The first day of the second Test between India vs New Zealand is also the updated news of the second day's game.

Hello guys,
Good evening, how are you all friends? Hope everybody is doing well. I am also fine with your prayers. I came in front of you with another new blog to give some new updates. I hope you like it.

Today I will share with you the update of the second Test between India vs New Zealand.

IMG_20211204_230145.jpg

India won the toss and elected to bat first and invited New Zealand to the field.

IMG_20211204_230041.jpg

India opening pair Mainak Agarwal and Subman Gill got off to a great start, adding 80 runs to their scoreboard. Subman Gill returned to the dressing room with a personal 44. But Mainak Agarwal's superb batting up kept the team in the lead with three wickets falling in a row at the head of the team's 60 runs. Pujara and Kohli returned to the dressing room with personal zero runs. Later, middle-order batsman Akshar Patel's half-century resulted in India being bowled out for 325 in 109.5 overs.

IMG_20211204_225920.jpg

For New Zealand, Ejaz Patel bowled 47.5 overs and took 10 wickets for 119 runs with 12 maiden overs.

IMG_20211204_230058.jpg

IMG_20211204_225942.jpg

Later, New Zealand went down to bat at the target of 326 runs and in the first innings, Captain Latham returned to the dressing room with 10 runs off 14 balls. Will Eun returned to the dressing room with 4 runs. In one down, Jamieson hit 17 off 36 balls. And no player of the team could reach the house of the decade. All the batsmen were limited to just coming and going. New Zealand lost all their wickets for 62 runs in 28.1 overs.

IMG_20211204_225959.jpg

And in this context, India got a lead of 263 runs.

IMG_20211204_230023.jpg

For India, Siraj took 3 wickets, Akshar Patel 2 wickets and Ashwin 4 wickets.

With a big leave in the second innings, India started batting again for the second day
India scored 69 runs in 21 overs without losing a wicket at the end of the day.

Mainak Agarwal (38) and Pujara (29) are unbeaten in the second innings.

India gave New Zealand a big target of 332 runs in the second innings with 10 wickets in hand at the end of the second day.

Friends, this was the updated news of the second Test between India vs New Zealand, one of the superpowers of cricket like today. You must comment on my article.

Many thanks to all of you for visiting my post.
শুভ সন্ধ্যা, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু আপডেট দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সেকেন্ড টেস্টের আপডেট সম্পর্কে।

ইন্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং নিউজিল্যান্ডকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানান।

ইন্ডিয়া উদ্বোধনী জুটি মাইনাক আগারওয়াল ও সাবম্যান গিল অসাধারণ শুরু করেন তাদের উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে 80 রান যোগ হয়। ব্যক্তিগত 44 রানে সাবম্যান গিল সাজঘরে ফেরেন। কিন্তু মাইনাক আগারওয়াল তার অসাধারণ ব্যাটিং আপ এর ফলে দলকে আগলে রাখেন দলীয় ৮০ রানের মাথায় পরপর তিনটি উইকেট পতন ঘটে। পুজারা ও কোহলি ব্যক্তিগত জিরো রানে সাজঘরে ফেরেন। পরে মিডল অর্ডার ব্যাটসম্যান আকসার প্যাটেল অর্ধশতক এর ফলে ইন্ডিয়া দলীয় 325 রানে অলআউট হয়ে যান 109.5 ওভার বল খেলে।

নিউজিল্যান্ডের পক্ষে এজাজ প্যাটেল 47.5 ওভার বল করে বারোটি মেডেন ওভার দিয়ে 119 রান খরচ করে 10 টি উইকেট লাভ করেন।

পরবর্তীতে নিউজিল্যান্ড 326 রান এর টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ক্যাপ্টেন লাথাম 14 বলে 10 রান করে সাজঘরে ফেরেন। এনার সাথে উইল ইউন নয় বলে 4 রান করে সাজঘরে ফেরেন। ওয়ান ডাউনে জেমিসন 36 বলে 17 রান করেন। আর দলীয় কোন প্লেয়ার দশকের ঘরে পৌঁছাতে পারিনি। সব ব্যাটসম্যান শুধু যাওয়া আসার মধ্যে সীমাবদ্ধ ছিল। নিউজিল্যান্ড দলীয় 62 রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে 28.1 ওভারে বল খেলে।

এবং এরই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া 263 রানের লিড পেয়ে যান।

ইন্ডিয়ার পক্ষে সিরাজ 3 উইকেট ,আকসার প্যাটেল 2 উইকেট, আশ্বিন চার উইকেট লাভ করেন।

সেকেন্ড ইনিংসের বড় একটি লিভ নিয়ে ইন্ডিয়া আবার দ্বিতীয় দিনের মতো ব্যাটিং শুরু করেন
ইন্ডিয়া 21 ওভারে দলীয় 69 রান সংগ্রহ করে দিন শেষে কোন উইকেট না হারিয়ে।

দ্বিতীয় ইনিংসে মাইনাক আগারওয়াল 38 রান ও পুজারা 29 রানে অপরাজিত আছেন।

ইন্ডিয়া দ্বিতীয় দিন শেষে 10 উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসের 332 রানের বড় একটি টার্গেট দিয়েছে নিউজিল্যান্ডকে।

বন্ধুরা এই ছিল আজকের মত ক্রিকেটের অন্যতম পরাশক্তি দুটি দল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড এর সেকেন্ড টেস্ট এর আপডেট নিউজ। আপনাদের কেমন লাগলো আমার লেখাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি ভিজিট করার জন্য।
IMG_20211204_230058.jpg



0
0
0.000
0 comments