্যেকটি খেলার নিয়ম। তাই হতাশ না হয়ে বারবার চেষ্টা করতে হবে।

আজ এ পর্যন্তই। আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহাফেজ।



0
0
0.000
0 comments